প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) মে ২০১৬
এই সংখ্যায় ২০১৬ সালের জুন মাসের ২৭ তারিখ থেকে জুলাই মাসের ৩১ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।
প্রেমপূর্ণ মনোভাব নিয়ে মতভেদ মীমাংসা করুন
আপনার লক্ষ্য কী হওয়া উচিত? কোনো তর্কে জয়ী হওয়া, অসন্তুষ্ট ব্যক্তিকে দোষ স্বীকার করতে বাধ্য করা, না কি অন্য কিছু?
“তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর”
কারা বর্তমানে যিশুর ভবিষ্যদ্বাণী পরিপূর্ণ করছে, তা শনাক্ত করার ক্ষেত্রে চারটে প্রশ্ন সাহায্য করে।
আপনি কীভাবে ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে থাকেন?
বাইবেলে যখন কোনো পরিস্থিতির বিষয়ে সরাসরি আজ্ঞা উল্লেখ করা থাকে না, তখন আপনার কী করা উচিত??
বাইবেল কি এখনও আপনার জীবনকে পরিবর্তন করছে?
একজন সাক্ষি বাপ্তিস্ম নেওয়ার যোগ্যতা অর্জন করার জন্য জুয়াখেলা, ধূমপান, অতিরিক্ত মদ্যপান এবং মাদকদ্রব্য গ্রহণ করা বন্ধ করেছিলেন, কিন্তু অন্য একটা বিষয় পরিবর্তন করা তার জন্য আরও কঠিন ছিল।
যিহোবার ব্যবস্থা থেকে পূর্ণরূপে উপকার লাভ করুন
কোন ধারণার কারণে আমরা কিছু ব্যবস্থা থেকে উপকার লাভ করার ক্ষেত্রে ব্যর্থ হতে পারি?
আমাদের আর্কাইভ থেকে
“যাদেরকে আস্থা সহকারে এই কাজ দেওয়া হয়েছে”
১৯১৯ সালে একটা ঘটনার মাধ্যমে এমন এক কাজ শুরু হয়েছিল, যেটার ফলাফল সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
পাঠকদের কাছ থেকে প্রশ্ন
সরকারি কর্মচারীদের উপহার বা বকশিশ দেওয়া উপযুক্ত কি না, তা নির্ধারণ করার ক্ষেত্রে কোন বিষয়টা খ্রিস্টানদের সাহায্য করতে পারে? যখন কোনো ব্যক্তিকে পুনর্বহাল করার ঘোষণা দেওয়া হয়, তখন মণ্ডলী কীভাবে আনন্দ প্রকাশ করতে পারে? কোন কারণে যিরূশালেমের বৈথেস্দার পুকুরের জলে “কম্পন” হতো?