অধ্যয়ন প্রবন্ধ ৭
গান ১৫ গাও প্রশংসা পুত্রের!
যিহোবা আপনাকে ক্ষমা করেছেন—এর ফলে আপনার কোন উপকার হয়?
“তুমি প্রকৃতরূপে ক্ষমা করে থাক।”—গীত. ১৩০:৪, NW.
আমরা কী শিখব?
যিহোবা আমাদের প্রকৃতরূপে ক্ষমা করেন। এই বিষয়টা বোঝানোর জন্য বাইবেলে বেশ কিছু উদাহরণ দেওয়া হয়েছে। এই প্রবন্ধে আমরা এগুলোর মধ্যে কিছু উদাহরণের উপর মনোযোগ দেব। এর ফলে, আমাদের হৃদয় যিহোবার প্রতি কৃতজ্ঞতায় ভরে যাবে।
১. আপনার বন্ধু হয়তো আপনাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও কী হতে পারে?
ধরুন, আপনি আপনার কোনো বন্ধুকে দুঃখ দিয়েছেন এবং তারপর তার কাছে ক্ষমা চেয়েছেন। তখন সে বলে, “আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি।” এটা শোনার পর আপনার কেমন লাগবে? আপনি নিশ্চয়ই স্বস্তি পাবেন এবং আপনার মন থেকে একটা ভারী বোঝা নেমে যাবে। কিন্তু, তা সত্ত্বেও আপনি হয়তো চিন্তা করতে পারেন, ‘এখন আমাদের বন্ধুত্ব কি আগের মতো থাকবে? আমাদের সম্পর্কে চিড় ধরবে না তো?’
২. যিহোবা যেভাবে ক্ষমা করেন, সেই বিষয়ে বাইবেল কী বলে? (পাদটীকাও দেখুন।)
২ ক্ষমা করার বিষয়ে যিহোবা মানুষদের চেয়ে একেবারেই আলাদা। যিহোবা যেভাবে ক্ষমা করেন, সেভাবে কেউই ক্ষমা করতে পারবে না। একটা গীতে যিহোবার বিষয়ে বলা হয়েছে, “তুমি প্রকৃতরূপে ক্ষমা করে থাক, যাতে লোকেরা তোমার বিষয়ে অবাক হয়।” a (গীত. ১৩০:৪) যিহোবা যখন কাউকে ক্ষমা করেন, তখন তাকে পুরোপুরিভাবে ক্ষমা করেন। আমরা তাঁর কাছ থেকে শিখতে পারি যে, ক্ষমা করা বলতে আসলে কী বোঝায়। ইব্রীয় শাস্ত্রের লেখকেরা যখন যিহোবার ক্ষমার বিষয়ে লিখেছিলেন, তখন তারা কিছু জায়গায় একটা বিশেষ শব্দ ব্যবহার করেছিলেন। এই শব্দটা তারা সেই সময়ে ব্যবহার করেননি, যখন একজন মানুষ আরেকজন মানুষকে ক্ষমা করে।
৩. যিহোবা যেভাবে ক্ষমা করেন এবং মানুষ যেভাবে ক্ষমা করে, সেটার মধ্যে কোন পার্থক্য রয়েছে? (যিশাইয় ৫৫:৬, ৭)
৩ যিহোবা যখন কাউকে ক্ষমা করেন, তখন তিনি তার পাপ মুছে ফেলেন এবং তার সঙ্গে যিহোবার সম্পর্কে যে-চিড় ধরেছিল, সেটা পূরণ করে দেন এবং আবারও সেটা আগের মতো হয়ে যায়। যিহোবা মন থেকে পুরোপুরিভাবে ক্ষমা করেন।—পড়ুন, যিশাইয় ৫৫:৬, ৭.
৪. যিহোবা প্রকৃতরূপে ক্ষমা করেন, এটা বোঝানোর জন্য তিনি কী করেছেন?
