প্রহরীদুর্গ নং ২ ২০২০ | ঈশ্বরের রাজ্য কী?
শত শত বছর ধরে লোকেরা এই প্রশ্ন জিজ্ঞেস করে আসছে। এই প্রশ্নের উত্তর বাইবেলে সহজেই পাওয়া যেতে পারে।
“তোমার রাজ্য আইসুক”—লক্ষ লক্ষ লোক যে-প্রার্থনা পুনরাবৃত্তি করে থাকে
আমরা যদি এই প্রার্থনার অর্থ বুঝতে চাই, তা হলে ঈশ্বরের রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত কোন প্রশ্নের উত্তর আমাদের জানার প্রয়োজন রয়েছে?
কেন আমাদের ঈশ্বরের রাজ্যের প্রয়োজন রয়েছে?
অসিদ্ধ মানুষ যখন মানুষের উপর শাসন করে, তখন সেটার পরিণতি সবসময়ই খারাপ হয়।
ঈশ্বরের রাজ্যের রাজা কে?
ঈশ্বরের রাজ্যের রাজা কে হবেন, সেই বিষয়ে বাইবেলের আলাদা আলাদা লেখক তাঁর সম্বন্ধে বিস্তারিত নথি লিপিবদ্ধ করেছিলেন। পুরো মানবইতিহাসে একমাত্র একজন ব্যক্তির প্রতি এই বর্ণনা প্রযোজ্য।
কখন ঈশ্বরের রাজ্য পৃথিবীতে শাসন করবে?
যিশুর কয়েক জন বিশ্বস্ত অনুসারীরাও ঈশ্বরের রাজ্য সম্বন্ধে জানতে চেয়েছিলেন। যিশু কীভাবে তাদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন?
ঈশ্বরের রাজ্য কী সম্পাদন করবে?
যিশু জানতেন শুধুমাত্র ঈশ্বরের রাজ্যই পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করতে পারে। ঈশ্বরের রাজ্য আমাদের আস্থা বৃদ্ধি করার জন্য ইতিমধ্যে কী করেছে?
এখনই ঈশ্বরের রাজ্যকে সমর্থন করুন!
যিশু তাঁর অনুসারীদের প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে চেষ্টা করতে উৎসাহ দিয়েছিলেন। আপনি কীভাবে তা করতে পারেন?
ঈশ্বরের রাজ্য—এটা কী?
অনেক লোক ঈশ্বরের রাজ্য আসার জন্য প্রার্থনা করে থাকে, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, ঈশ্বরের রাজ্য কী আর এটা কী করবে?