নতুন জগতে বাস করার জন্য আপনি যা করতে পারেন
আগের প্রবন্ধগুলো থেকে আমরা শিখেছি যে, ঈশ্বর খুব শীঘ্রই এই মন্দ জগৎ এবং এখানকার সমস্ত সমস্যা দূর করে দেবেন। আর আমরা নিশ্চিত, এমনটা হবেই। কেন? কারণ ঈশ্বর তাঁর বাক্য বাইবেলে এই প্রতিজ্ঞা করেছেন:
“এই জগৎ . . . শেষ হয়ে যাচ্ছে।”—১ যোহন ২:১৭.
কিন্তু, সেই ধ্বংস থেকে অনেকে রক্ষা পাবে কারণ সেই শাস্ত্রপদ এও বলে:
“যে-ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে, সে চিরকাল বেঁচে থাকবে।”
তাই আমরা যদি রক্ষা পেতে চাই, তা হলে আমাদের অবশ্যই ঈশ্বরের ইচ্ছা পালন করতে হবে। আর ঈশ্বরের ইচ্ছা কী, তা জানার জন্য প্রথমে আমাদের তাঁকে জানতে হবে।
শেষ থেকে রক্ষা পাওয়ার জন্য ঈশ্বরকে ‘জানুন’
যিশু বলেছিলেন: “অনন্তজীবন পেতে হলে, তাদের তোমাকে অর্থাৎ একমাত্র সত্য ঈশ্বরকে জানতে হবে।” (যোহন ১৭:৩) তাই আমরা যদি এই জগতের শেষ থেকে রক্ষা পেতে চাই এবং চিরকাল বেঁচে থাকতে চাই, তা হলে আমাদের ঈশ্বরকে জানতে হবে। অবশ্য, আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করে যে, এক জন ঈশ্বর আছেন এবং তাঁর সম্বন্ধে তারা কিছু বিষয় জানেও। কিন্তু এটা যথেষ্ট নয়। আমাদের ঈশ্বরের ঘনিষ্ঠ হতে হবে, যেমনটা আমরা একজন বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ হই। আমরা যখন কারো সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে চাই, তখন আমরা তার সঙ্গে সময় ব্যয় করি, যাতে আমরা তাকে আরও ভালোভাবে জানতে পারি। এভাবে আমাদের বন্ধুত্ব দৃঢ় হয়ে ওঠে। ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব করার জন্যও আমাদের একই বিষয় করতে হবে। তাহলে আসুন, ঈশ্বর সম্বন্ধে বাইবেল থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করি, যা আপনাকে তাঁর বন্ধু হয়ে উঠতে সাহায্য করবে।
ঈশ্বরের বাক্য বাইবেল প্রতিদিন পড়ুন
আমরা বেঁচে থাকার জন্য নিয়মিত খাবার খাই। কিন্তু যিশু বলেছিলেন: “মানুষ কেবল রুটিতে বাঁচবে না, বরং যিহোবার মুখ থেকে যে-প্রত্যেক বাক্য বের হয়, তাতেই বাঁচবে।”—মথি ৪:৪.
আজকের দিনে আমরা যিহোবার বাক্য অর্থাৎ তাঁর কথা বাইবেলে থেকে পড়তে পারি। আপনি যখন এই পবিত্র বইটি পড়বেন, তখন জানতে পারবেন, মানবজাতির জন্য ঈশ্বর আগে কী করেছিলেন, এখন কী করছেন এবং ভবিষ্যতে কী করবেন।
ঈশ্বরের কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করুন
আপনার কি কখনো এমন মনে হয়েছে যে, আপনি ঈশ্বরের বাধ্য হতে চান কিন্তু তিনি যা বারণ করেছেন, সেগুলোই বার বার করে ফেলছেন? যদি তা-ই হয়, তা হলে ঈশ্বরকে ভালোভাবে জানা আপনাকে এই ক্ষেত্রে সাহায্য করতে পারে।
সাকুরা b নামে একজন মহিলার কথা বিবেচনা করুন, যিনি এক অনৈতিক জীবনযাপন করতেন। একসময় তিনি বাইবেল পড়তে শুরু করেন আর জানতে পারেন যে, ঈশ্বর আজ্ঞা দিয়েছেন, “যৌন অনৈতিকতা থেকে পালিয়ে যাও।” (১ করিন্থীয় ৬:১৮) সাকুরা তার এই মন্দ অভ্যাস কাটিয়ে উঠতে ঈশ্বরের কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করেন আর তিনি সফলও হন। কিন্তু, এখনও তাকে প্রায়ই সেই মন্দ অভ্যাসে ফিরে যাওয়ার ইচ্ছার সঙ্গে লড়াই করতে হচ্ছে। তিনি বলেন, “আমার মাথায় যখনই খারাপ চিন্তা আসে, আমি যিহোবার কাছে মন উজাড় করে প্রার্থনা করি কারণ আমি জানি যে, এটার সঙ্গে আমি একা লড়াই করতে পারব না। প্রার্থনা করার এই সুযোগের কারণেই আমি যিহোবার সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে পেরেছি।” সাকুরার মতো লক্ষ লক্ষ লোক যিহোবা ঈশ্বরকে আরও ভালোভাবে জানতে পেরেছে। আর তিনি তাদের শক্তি দিচ্ছেন, যেন তারা তাদের মন্দ অভ্যাস কাটিয়ে উঠতে পারে এবং এমনভাবে চলতে পারে, যা তাঁকে খুশি করে।—ফিলিপীয় ৪:১৩.
আপনি যতবেশি ঈশ্বরকে জানবেন, তিনিও ততবেশি আপনাকে জানবেন এবং তাঁর সঙ্গে আপনার ভালো বন্ধুত্ব গড়ে উঠবে। (গালাতীয় ৪:৯; গীতসংহিতা ২৫:১৪) এভাবে আপনি এই জগতের শেষ থেকে রক্ষা পাবেন এবং আসন্ন নতুন জগতে বাস করতে পারবেন। কিন্তু সেই নতুন জগৎ কেমন হবে? আসুন, পরবর্তী প্রবন্ধে তা দেখি।