সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রহরীদুর্গ নং  ২ ২০২১ | এক উত্তম জগৎ একেবারেই কাছে

বর্তমান জগতে যে-সমস্ত ঘটনা ঘটছে, সেগুলো কি দেখায় যে, এই জগতের শেষ খুব কাছেই? যদি তা-ই হয়ে থাকে, তা হলে এই জগতের শেষ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কী করতে পারি? আর শেষ আসার পর কী হবে? এই প্রশ্নগুলোর সান্ত্বনাদায়ক উত্তর আমরা বাইবেল থেকে পেতে পারি, যেগুলো নিয়ে এই সংখ্যার প্রবন্ধগুলোতে আলোচনা করা হয়েছে।

 

আমাদের এক উত্তম জগতের প্রয়োজন!

বর্তমান জগতের পরিস্থিতি এতই খারাপ যে, শীঘ্রই এটাকে ঠিক করা খুবই জরুরি।

এই জগৎ কি সত্যিই শেষ হয়ে যাবে?

বাইবেল এই জগতের শেষ সম্বন্ধে বলে ঠিকই, কিন্তু এটি এও বলে যে, পৃথিবীতে মানবজাতি চিরকাল বাস করবে।

শেষ কখন আসবে? যিশু যা বলেছিলেন

যিশু বেশ কিছু ঘটনা সম্বন্ধে ভবিষ্যদ্‌বাণী করেছিলেন। আপনার কী মনে হয়, বর্তমানে এগুলো কি ঘটছে?

নতুন জগতে বাস করার জন্য আপনি যা করতে পারেন

ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব করার সঙ্গে জীবন লাভ করার কী সম্পর্ক রয়েছে?

নতুন জগৎ একেবারেই কাছে!

ঈশ্বর যখন তাঁর প্রতিজ্ঞাগুলো পরিপূর্ণ করবেন, তখন এই পৃথিবীর অবস্থা কেমন হবে?

এই জগতের শেষ কি খুব কাছেই?

বাইবেলের উত্তর জানতে পেরে আপনি অবাক হয়ে যাবেন।