৪ যিহোবা প্রকৃতরূপে ক্ষমা করেন। এই বিষয়টা কি মানুষের পক্ষে পুরোপুরি বোঝা সম্ভব? হ্যাঁ সম্ভব। এই বিষয়টা বোঝানোর জন্য যিহোবা বাইবেলে বিভিন্ন উদাহরণ দিয়েছেন। এগুলোর উপর মনোযোগ দিলে বুঝতে পারব যে, যিহোবা কীভাবে এবং কত দূর পর্যন্ত আমাদের ক্ষমা করেন। এই প্রবন্ধে আমরা সেগুলোর মধ্যে কয়েকটা উদাহরণের উপর মনোযোগ দেব। আমরা দেখব যে, কীভাবে যিহোবা আমাদের পাপ মুছে ফেলেন এবং পাপের কারণে যিহোবার সঙ্গে আমাদের সম্পর্কে যে-ক্ষতি হয়েছে, সেটা ঠিক করে দেন। এই উদাহরণগুলোর উপর মনোযোগ দিলে আমাদের প্রেমময় পিতা যিহোবার প্রতি আমাদের হৃদয় কৃতজ্ঞতায় ভরে যাবে।
যিহোবা আমাদের পাপ অনেক দূরে নিয়ে যান
৫. যিহোবা আমাদের পাপ ক্ষমা করে দেন, এর মানে কী?
৫ বাইবেলে অনেকসময় পাপকে ভারী বোঝার সঙ্গে তুলনা করা হয়েছে। রাজা দায়ূদ নিজের পাপের বিষয়ে বলেছিলেন, “আমার পাপের ঢিবি আমার মাথার চেয়েও উঁচু হয়ে গিয়েছে, সেগুলো এমন ভারী বোঝার মতো হয়ে গিয়েছে যে, আমি সেগুলো বইতে পারছি না।” (গীত. ৩৮:৪, NW) কিন্তু, একজন ব্যক্তি যখন মন থেকে অনুতপ্ত হন, তখন যিহোবা তার পাপ ক্ষমা করে দেন। (গীত. ২৫:১৮; ৩২:৫) যে-ইব্রীয় শব্দকে ক্ষমা করা হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটার মানে হল, “ওঠানো” অথবা “উঠিয়ে নিয়ে যাওয়া।” এর থেকে আমরা বুঝতে পারি, যিহোবা একজন শক্তিশালী ব্যক্তির মতো আমাদের পাপের ভারী বোঝাকে উঠিয়ে নেন এবং সেটাকে আমাদের কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যান।
৬. যিহোবা আমাদের পাপগুলো আমাদের কাছ থেকে কতটা দূরে নিয়ে যান?
৬ যিহোবা আমাদের পাপগুলো আমাদের কাছ থেকে কতটা দূরে নিয়ে যান? এটা বোঝার জন্য আসুন আমরা বাইবেলে দেওয়া আরেকটা উদাহরণের উপর মনোযোগ দিই। গীতসংহিতা ১০৩:১২ পদ বলে: “পশ্চিম দিক থেকে পূর্ব দিক যতটা দূরে, তিনি আমাদের অপরাধগুলো আমাদের থেকে ততটাই দূরে সরিয়ে দিয়েছেন।” পশ্চিম দিক থেকে পূর্ব দিক কতটা দূরে, তা আমরা চিন্তাও করতে পারি না। একইভাবে, যিহোবা আমাদের পাপ আমাদের কাছ থেকে কতটা দূরে সরিয়ে নিয়ে যান, সেটা আমরা কখনো কল্পনাও করতে পারব না। এটা জেনে আমরা অনেক সান্ত্বনা পাই যে, যিহোবা আমাদের পাপগুলো আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যান এবং আমাদের পুরোপুরিভাবে ক্ষমা করেন।
৭. যিহোবা আমাদের পাপগুলো নিয়ে কী করেন, এই বিষয়ে বাইবেলে কী বলা হয়েছে? (মীখা ৭:১৮, ১৯)
৭ যিহোবা আমাদের পাপগুলো আমাদের কাছ থেকে দূরে নিয়ে যান। এরপর তিনি সেগুলো নিয়ে কী করেন? তিনি কি সেগুলো নিজের কাছে রেখে দেন? একেবারেই না। রাজা হিষ্কিয় যিহোবার বিষয়ে বলেছিলেন, “তুমি ত আমার সমস্ত পাপ তোমার পশ্চাতে ফেলিয়াছ।” (যিশা. ৩৮:৯, ১৭) এখান থেকে বোঝা যায় যে, একজন ব্যক্তি যখন হৃদয় থেকে অনুতপ্ত হন, তখন যিহোবা তার পাপগুলোকে পিছনে ফেলে দেন। এরপর, যিহোবা সেই পাপগুলো আর পিছনে ফিরে দেখেন না এবং মনোযোগও দেন না। হিষ্কিয়ের কথাগুলোকে এভাবেও বলা যেতে পারে, “তুমি আমার পাপগুলোকে এমন করে দিয়েছ যেন আমি কখনো সেই পাপগুলো করিইনি।” এই বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য মীখা ৭:১৮, ১৯ পদে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে। (পড়ুন।) সেখানে বলা হয়েছে যে, যিহোবা আমাদের পাপগুলোকে সমুদ্রের গভীরে ফেলে দেন। প্রাচীন কালে, কোনো জিনিসকে যদি গভীর সমুদ্রে ফেলে দেওয়া হত, তা হলে সেটাকে তুলে আনা অসম্ভব ছিল। ঠিক একইভাবে, আমাদের পাপগুলোর সঙ্গে যিহোবা এমনই কিছু করেন।
৮. এই পর্যন্ত আমরা কী শিখেছি?
