সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

কেন যিহোবার সাক্ষিদের প্রকাশনাদি কোনো ব্যক্তিগত ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অনুমতি নেই?

যেহেতু আমরা আমাদের বাইবেলভিত্তিক বিষয়বস্তু বিনা মূল্যে অর্পণ করে থাকি, তাই কেউ কেউ মনে করে যে, সেই বিষয়বস্তু কপি করে অন্যান্য ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা গ্রহণযোগ্য। কিন্তু, এমনটা করা আসলে আমাদের ওয়েবসাইটগুলোর ব্যবহারের শর্ত-কে * লঙ্ঘন করে আর এটা কিছু গুরুতর সমস্যার সৃষ্টি করেছে। সেই শর্ত-এ যেমন স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কারোরই “এই ওয়েবসাইট থেকে কোনো আর্টওয়ার্ক, ইলেকট্রনিক প্রকাশনাদি, ট্রেডমার্ক, সংগীত, ছবি, ভিডিও অথবা প্রবন্ধ ইন্টারনেটে (যে-কোনো ওয়েবসাইট, ফাইল শেয়ারিং সাইট, ভিডিও শেয়ারিং সাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কে) পোস্ট” করার অনুমতি নেই। কেন এইরকম নিষেধাজ্ঞার প্রয়োজন রয়েছে?

কারোরই আমাদের সর্বস্বত্ব সংরক্ষিত প্রকাশনাদি অন্যান্য ইন্টারনেট সাইটে পোস্ট করার অনুমতি নেই

আমাদের ওয়েবসাইটগুলোর সমস্ত বিষয়বস্তু সর্বস্বত্ব সংরক্ষিত। ধর্মভ্রষ্ট ব্যক্তিরা ও অন্যান্য বিরোধীরা তাদের ওয়েবসাইটে আমাদের প্রকাশনাদি ব্যবহার করে, যাতে তারা যিহোবার সাক্ষি ও অন্যদের সেই ওয়েবসাইটগুলো দেখার জন্য প্রলুব্ধ করতে পারে। সেই ওয়েবসাইটগুলোর উদ্দেশ্য হল পাঠকদের মনে সন্দেহ জাগিয়ে তোলা। (গীত. ২৬:৪; হিতো. ২২:৫) অন্যেরা আমাদের প্রকাশনাদি থেকে বিভিন্ন বিষয়বস্তু অথবা আমাদের jw.org লোগোকে বিভিন্ন বিজ্ঞাপনে, কম মূল্যে বিক্রি করা হচ্ছে এমন পণ্যে এবং মোবাইল ডিভাইসের আ্যপে ব্যবহার করেছে। যেহেতু আমাদের প্রকাশনাদি ও ট্রেডমার্কগুলো সর্বস্বত্ব সংরক্ষিত, তাই এইরকম অপব্যবহার রোধ করার বৈধ ভিত্তি আমাদের রয়েছে। (হিতো. ২৭:১২) কিন্তু আমরা যদি জেনে-শুনে লোকেদের, এমনকী আমাদের ভাই-বোনদের, আমাদের ডিজিটাল বিষয়বস্তুকে অন্যান্য সাইটে পোস্ট করতে দিই অথবা কোনো পণ্য বিক্রি করার জন্য jw.org ট্রেডমার্ক ব্যবহার করতে দিই, তা হলে আদালত হয়তো বিরোধীদের ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে বাধা দেওয়ার বিষয়ে আমাদের প্রচেষ্টাকে সমর্থন করবে না।

