প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) জুলাই ২০১৭

এই সংখ্যায় ২০১৭ সালের আগস্ট মাসের ২৮ থেকে সেপ্টেম্বর মাসের ২৪ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

তারা স্বেচ্ছায় নিজেদের বিলিয়ে দিয়েছেন—তুরস্কে

২০১৪ সালে তুরস্কে এক বিশেষ প্রচার অভিযানের ব্যবস্থা করা হয়েছিল। কেন এই অভিযানের ব্যবস্থা করা হয়েছিল? এর ফল কী হয়েছিল?

প্রকৃত ধন লাভ করার চেষ্টা করুন

কীভাবে আপনি যিহোবার সঙ্গে আপনার সম্পর্ককে দৃঢ় করার জন্য আপনার বিষয়সম্পত্তি ব্যবহার করতে পারেন?

“যাহারা রোদন করে, তাহাদের সহিত রোদন কর”

প্রিয়জনকে মৃত্যুতে হারানোর পর কীভাবে একজন শোকার্ত ব্যক্তি সান্ত্বনা খুঁজে পেতে পারেন? সাহায্য করার জন্য আপনি কী করতে পারেন?

“সদাপ্রভুর প্রশংসা কর”—কেন?

গীতসংহিতার ১৪৭ গীত আমাদের এমন অনেক বিষয় সম্বন্ধে মনে করিয়ে দেয়, যেগুলোর কারণে আমাদের সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হতে হবে এবং তাঁকে ধন্যবাদ জানাতে হবে।

“তিনি . . . তোমার সমস্ত পরিকল্পনা সফল করুন”

তরুণ-তরুণীদের এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে যে, কীভাবে তারা তাদের জীবনকে ব্যবহার করবে। যদিও এটা বেশ ভয়ংকর হতে পারে, কিন্তু যিহোবা সেই ব্যক্তিদের আশীর্বাদ করবেন, যারা তাঁর পরামর্শ লাভ করার চেষ্টা করে।

আপনার মনের বিরুদ্ধে করা যুদ্ধে জয়ী হোন

শয়তান আক্রমণ করার জন্য অপপ্রচার ব্যবহার করছে। কীভাবে আপনি সেটার প্রতিরোধ করতে পারেন?

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

সহমানবদের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য একজন খ্রিস্টানের পক্ষে কি কোনো আগ্নেয়াস্ত্র, যেমন কোনো পিস্তল অথবা রাইফেল রাখা উপযুক্ত হবে?