আমাদের এক উত্তম জগতের প্রয়োজন!
জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ (ইউনাইটেড নেশন্স)-এর মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, “আমরা এক অশান্ত জগতে বাস করছি।” আপনি কি তার সঙ্গে একমত হবেন না?
বর্তমানে আমরা শুধুই খারাপ খবর শুনি, যেমন:
রোগব্যাধি ও অতিমারি
প্রাকৃতিক দুর্যোগ
দরিদ্রতা ও খাবারের অভাব
দূষণ ও বিশ্ব উষ্ণায়ন
অপরাধ, অশান্তি ও দুর্নীতি
যুদ্ধ
স্পষ্টতই, আমাদের এক উত্তম জগতের প্রয়োজন, যেখানে থাকবে
উত্তম স্বাস্থ্য
সবার জন্য সুরক্ষা ও নিরাপত্তা
প্রচুর খাবার
পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ
সবার জন্য ন্যায়বিচার
সকলের মধ্যে শান্তি
কিন্তু, এক উত্তম জগৎ বলতে আসলে আমরা কী বুঝি?
আর আমরা এখন যে-জগতে বাস করছি, এর কী হবে?
এক উত্তম জগতে বাস করার জন্য আমরা কী করতে পারি?
এই প্রশ্নগুলো এবং এই ধরনের অন্যান্য প্রশ্নের সান্ত্বনাদায়ক উত্তর আপনি বাইবেল থেকে পেতে পারেন। প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যায় তা ব্যাখ্যা করা হয়েছে।