চাপ থেকে স্বস্তি খুঁজে পান
চাপের কারণ কী?
এক সুপরিচিত মেয়ো ক্লিনিক অনুযায়ী, “বর্তনামে বেশিরভাগ প্রাপ্তবয়স্ক ব্যক্তি আগের চেয়ে আরও বেশি চাপের মধ্যে রয়েছে কারণ লোকেদের আধুনিক জীবন পরিবর্তিত হচ্ছে এবং তাদের জীবনে কোনো নিশ্চয়তা নেই।” আসুন আমরা কিছু পরিস্থিতি সম্বন্ধে বিবেচনা করে দেখি, যেগুলোর কারণে লোকেরা চাপের মধ্যে রয়েছে:
-
বিবাহবিচ্ছেদ
-
কোনো প্রিয়জনের মৃত্যু
-
গুরুতর অসুস্থতা
-
মারাত্মক দুর্ঘটনা
-
অপরাধ
-
দৈনন্দিন জীবনে অতিরিক্ত ব্যস্ততা
-
দুর্যোগ—প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট
-
স্কুল ও কাজের জায়গায় বিভিন্ন চাপ
-
চাকরি ও টাকাপয়সা নিয়ে চিন্তা