সরাসরি বিষয়বস্তুতে যান

ঈশ্বর

ঈশ্বর কে?

ঈশ্বর কি অস্তিত্বে রয়েছেন?

বাইবেল কীভাবে পাঁচটা জোরালো যুক্তির মাধ্যমে এই প্রশ্নের উত্তর দেয়, তা দেখুন।

ঈশ্বর কি সমস্ত কিছুর মধ্যে রয়েছেন? তিনি কি সর্বত্র বিরাজমান?

বাইবেল কি শেখায় যে, ঈশ্বর সমস্ত কিছুর মধ্যে রয়েছেন? কেন আপনি এই ব্যাপারে নিশ্চিত হতে পারেন যে, তিনি একটা নির্দিষ্ট স্থানে বাস করা সত্ত্বেও আপনাকে ব্যক্তিগতভাবে জানেন?

পবিত্র শক্তি কী?

বাইবেলে পবিত্র শক্তিকে ঈশ্বরের “হস্ত” হিসেবে উল্লেখ করা হয়েছে। আর এটা খুবই উপযুক্ত।

ঈশ্বরের নাম

যিহোবা কে?

তিনি কি শুধুমাত্র একটা জাতির ঈশ্বর, যেমন শুধু ইজরায়েলীয়দের ঈশ্বর?

ঈশ্বরের কতগুলো নাম রয়েছে?

অনেকেই মনে করে যে ‘আল্লাহ্‌,’ ‘এল শাদ্দাই,’ ‘যিহোবা-যিরি’ কিংবা ‘আলফা ও ওমেগা,’ সবগুলোই ঈশ্বরের নাম। কিন্তু আমরা ঈশ্বরকে কীভাবে ডাকি, তা কি আসলেই গুরুত্বপূর্ণ?

ঈশ্বরের ইচ্ছা

ঈশ্বর কি আমাদের দুঃখকষ্টের জন্য দায়ী?

যেকারো জীবনে দুঃখকষ্ট আসতে পারে—এমনকী তাদের জীবনেও, যাদের ঈশ্বর ভালোবাসেন। কেন?