প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) জুলাই ২০১৮

এই সংখ্যায় ২০১৮ সালের সেপ্টেম্বর মাসের ৩-৩০ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

তারা স্বেচ্ছায় নিজেদের বিলিয়ে দিয়েছেন

তারা স্বেচ্ছায় নিজেদের বিলিয়ে দিয়েছেন​—⁠মিয়ানমারে

কেন অনেক যিহোবার সাক্ষিকে নিজেদের দেশ ছেড়ে মিয়ানমারে এসে আধ্যাত্মিক শস্যচ্ছেদনের কাজে সাহায্য করছে?

আপনি কার কাছ থেকে স্বীকৃতি পাওয়ার চেষ্টা করেন?

ঈশ্বর তাঁর বিশ্বস্ত দাসদের যেভাবে স্বীকৃতি দেন, তা থেকে আমরা কী শিখতে পারি?

আপনার দৃষ্টি কোন দিকে রয়েছে?

মোশির করা একটা গুরুতর ভুল থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারি।

‘সদাপ্রভুর পক্ষে কে?’

বাইবেলে উল্লেখিত কয়িন, শলোমন, মোশি ও হারোণের বিবরণগুলো দেখায় যে, কেন যিহোবার পক্ষে থাকা বিজ্ঞতার কাজ।

আমরা যিহোবারই

যিহোবা যে আমাদের তাঁর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে দিয়েছেন, সেটার জন্য কীভাবে আমরা তাঁর প্রতি কৃতজ্ঞতা দেখাতে পারি?

‘সমুদয় মনুষ্যের’ প্রতি সমবেদনা গড়ে তুলুন

অন্যদের প্রয়োজন ও সমস্যাগুলো লক্ষ করার এবং যেখানে পারবেন, সেখানে তাদের সাহায্য করার মাধ্যমে সমবেদনা সম্বন্ধে যিহোবার দৃষ্টিভঙ্গি অনুকরণ করুন।

যেভাবে আপনার বাইবেল অধ্যয়ন হতে পারে আরও বেশি কার্যকরী ও আনন্দদায়ক

বাইবেল অধ্যয়ন করার সময়ে আপনি অনেক সুন্দর সুন্দর বিষয় খুঁজে পেতে পারেন।

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

একজন পুরুষ ও একজন মহিলা, যারা একে অন্যের বিবাহিত সাথি নন, তারা যদি যুক্তিসংগত কারণগুলো ছাড়াই একসঙ্গে রাত কাটান, তা হলে এটা কি এই বিষয়ের প্রমাণ যে, তারা পাপ করেছেন?