পরিবেশ সংক্রান্ত সমস্যা—ঈশ্বরের রাজ্য যা করবে
“আবহাওয়া দ্রুত পরিবর্তিত হওয়ায় মানুষ, শহর-অঞ্চল আর সেইসঙ্গে পৃথিবীতে জীবিত সমস্তকিছু গুরুতর সমস্যার মুখোমুখি হচ্ছে। এই আবহাওয়া পরিবর্তনের ফলে শক্তিশালী ঝড় আরও তীব্র আকার ধারণ করছে আর তা মানুষের ঘরবাড়ি এবং বেঁচে থাকার সমস্ত উপায় নষ্ট করে দিচ্ছে। সমুদ্র গরম হয়ে যাচ্ছে আর এর ফলে বিশাল সংখ্যক সামুদ্রিক প্রজাতির অস্তিত্ব হুমকির মুখে রয়েছে।”—ইনগার অ্যান্ডারসন, ইউনাইটেড নেশন্স-এর আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং ইউনাইটেড নেশন্স এনভায়রন্মেন্ট প্রোগ্রাম-এর এক্সিকিউটিভ ডিরেক্টর, ২৫ জুলাই, ২০২৩।
বিভিন্ন দেশের সরকার কি একসঙ্গে এসে পৃথিবীব্যাপী এই সমস্যার মোকাবিলা করতে পারবে? তারা কি সত্যিই এই সমস্যাগুলো সমাধান করতে পারবে?
বাইবেল এমন এক সরকার সম্বন্ধে জানায়, যেটা পৃথিবীর পরিবেশ সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করতে পারে আর এই সরকার অবশ্যই এই সমস্যাগুলো সমাধান করবে। এটি বলে, “স্বর্গের ঈশ্বর এক রাজ্য স্থাপন করিবেন,” আর এই রাজ্য হল এমন একটা সরকার, যেটা পৃথিবীর উপর শাসন করবে এবং সমস্ত সমস্যা দূর করবে। (দানিয়েল ২:৪৪) সেই সরকার যখন শাসন করবে, তখন কেউ একে অন্যের কিংবা পৃথিবীর ‘ক্ষতি করবে না, ধ্বংস করবে না।’—যিশাইয় ১১:৯, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন।