প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) জুন ২০১৮

এই সংখ্যায় ২০১৮ সালের আগস্ট মাসের ৬ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ২ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

“আমার রাজ্য এ জগতের নয়”

যিশুর দিনের বিতর্কিত বিষয়গুলো সম্বন্ধে তাঁর মনোভাবের দ্বারা কীভাবে রাজনৈতিক ও সামাজিক বিষয়গুলো সম্বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গি প্রভাবিত হওয়া উচিত?

যিহোবা ও যিশুর মতো আমরা সবাই যেন একতাবদ্ধ হই

ঈশ্বরের লোকেদের একতাকে আরও বেশি শক্তিশালী করার জন্য আপনি কী করতে পারেন?

তিনি ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে পারতেন

যিহূদার রাজা রহবিয়ামের উদাহরণ আমাদের এটা বোঝার জন্য সাহায্য করতে পারে যে, ঈশ্বর আমাদের প্রত্যেকের মধ্যে কীসের অনুসন্ধান করছেন।

ঈশ্বরের বিভিন্ন আইন ও নীতির দ্বারা আপনার বিবেককে প্রশিক্ষিত হতে দিন

যিহোবা আমাদের ভিতরে একটা কম্পাস দিয়েছেন কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে যেন সেটা আমাদের সঠিক দিকে নির্দেশিত করে।

যিহোবার গৌরব করার জন্য ‘আপনাদের দীপ্তি উজ্জ্বল হউক’

সুসমাচার প্রচার করার চেয়ে আরও বেশি কিছু জড়িত রয়েছে।

জীবনকাহিনি

আমি আমার সমস্ত উদ্‌বিগ্নতার মধ্যে সান্ত্বনা খুঁজে পেয়েছি

এডওয়ার্ড বেজলি পারিবারিক সমস্যা, ধর্মীয় বিরোধিতা, ব্যক্তিগত হতাশা ও বিষণ্ণতার মুখোমুখি হয়েছিলেন।

একটা সম্ভাষণ অন্যদের উপর যে-প্রভাব ফেলতে পারে

এমনকী সংক্ষিপ্তভাবে জানানো একটা সম্ভাষণও অন্যদের উপর অনেক প্রভাব ফেলতে পারে।

আপনার কি মনে আছে?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকার উপর ভিত্তি করে করা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন?