সরাসরি বিষয়বস্তুতে যান

এক অ্যানিমেটেড সিরিজ যা ছোটোদের হৃদয় স্পর্শ করে

এক অ্যানিমেটেড সিরিজ যা ছোটোদের হৃদয় স্পর্শ করে

বাইবেলের নীতিগুলো শিখতে সাহায্য করার জন্য যিহোবার সাক্ষিরা একটা অ্যানিমেটেড সিরিজ তৈরি করেছে। কীভাবে সেটা তৈরি করা হয়েছে আর সেটা পেয়ে ছোটোদের কেমন লেগেছে? এসো দেখি।

আপনি হয়তো এটাও দেখতে চাইবেন

ভিডিও

যিহোবার বন্ধুদের কাছ থেকে শেখো

বাইবেলে বলা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে শেখো, যারা যিহোবার বন্ধু হয়েছিল!

বাইবেলের শিক্ষা

ভিডিও এবং সন্তানদের কার্যকলাপ

বাইবেলভিত্তিক ভিডিও এবং খেলার ছলে বিভিন্ন অ্যাক্টিভিটি ব্যবহার করে সন্তানদের আধ্যাত্মিক বিষয়গুলোর গুরুত্ব বুঝতে সাহায্য করুন।