প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) ফেব্রুয়ারি ২০১৭

এই সংখ্যায় ২০১৭ সালের এপ্রিল মাসের ৩-৩০ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

যিহোবার উদ্দেশ্য পরিপূর্ণ হবেই!

পৃথিবী ও মানুষের জন্য ঈশ্বরের আদি উদ্দেশ্য কী ছিল? কোথায় ভুল হয়েছিল? আর কেন যিশুর মুক্তির মূল্য হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্য পরিপূর্ণ হওয়ার চাবিকাঠি?

মুক্তির মূল্য—পিতার কাছ থেকে এক “সিদ্ধ বর”

ঈশ্বরের এই ব্যবস্থা শুধু বিভিন্ন চমৎকার সুযোগের দ্বারই খুলে দেয়নি কিন্তু সেইসঙ্গে এটা এমন বিষয়গুলোর সঙ্গে সম্পর্কযুক্ত, যেগুলো স্বর্গ ও পৃথিবীর প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জীবনকাহিনি

আমরা অনেক উপায়ে ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছি

ডগলাস ও মেরি গেস্ট কানাডায় অগ্রগামী হিসেবে এবং ব্রাজিল ও পোর্তুগালে মিশনারি হিসেবে সেবা করার সময় ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছিলেন।

যিহোবা তাঁর লোকেদের নেতৃত্ব দেন

যিহোবা প্রাচীন কালে তাঁর লোকেদের নির্দেশনা দেওয়ার জন্য বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করেছিলেন। কোন প্রমাণ ইঙ্গিত দেয় যে, তিনিই এই ব্যক্তিদের পিছনে থেকে নেতৃত্ব দিয়েছেন?

কে বর্তমানে ঈশ্বরের লোকেদের নেতৃত্ব দিচ্ছে?

যিশু প্রতিজ্ঞা করেছিলেন, তিনি যুগান্ত পর্যন্ত তাঁর অনুসারীদের সঙ্গে সঙ্গে থাকবেন। বর্তমানে তিনি কীভাবে পৃথিবীতে ঈশ্বরের লোকেদের নির্দেশনা দিচ্ছেন?

পাঠকদের কাছ থেকে প্রশ্ন

প্রেরিত পৌল লিখেছিলেন, ঈশ্বর “তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না।” তার অর্থ কি এই যে, আমরা কী সহ্য করতে পারব, তা ঈশ্বর আগে থেকেই বুঝতে পারেন আর এরপর আমরা কোন পরীক্ষার মুখোমুখি হব, তা তিনি বাছাই করেন?

আমাদের আর্কাইভ থেকে

“কোনো রাস্তাই দুর্গম কিংবা অনেক দীর্ঘ নয়”

১৯২০-এর দশকের শেষের দিক থেকে ১৯৩০-এর দশকের শুরুর দিকে, উদ্যোগী অগ্রগামীরা অস্ট্রেলিয়ার বিশাল প্রত্যন্ত এলাকায় ঈশ্বরের রাজ্যের সুসমাচার নিয়ে যাওয়ার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ মনোভাব দেখিয়েছিল।