প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) ডিসেম্বর ২০১৮
এই সংখ্যায় ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ থেকে মার্চ মাসের ৩ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।
“পরমদেশে দেখা হবে!”
আপনার কী মনে হয়, পরমদেশ কী? আপনি কি আশা করেন যে, এটা আসবে?
পাঠকদের কাছ থেকে প্রশ্ন
২ করিন্থীয় ১২:২ পদে উল্লেখিত ‘তৃতীয় স্বর্গের’ অর্থ কী?
আপনার কি মনে আছে?
আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকা মন দিয়ে পড়েছেন? দেখুন, আপনার কী মনে আছে।
বিয়ে সম্বন্ধে ঈশ্বরের ব্যবস্থার প্রতি সম্মান দেখান
বিবাহবিচ্ছেদ করার ও পুনর্বিবাহ করার একমাত্র শাস্ত্রীয় ভিত্তি কী?
আমাদের প্রতি ‘সদাপ্রভু সদয় আচরণ করিয়াছেন’
ঝাঁ-ম্যারি বোকার্টের জীবনকাহিনি পড়ুন, যিনি ৫০ বছরেরও বেশি সময় ধরে ফ্রান্সের শাখা অফিসে তার স্ত্রী ড্যানিয়েলার সঙ্গে সেবা করেছেন।
অল্পবয়সিরা, তোমাদের সৃষ্টিকর্তা চান যেন তোমরা সুখী হও
কোন চারটে বিষয় একজন অল্পবয়সিকে জীবনে সুখ ও সাফল্য পাওয়ার জন্য সাহায্য করতে পারে?
অল্পবয়সিরা, তোমরা এক পরিতৃপ্তিদায়ক জীবন লাভ করতে পার
কীভাবে গীতসংহিতা ১৬ গীতের কথাগুলো অল্পবয়সিদের বর্তমানে ও ভবিষ্যতে পরিতৃপ্তিদায়ক জীবন লাভ করার জন্য সাহায্য করতে পার?
“ধার্ম্মিক লোক সদাপ্রভুতে আনন্দ করিবে”
কীভাবে আমরা এমনকী নিরুৎসাহিত করার মতো পরিস্থিতির মুখোমুখি হওয়া সত্ত্বেও আমাদের আনন্দ বজায় রাখতে পারি?
২০১৮ সালের জন্য প্রহরীদুর্গ ও সজাগ হোন! পত্রিকার বিষয়সূচি
২০১৮ সালের প্রহরীদুর্গ ও সজাগ হোন! পত্রিকার সমস্ত প্রবন্ধের তালিকা বিষয় অনুযায়ী সাজানো রয়েছে।