আপনি কি জানতেন?
প্রাচীন কালে কীভাবে আগুন বহন করা হতো?
অব্রাহাম বহু দূরের এক এলাকায় গিয়ে বলি উৎসর্গ করার জন্য যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন, সেই বিষয়ে বাইবেলের আদিপুস্তক ২২:৬ পদে বর্ণনা করা আছে। সেই বিবরণ বলে, অব্রাহাম “হোমের কাষ্ঠ লইয়া আপন পুত্ত্র ইস্হাকের স্কন্ধে দিলেন, এবং নিজ হস্তে অগ্নি ও খড়গ লইলেন; পরে উভয়ে একত্র চলিয়া গেলেন।”
প্রাচীন কালে আগুন জ্বালানোর জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হতো, সেই বিষয়ে শাস্ত্রে কিছু উল্লেখ করা নেই। প্রশ্নের সঙ্গে সম্পর্কযুক্ত বিবরণ সম্বন্ধে অন্ততপক্ষে একজন সমালোচক মনে করেন, কোনো অগ্নিশিখা অব্রাহাম ও ইস্হাকের “দীর্ঘযাত্রার পুরোটা সময় ধরে কোনোভাবেই জ্বলতে পারে না।” তাই, বিবরণে উল্লেখিত অগ্নি হয়তো আগুন জ্বালানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জামকে নির্দেশ করে।
কিন্তু অন্যেরা বলেন, প্রাচীন কালে আগুন জ্বালানো কোনো সহজ কাজ ছিল না। লোকেদের পক্ষে নিজে নিজে আগুন জ্বালানোর চেষ্টা করার পরিবর্তে, সম্ভব হলে তাদের প্রতিবেশীর কাছ থেকে জ্বলন্ত অঙ্গার বা কয়লা নেওয়া আরও সহজ বলে মনে হতো। তাই, বেশ কয়েক জন পণ্ডিত ব্যক্তি মনে করেন, অব্রাহাম যা বহন করেছিলেন, সেটা হল একটা পাত্র—হতে পারে, কোনো শিকল লাগানো হাড়ি—যেটার মধ্যে আগের রাতে জ্বালানো আগুন থেকে সংগ্রহ করা জ্বলন্ত কয়লা বা কাঠকয়লা ছিল। (যিশা. ৩০:১৪) এভাবে জ্বলন্ত কয়লা বহন করার ফলে, যাত্রার যেকোনো সময়ে কাঠের টুকরো দিয়ে খুব সহজেই আগুন জ্বালানোর জন্য সেই কয়লা ব্যবহার করা যেত।