৮ এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারি, যিহোবা যখন আমাদের ক্ষমা করেন, তখন তিনি আমাদের পাপের বোঝা তুলে নেন এবং আমরা আর নিজেদের দোষী বলে মনে করি না। দায়ূদ কতই-না সঠিক বিষয় বলেছেন: “সুখী সেই ব্যক্তিরা, যাদের মন্দ কাজ ক্ষমা করা হয়েছে এবং যাদের পাপ ঢেকে দেওয়া হয়েছে; সুখী সেই ব্যক্তি, যার পাপ যিহোবা কোনোমতেই ধরে রাখবেন না।” (রোমীয় ৪:৭, ৮) সত্যিই, যিহোবা আমাদের প্রকৃতরূপে ক্ষমা করেন!
যিহোবা আমাদের পাপ মুছে ফেলেন
৯. যিহোবা আমাদের কত দূর পর্যন্ত ক্ষমা করেন, সেটা তিনি কোন উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন?
৯ মুক্তির মূল্যের মাধ্যমে যিহোবা অনুতপ্ত ব্যক্তিদের পাপ পুরোপুরিভাবে মুছে ফেলেন। এই বিষয়টা বোঝানোর জন্য যিহোবা বাইবেলে আরও কিছু উদাহরণ দিয়েছেন। এটিতে এভাবে লেখা আছে, যিহোবা আমাদের পাপের দাগ ধুয়ে পরিষ্কার করে দেন। এভাবে একজন পাপী ব্যক্তি শুচি হয়ে যায়। (গীত. ৫১:৭; যিশা. ৪:৪; যির. ৩৩:৮) যিহোবা কত দূর পর্যন্ত আমাদের পাপ মুছে ফেলেন? তিনি বলেছেন, “তোমাদের পাপ সকল সিন্দূরবর্ণ হইলেও হিমের ন্যায় শুক্লবর্ণ হইবে; লাক্ষার ন্যায় রাঙ্গা হইলেও মেষলোমের ন্যায় হইবে।” (যিশা. ১:১৮) আমাদের কাপড়ে যদি গাঢ় লাল রঙের দাগ লেগে যায়, তা হলে সেটা তোলা খুবই কঠিন। এই উদাহরণের মাধ্যমে যিহোবা আমাদের বুঝতে সাহায্য করেছেন, তিনি আমাদের পাপগুলো এমনভাবে ধুয়ে পরিষ্কার করে দেন যে, পাপের দাগ আর দেখাই যায় না।
১০. কোন উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে, যিহোবা আমাদের মন থেকে ক্ষমা করেন?
