সরাসরি বিষয়বস্তুতে যান

সুখ ও শান্তি

আমরা যখন বড়ো বড়ো সমস্যার মুখোমুখি হই, তখন আমাদের মনে হতে পারে যে, সুখ এবং মনের শান্তি লাভ করা কঠিন। তবে, বাইবেল অসংখ্য ব্যক্তিকে তাদের রোজকার জীবনের চাপের সঙ্গে মোকাবিলা করতে, তাদের শারীরিক ও মানসিক কষ্টের মধ্যে স্বস্তি পেতে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করেছে। বাইবেল আপনাকেও সুখী হওয়ার জন্য সাহায্য করবে।

দুঃখজনক পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করা

শারীরিক ও মানসিক স্বাস্থ্য

বাইবেল জীবনকে পরিবর্তন করে

বিভিন্ন পটভূমি থেকে আসা ব্যক্তিরা ব্যাখ্যা করে যে, কীভাবে তারা এক উদ্দেশ্যপূর্ণ জীবন লাভ করেছে এবং এখন ঈশ্বরের সঙ্গে এক উত্তম সম্পর্ক উপভোগ করছে।

আপনার পরিবার সুখী হতে পারে

বাইবেলের নীতিগুলো কাজে লাগিয়ে আপনি এক সুখী বিয়ে ও পারিবারিক জীবন উপভোগ করতে পারেন।

বাইবেল অধ্যয়ন করুন

কেন বাইবেল অধ্যয়ন করবেন?

বাইবেল পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ লোককে জীবনের বড়ো বড়ো প্রশ্নগুলোর উত্তর জানাচ্ছে। আপনি কি তাদের মধ্যে একজন হতে চান?

বাইবেল অধ্যয়নে কী হয়?

বিশ্বব্যাপী যিহোবার সাক্ষিরা বিনা মূল্যে বাইবেল অধ্যয়ন কার্যক্রমের জন্য যে-আমন্ত্রণ জানিয়ে থাকে, সেটার জন্য তারা পরিচিত। কীভাবে এটা করা হয়, তা দেখুন।

দেখা করার জন্য অনুরোধ জানান

বাইবেলের কোনো একটা প্রশ্ন নিয়ে আলোচনা করুন অথবা যিহোবার সাক্ষিদের সম্বন্ধে আরও জানুন।