সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“তোমার রাজ্য আইসুক”—লক্ষ লক্ষ লোক যে-প্রার্থনা পুনরাবৃত্তি করে থাকে

“তোমার রাজ্য আইসুক”—লক্ষ লক্ষ লোক যে-প্রার্থনা পুনরাবৃত্তি করে থাকে

আপনি কি কখনো ঈশ্বরের রাজ্য আসার জন্য প্রার্থনা করেছেন? শত শত বছর ধরে লক্ষ লক্ষ লোক এই প্রার্থনা পুনরাবৃত্তি করে আসছে, “তোমার রাজ্য আইসুক।” কেন তারা এই প্রার্থনা পুনরাবৃত্তি করে? কারণ যিশু তাঁর অনুসারীদের ঈশ্বরের রাজ্য আসার জন্য প্রার্থনা করতে বলেছিলেন।

ঈশ্বরের রাজ্য সম্বন্ধে যিশু তাঁর অনুসারীদের যা-কিছু বলেছিলেন, সেগুলো শুরুতে তারা বুঝতে পারেননি। তারা যিশুকে জিজ্ঞেস করেছিলেন: “প্রভু, আপনি কি এই সময়ে ইস্রায়েলের হাতে রাজ্য ফিরাইয়া আনিবেন?” যিশুর উত্তর শুনে তারা হয়তো অবাক হয়ে গিয়েছিলেন কারণ ঈশ্বরের রাজ্য ঠিক কখন আসবে, সেই সম্বন্ধে যিশু সরাসরি কোনো উত্তর দেননি। (প্রেরিত ১:৬, ৭) কিন্তু এর অর্থ কী এই, আমরা কখনোই জানতে পারব না যে, ঈশ্বরের রাজ্য কী এবং এটা কখন আসবে? একেবারেই না!

প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যা আপনাকে নিম্ন লিখিত প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে সাহায্য করবে:

  • কেন আমাদের ঈশ্বরের রাজ্যের প্রয়োজন রয়েছে?

  • ঈশ্বরের রাজ্যের রাজা কে?

  • কখন ঈশ্বরের রাজ্য পৃথিবীতে শাসন করবে?

  • ঈশ্বরের রাজ্য কী সম্পাদন করবে?

  • কেন আমাদের এখনই ঈশ্বরের রাজ্যকে সমর্থন করা উচিত?

  • ঈশ্বরের রাজ্য কী?