১০ আগের প্রবন্ধে যেমনটা বলা হয়েছিল, পাপ হল একটা ‘ঋণের’ মতো। (মথি ৬:১২, পাদটীকা; লূক ১১:৪) তাই, আমরা যখন যিহোবার বিরুদ্ধে পাপ করি, তখন এটা এমন যেন আমরা ক্রমাগত ঋণ নিচ্ছি এবং আমাদের ঋণের বোঝা বেড়েই চলছে। কিন্তু, যিহোবা যখন আমাদের ক্ষমা করে দেন, তখন আমাদের পাপের ঋণ বাতিল হয়ে যায়। আর এরপর যিহোবা আমাদের কাছে সেই পাপের হিসাব চান না, কারণ যিহোবা আমাদের ক্ষমা করে দিয়েছেন। একজন ব্যক্তির ঋণ যখন ক্ষমা হয়ে যায়, তখন তিনি স্বস্তি লাভ করেন। একইভাবে, যিহোবা যখন আমাদের ক্ষমা করে দেন, তখন আমরাও স্বস্তি লাভ করি।
১১. বাইবেলে লেখা আছে, আমাদের “পাপ মুছে ফেলা” হয়েছে, এর মানে কী? (প্রেরিত ৩:১৯)
১১ যিহোবা আমাদের পাপ বা ঋণ শুধুমাত্র বাতিলই করেন না, কিন্তু সেইসঙ্গে সেটা মুছেও ফেলেন। (পড়ুন, প্রেরিত ৩:১৯.) সাধারণত, কোনো ঋণ বাতিল করার জন্য যে-কাগজের উপরে ঋণের পরিমাণ লেখা থাকে, সেটাকে কেটে দেওয়া হয়। (তাতে X চিহ্ন দেওয়া হয়।) কিন্তু, এই কাটা চিহ্ন দেওয়ার পরও সেই লেখাটা দেখা যায়। এর থেকে বোঝা যায় যে, ঋণ বাতিল করা এবং সেটা মুছে ফেলার মধ্যে পার্থক্য রয়েছে। এটা বোঝার জন্য এই বিষয়টা লক্ষ করুন। প্রাচীন কালে, যে-কালি দিয়ে লেখা হত, সেটা কয়লা, আঠা ও জল মিশিয়ে তৈরি করা হত। একজন ব্যক্তি ভেজা কাপড় কিংবা স্পঞ্জ দিয়ে সেই লেখাটা সহজেই মুছে ফেলতে পারতেন। তাই, যখন ঋণ মুছে ফেলা হত, তখন এটা আর দেখা যেত না। এটা এমন ছিল যেন কোনো ঋণ নেওয়াই হয়নি। এটা জেনে আমরা কতই-না খুশি হই যে, যিহোবা শুধুমাত্র আমাদের পাপের ঋণ বাতিলই করেন না, কিন্তু সেইসঙ্গে সেটা পুরোপুরিভাবে মুছে ফেলেন।—গীত. ৫১:৯.
১২. বাইবেলে ঘন মেঘের যে-উদাহরণ দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা কী শিখি?
১২ যিহোবা আমাদের পাপগুলো যেভাবে মুছে ফেলেন, সেটা বোঝানোর জন্য তিনি বাইবেলে আরও একটা উদাহরণ দিয়েছেন। যিহোবা বলেন, আমি “তোমার পাপ সকল মেঘের ন্যায় ঘুচাইয়া ফেলিয়াছি।” (যিশা. ৪৪:২২) যিহোবা যখন আমাদের ক্ষমা করেন, তখন সেটা এমন যেন তিনি আমাদের পাপগুলো ঘন মেঘ দিয়ে ঢেকে দিয়েছেন। এরপর, না আমরা সেই পাপগুলো দেখতে পারি, না যিহোবা সেগুলো দেখতে পারেন।
১৩. যিহোবা যখন আমাদের পাপ ক্ষমা করে দেন, তখন আমরা কেমন অনুভব করি?
১৩ আমরা এই পর্যন্ত যে-উদাহরণগুলো নিয়ে আলোচনা করলাম, সেখান থেকে আমরা কী শিখি? যিহোবা যখন আমাদের পাপ ক্ষমা করে দেন, তখন আমাদের এটা চিন্তা করা উচিত নয় যে, আমাদের পাপের দাগ সারা জীবন ধরে বয়ে বেড়াতে হবে। যিশু খ্রিস্টের রক্তের মাধ্যমে আমাদের পাপের ঋণ পুরোপুরিভাবে শোধ করা হয়েছে অর্থাৎ বাতিল করা হয়েছে। এটা এমন যেন আমরা কখনো পাপ করিইনি। আমরা যখন আমাদের পাপের জন্য অনুতপ্ত হই, তখন যিহোবা আমাদের প্রকৃতরূপে ক্ষমা করেন অর্থাৎ পুরোপুরিভাবে ক্ষমা করে দেন।
যিহোবা পুনরায় আমাদের সঙ্গে এক উত্তম সম্পর্ক গড়ে তোলেন
১৪. কেন আমরা নিশ্চিত থাকতে পারি, যিহোবা আমাদের পাপ পুরোপুরিভাবে ক্ষমা করে দেন? (ছবিগুলোও দেখুন।)
১৪ একমাত্র যিহোবাই আমাদের প্রকৃতরূপে ক্ষমা করেন, তাই আমরা আবারও তাঁর সঙ্গে এক উত্তম সম্পর্ক গড়ে তুলতে পারি। যিহোবা আমাদের পুরোপুরিভাবে ক্ষমা করেন, তাই আমাদের কখনোই নিজেদের দোষী বলে মনে করা উচিত নয়। আর আমাদের এমনটা চিন্তা করা উচিত নয় যে, যিহোবা এখনও পর্যন্ত আমাদের উপর রেগে রয়েছেন এবং আমাদের শাস্তি দিতে চান। একবার ক্ষমা করে দেওয়ার পর যিহোবা কখনোই এমনটা করবেন না। কেন আমরা নিশ্চিত থাকতে পারি? ভাববাদী যিরমিয় যিহোবার বিষয়ে লিখেছিলেন: “কেননা আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব, এবং তাহাদের পাপ আর স্মরণে আনিব না।” (যির. ৩১:৩৪) পরবর্তী সময়ে, প্রেরিত পৌলও যিরমিয়ের মতো একই বিষয় বলেছিলেন। (ইব্রীয় ৮:১২) কিন্তু, যিহোবা আমাদের পাপ আর স্মরণ করবেন না, এই কথাটার মানে কী?