jw.org ছাড়া যেকোনো জায়গা থেকে আমাদের প্রকাশনাদি ডাউনলোড করা বিপদজনক হতে পারে। যিহোবা আধ্যাত্মিক খাবার জোগানোর দায়িত্ব একমাত্র ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাসকে’ দিয়েছেন। (মথি ২৪:৪৫) সেই “দাস” আধ্যাত্মিক খাবার প্রকাশ করার জন্য একমাত্র এর অফিশিয়াল ওয়েবসাইটগুলো ব্যবহার করে—www.dan124.com, tv.dan124.comwol.dan124.com. আর মোবাইল ডিভাইসের জন্য আমাদের কেবল তিনটে অফিশিয়াল আ্যপ রয়েছে—JW Language®, JW Library® JW Library Sign Language®. আমরা আস্থা রাখতে পারি যে, এই ওয়েবসাইট ও আ্যপগুলো বিভিন্ন বিজ্ঞাপন ও শয়তানের জগতের কলুষতা থেকে মুক্ত। যদি আধ্যাত্মিক খাবার অন্য কোনো মাধ্যম দিয়ে আসে, তা হলে এই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই যে, সেটাকে পরিবর্তিত অথবা কলুষিত করা হয়নি।—গীত. ১৮:২৬; ১৯:৮.

এ ছাড়া, আমাদের প্রকাশনাদি যদি এমন ওয়েবসাইটে পোস্ট করা হয়, যেগুলোতে মন্তব্য লেখা যায়, তা হলে ধর্মভ্রষ্ট ব্যক্তি ও অন্যান্য সমালোচকেরা সেগুলো ব্যবহার করে যিহোবার সংগঠনের বিষয়ে লোকেদের মনে সন্দেহের সৃষ্টি করতে পারে। কোনো কোনো ভাই অনলাইনে বিতণ্ডা বা তর্কে যোগ দিতে প্রলুব্ধ হয়েছে আর এভাবে যিহোবার নামের উপর আরও বেশি দুর্নাম নিয়ে এসেছে। কোনো অনলাইন ফোরাম ‘মৃদু ভাবে বিরোধিগণকে শাসন করিবার’ জন্য উপযুক্ত জায়গা নয়। (২ তীম. ২:২৩-২৫; ১ তীম. ৬:৩-৫) এ ছাড়া, এও লক্ষ করা গিয়েছে যে, সংগঠন, পরিচালকগোষ্ঠী এবং এর সদস্যদের নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো আ্যকাউন্ট এবং ভুয়ো ওয়েবাসাইট তৈরি করা হয়েছে। কিন্তু, পরিচালকগোষ্ঠীর কোনো সদস্যই ব্যক্তিগত ওয়েব পেজ অথবা সোশ্যাল মিডিয়া সাইটে কোনো আ্যকাউন্ট রাখেন না।

লোকেদের jw.org-এর দিকে পরিচালিত করা “সুসমাচার” ছড়িয়ে দিতে সাহায্য করে। (মথি ২৪:১৪) আমরা আমাদের ব্যক্তিগত পরিচর্যায় ব্যবহার করার জন্য যে-ডিজিটাল হাতিয়ারগুলো পেয়ে থাকি, সেগুলোকে ক্রমাগত উন্নত করা হচ্ছে। আমরা চাই যেন সকলে সেগুলো থেকে উপকার লাভ করে। তাই, ব্যবহারের শর্ত-এ যেমন উল্লেখ করা হয়েছে, আপনি কোনো ব্যক্তিকে কোনো প্রকাশনার ইলেকট্রনিক কপি ই-মেলের মাধ্যমে পাঠাতে পারেন কিংবা তাকে jw.org-এ পাওয়া কোনো বিষয়বস্তুর লিঙ্ক পাঠাতে পারেন। আগ্রহী ব্যক্তিদের আমাদের অফিশিয়াল ওয়েবসাইটগুলোর দিকে পরিচালিত করার মাধ্যমে আমরা তাদের আধ্যাত্মিক খাবারের একমাত্র সত্য উৎস, ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাসের’ সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।

^ অনু. 1 ব্যবহারের শর্ত-এর লিঙ্কটা jw.org-এর হোম পেজের একেবারে নীচে পাওয়া যায় এবং সেটাতে উল্লেখিত নিষেধাজ্ঞাগুলো আমাদের ওয়েবসাইটগুলোতে পাওয়া সমস্ত কিছুর প্রতি প্রযোজ্য।