সজাগ হোন! নং ২ ২০১৮ | সফল পরিবার গড়ে তোলার ১২ রহস্য
সফল পরিবার গড়ে তোলার ১২ রহস্য
কোনো পরিবার ভেঙে গেলে, তাদের ভুলগুলো নিয়ে আমরা লোকেদের অনেক কথা বলতে শুনি। কিন্তু একটা পরিবার যখন সফল হয়, তখন সেটার পিছনে কোন সঠিক কারণগুলো থাকে?
১৯৯০ থেকে ২০১৫ সালের মধ্যে, যুক্তরাষ্ট্রে বিবাহবিচ্ছেদের হার বৃদ্ধি পেয়ে পঞ্চাশোর্ধ ব্যক্তিদের মধ্যে দ্বিগুণ আর যাদের বয়স ৬৫-র উপর, তাদের মধ্যে তিন গুণ হয়েছে।
বাবা-মায়েরা দোটানার মধ্যে আছেন: কোনো কোনো বিশেষজ্ঞ সবসময় সন্তানদের প্রশংসা করতে বলেন, আবার অন্যেরা তাদের কঠোর হতে বলেন।
তরুণ-তরুণীরা সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা ছাড়াই যৌবনে পা দিচ্ছে।
তা সত্ত্বেও, প্রকৃত বিষয়টা হল . . .
বৈবাহিক বন্ধন পরিতৃপ্তিদায়ক ও স্থায়ী হতে পারে।
বাবা-মায়েরা তাদের সন্তানদের প্রেমের সঙ্গে শাসন করার বিষয়ে শিখতে পারেন।
তরুণ-তরুণীরা যৌবনকালের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে পারে।
কীভাবে? সজাগ হোন! পত্রিকার এই সংখ্যায় সফল পরিবার গড়ে তোলার ১২টা রহস্য আলোচনা করা হয়েছে।
১: প্রতিশ্রুতি
তিনটে ব্যাবহারিক পরামর্শ বিবাহসাথিদের একত্রে থাকার জন্য সাহায্য করতে পারে।
২: সম্মিলিত প্রচেষ্টা
আপনার বিবাহসাথি কি আপনার কাছে একজন রুমমেটের মতো?
৩: সম্মান
আপনি যে আপনার সাথিকে সম্মান করেন, সেটা যেন তিনি বুঝতে পারেন তা নিশ্চিত করা জন্য যে-ধরনের কথাবার্তা বলা ও কাজ করা অপরিহার্য, তা জানুন।
৪: ক্ষমা
কী আপনাকে আপনার সাথির অসিদ্ধতার প্রতি মনোযোগ না দিতে সাহায্য করবে?
৫ ভাববিনিময়
তিনটে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেগুলো সন্তানের আরও নিকটবর্তী হতে আপনাদের সাহায্য করতে পারে।
৬ শাসন
শাসন করলে কি সন্তানের আত্মসম্মান কমে যায়?
৭: মূল্যবোধ
আপনি আপনার সন্তানদের কোন ধরনের মান শেখাবেন?
৮: উদাহরণ
আপনি যদি চান আপনার কথা সন্তানের হৃদয় স্পর্শ করুক, তা হলে সেই কথার সঙ্গে আপনার কাজের মিল থাকতে হবে।
৯: আত্মপরিচয়
কীভাবে তরুণ-তরুণীরা তাদের বিশ্বাসের পক্ষসমর্থন করতে পারে?
১০: নির্ভরযোগ্যতা
তোমাদের বাবা-মায়ের আস্থা অর্জন করা যৌবনে পা দেওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
১১: পরিশ্রমী হওয়া
তরুণ বয়সে কঠোর পরিশ্রম করতে শেখা, জীবনে তুমি যা-ই করো না কেন তাতে সফল হতে তোমাকে সাহায্য করবে।
১২: লক্ষ্য
লক্ষ্যে পৌঁছানোর ফলে তুমি আরও আত্মবিশ্বাসী হতে, বন্ধুত্বের সম্পর্ক দৃঢ় করতে ও নিজের আনন্দ বৃদ্ধি করতে পারো।
পরিবারের জন্য আরও সাহায্য
বাইবেলের পরামর্শ আপনাকে এক সফল বৈবাহিক বন্ধন ও সুখী পরিবার গড়ে তুলতে সাহায্য করতে পারে।