১৫. যিহোবা যখন বলেন যে, তিনি আমাদের পাপ আর স্মরণ করবেন না, তখন এর মানে কী?
১৫ বাইবেলে “স্মরণ করা” শব্দটার মানে সবসময় এটা নয় যে, কোনো ঘটনা বা ব্যক্তির বিষয়ে চিন্তা করা বা তাকে স্মরণ করা। এর মানে এটা হতে পারে, সেই বিষয়ে বা সেই ব্যক্তির জন্য কিছু করা। যিশুর সঙ্গে যে-অপরাধীকে যাতনাদণ্ডে ঝোলানো হয়েছিল, সে যিশুকে বলেছিল, “যিশু, আপনি যখন রাজা হবেন, তখন আমাকে স্মরণ করবেন।” (লূক ২৩:৪২, ৪৩) তিনি কি যিশুকে শুধুমাত্র তাকে স্মরণ করার কথা বলছিলেন? যিশুর উত্তর থেকে বোঝা যায় যে, সেই অপরাধী চেয়েছিল, যিশু যেন তার জন্য কিছু করেন। তাই, যিশু তাকে বলেছিলেন যে, তিনি তাকে পুনরুত্থিত করবেন। একইভাবে, যিহোবা যখন বলেন যে, তিনি আমাদের পাপগুলো স্মরণে আনবেন না, তখন এর মানে হল, তিনি আমাদের বিরুদ্ধে কিছু করবেন না। যিহোবা একবার আমাদের ক্ষমা করে দিলে তিনি সেই পাপের জন্য আমাদের পরে শাস্তি দেবেন না।
১৬. আমাদের প্রকৃতরূপে ক্ষমা করা হলে আমরা স্বাধীন হয়ে যাই, এই বিষয়টা বাইবেলে কীভাবে বোঝানো হয়েছে?
১৬ আমাদের যখন প্রকৃতরূপে ক্ষমা করা হয়, তখন আমরা স্বাধীন হই। এই বিষয়টা বোঝানোর জন্য বাইবেলে আরও একটা উদাহরণ দেওয়া হয়েছে। আমরা পাপী এবং আমাদের মধ্যে পাপ করার প্রবণতা রয়েছে। তাই, বাইবেলে আমাদের “পাপের দাস” বলা হয়েছে। কিন্তু, আমরা যিহোবার কাছে কতই-না কৃতজ্ঞ যে, তিনি আমাদের ক্ষমা করেছেন এবং আমাদের “পাপের দাসত্ব থেকে মুক্ত” করেছেন। (রোমীয় ৬:১৭, ১৮; প্রকা. ১:৫) যিহোবা যখন আমাদের ক্ষমা করেন, তখন আমাদের হৃদয় কৃতজ্ঞতায় ভরে যায় এবং আমরা অনেক খুশি হই, ঠিক সেই দাসের মতো যে অনেক বছর পর মুক্ত হয়েছে।
১৭. যিশাইয় ৫৩:৫ পদ অনুযায়ী যিহোবা আমাদের কীভাবে সুস্থ করেন?
