ভবিষ্যৎ সম্বন্ধে সত্য
আপনি কি কখনো ভেবে দেখেছেন, ভবিষ্যতে কী রয়েছে? বাইবেল আমাদের জানায়, শীঘ্রই এমন গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটবে, যেগুলো পৃথিবীর সমস্ত লোককে প্রভাবিত করবে।
কীভাবে আমরা ‘জানিব, ঈশ্বরের রাজ্য সন্নিকট,’ সেই বিষয়ে যিশু বর্ণনা করেছেন। (লূক ২১:৩১) তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, অন্যান্য বিষয়ের পাশাপাশি বড়ো বড়ো যুদ্ধ ও ভূমিকম্প, দুর্ভিক্ষ এবং মহামারি হবে, যে-বিষয়গুলো আমরা এখন ঘটতে দেখছি।—লূক ২১:১০-১৭.
বাইবেল আরও দেখায়, মানবশাসনের ‘শেষ কাল,’ লোকেদের আচরণ অথবা আরও নির্দিষ্টভাবে বললে, লোকেদের মন্দ আচরণের দ্বারা শনাক্ত করা যাবে। আপনি ২ তীমথিয় ৩:১-৫ পদে উল্লেখিত বর্ণনা পড়তে পারেন। বর্তমানে আপনি যখন এইসমস্ত মনোভাব ও কাজগুলো দেখেন, তখন নিঃসন্দেহে আপনি এই বিষয়ে একমত হন যে, এখন যে-বিষয়গুলো ঘটছে, সেগুলো বাইবেলের এই ভবিষ্যদ্বাণীর সঙ্গে পুরোপুরিভাবে মিলে যাচ্ছে।
এর অর্থ কী? ঈশ্বরের রাজ্যের জন্য সেই সমস্ত বড়ো বড়ো পরিবর্তন সম্পাদন করার সময় এসে গিয়েছে, যেগুলো পৃথিবীতে বসবাসকারী ব্যক্তিদের জীবনকে অনেক উন্নত করবে। (লূক ২১:৩৬) বাইবেলে ঈশ্বর পৃথিবীর জন্য এবং যারা পৃথিবীতে বাস করবে, তাদের জন্য অনেক ভালো ভালো বিষয়ের প্রতিজ্ঞা করেছেন। এখানে কয়েকটা উদাহরণ তুলে ধরা হল।
উত্তম শাসন
“আর তাঁহাকে [যিশুকে] কর্ত্তৃত্ব, মহিমা ও রাজত্ব দত্ত হইল; লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে তাঁহার সেবা করিতে হইবে; তাঁহার কর্ত্তৃত্ব অনন্তকালীন কর্ত্তৃত্ব, তাহা লোপ পাইবে না, এবং তাঁহার রাজ্য বিনষ্ট হইবে না।”—দানিয়েল ৭:১৪.
এর অর্থ: আপনি নিখিলবিশ্বের সবচেয়ে উত্তম এক সরকারের অধীনে জীবন উপভোগ করতে পারবেন। ঈশ্বর এই সরকার প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে তাঁর পুত্রকে রাজা হিসেবে নিযুক্ত করেছেন।
উত্তম স্বাস্থ্য
“নগরবাসী কেহ বলিবে না, আমি পীড়িত।”—যিশাইয় ৩৩:২৪.
এর অর্থ: আপনি কখনো অসুস্থ কিংবা অক্ষম হয়ে পড়বেন না; আপনি কখনো মারা যাবেন না এবং চিরকাল বেঁচে থাকতে পারবেন।
পরম শান্তি
“তিনি পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত যুদ্ধ নিবৃত্ত করেন।”—গীতসংহিতা ৪৬:৯.
এর অর্থ: যুদ্ধ এবং যুদ্ধের কারণে ঘটা দুঃখকষ্টের ভয় আর থাকবে না।
পৃথিবী ভালো মানুষ দিয়ে পরিপূর্ণ হবে
“দুষ্ট লোক আর নাই . . . মৃদুশীলেরা দেশের অধিকারী হইবে।”—গীতসংহিতা ৩৭:১০, ১১.
এর অর্থ: মন্দ লোকেরা আর থাকবে না, কেবল সেই ব্যক্তিরাই থাকবে, যারা ঈশ্বরের বাধ্য হওয়ার জন্য মনে-প্রাণে ইচ্ছুক।
পুরো পৃথিবী এক পরমদেশ হবে
“লোকেরা গৃহ নির্ম্মাণ করিয়া তাহার মধ্যে বসতি করিবে, দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার ফল ভোগ করিবে।”—যিশাইয় ৬৫:২১, ২২.
এর অর্থ: পুরো পৃথিবীকে সুন্দর করে তোলা হবে। ঈশ্বর ‘পৃথিবীতে’ তাঁর ইচ্ছা পূর্ণ হওয়ার বিষয়ে আমাদের প্রার্থনার উত্তর দেবেন।—মথি ৬:১০