১৭ যিশাইয় ৫৩:৫ পদ পড়ুন। আসুন, আমরা শেষে আরও একটা উদাহরণের উপর মনোযোগ দিই। বাইবেলে বলা হয়েছে, আমরা এমন একজন ব্যক্তির মতো, যার একটা কঠিন রোগ রয়েছে। কিন্তু, যিহোবা তাঁর পুত্রের মুক্তির মূল্য দিয়ে আমাদের সুস্থ করেছেন। (১ পিতর ২:২৪) পাপ করার ফলে যিহোবার সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং মুক্তির মূল্যের মাধ্যমে আমরা আবারও তাঁর সঙ্গে এক উত্তম সম্পর্ক গড়ে তুলতে পারি। একটু চিন্তা করুন, একজন ব্যক্তির যদি কোনো কঠিন রোগ থাকে এবং সে পুরোপুরি সুস্থ হয়ে যায়, তখন সে কতই-না খুশি হয়! একইভাবে, যিহোবা যখন আমাদের ক্ষমা করেন, তখন আমরাও সুস্থ হই এবং তাঁর সঙ্গে আমাদের আবারও এক উত্তম সম্পর্ক গড়ে ওঠে। আর আমরা যখন জানতে পারি যে, যিহোবা আমাদের প্রতি দয়া দেখান, তখন আমাদের হৃদয় আনন্দে ভরে যায়।
যিহোবা প্রকৃতরূপে ক্ষমা করেন এবং এর ফলে আমরা প্রচুর উপকার পাই
১৮. যিহোবার ক্ষমা করার বিষয়ে আমরা যে-উদাহরণগুলো দেখেছি, সেখান থেকে আমরা কী শিখেছি? (“যিহোবা যেভাবে আমাদের ক্ষমা করেন” শিরোনামের বাক্সটা দেখুন।)
১৮ এই প্রবন্ধে আমরা অনেক উদাহরণ আলোচনা করেছি এবং দেখেছি যে, যিহোবা কীভাবে আমাদের ক্ষমা করেন। এই উদাহরণগুলো থেকে আমরা কী শিখেছি? যিহোবা যখন আমাদের ক্ষমা করেন, তখন তিনি পুরোপুরিভাবে ক্ষমা করেন এবং তিনি আবারও আমাদের সেই পাপের জন্য শাস্তি দেন না। এই কারণে আমরা আমাদের পিতা যিহোবার সঙ্গে এক উত্তম সম্পর্ক গড়ে তুলতে পারি। কিন্তু, আমাদের এটা মনে রাখতে হবে, যিহোবা আমাদের যে-প্রকৃতরূপে ক্ষমা করেন, সেটা একটা আশীর্বাদ বা উপহারের মতো। আমরা নিজেদের যোগ্যতায় এই উপহার পাইনি বরং যিহোবা আমাদের অনেক ভালোবাসেন এবং আমাদের প্রতি তাঁর মহাদয়া দেখিয়েছেন বলে আমরা এই উপহার পেয়েছি।—রোমীয় ৩:২৪.
১৯. (ক) কেন আমাদের যিহোবার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত? (রোমীয় ৪:৮) (খ) পরের প্রবন্ধে আমরা কী জানতে পারব?
১৯ রোমীয় ৪:৮ পদ পড়ুন। যিহোবা আমাদের “প্রকৃতরূপে ক্ষমা” করেন। তাই আমাদের প্রত্যেকের তাঁর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। (গীত. ১৩০:৪) তবে, যিহোবার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেটা কী? যিশু বলেছিলেন, “তোমরা যদি লোকদের অপরাধ ক্ষমা না কর, তা হলে তোমাদের পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করবেন না।” (মথি ৬:১৪, ১৫) তাই, এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যেন যিহোবার মতো অন্যদের ক্ষমা করে দিই। কীভাবে আমরা তা করতে পারি? পরের প্রবন্ধে আমরা এই বিষয়ে জানতে পারব।
গান ৪৬ ধন্যবাদ, যিহোবা
a যদিও আমরা একে অপরকে ক্ষমা করি, তবে গীতসংহিতা ১৩০:৪ পদে যে-ইব্রীয় শব্দকে “প্রকৃতরূপে ক্ষমা” হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটা এর চেয়ে একেবারে আলাদা। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে, একমাত্র যিহোবাই আমাদের পাপ পুরোপুরিভাবে ক্ষমা করতে পারেন। তবে, এই গুরুত্বপূর্ণ বিষয়টা অনেক বাইবেল অনুবাদে উপেক্ষা করা হয়েছে। কিন্তু, পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ-এ এই ইব্রীয় শব্দের সঠিক অর্থ মাথায় রেখে অনুবাদ করা হয়েছে।