সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রেম দেখান

প্রেম দেখান

সমস্যা

বৈষম্যের মনোভাব মন থেকে তাড়াতাড়ি মুছে যায় না। যেমন, একটা ভাইরাস থেকে মুক্ত হতে সময় ও প্রচেষ্টার প্রয়োজন, তেমনই বৈষম্যের মনোভাব থেকে মুক্ত হওয়ার জন্য সময় ও প্রচেষ্টার প্রয়োজন হয়। আপনার মন থেকে বৈষম্যের মনোভাব দূর করার জন্য আপনি কী করতে পারেন?

বাইবেলের নীতি

“প্রেম পরিধান কর; তাহাই সিদ্ধির যোগবন্ধন।”—কলসীয় ৩:১৪.

এর অর্থ কী? অন্যদের প্রতি সদয় কাজ করা আমাদের একে অন্যের কাছে নিয়ে আসে। আপনি অন্যদের প্রতি যত বেশি প্রেম দেখাবেন, তত বেশি বৈষম্যের মনোভাব কাটিয়ে উঠতে পারবেন। আপনি যখন লোকেদের আরও বেশি প্রেম করতে শিখবেন, তখন এটা আপনাকে তাদের প্রতি নেতিবাচক মনোভাব কাটিয়ে উঠতে সাহায্য করবে।

আপনি যা করতে পারেন

নির্দিষ্ট কিছু উপায় সম্বন্ধে চিন্তা করুন, যেগুলোর মাধ্যমে আপনি সেই ব্যক্তিদের প্রতি প্রেম দেখাতে পারবেন, যাদেরকে আপনি নেতিবাচক দৃষ্টিতে দেখেন। এর জন্য আপনাকে যে অতিরিক্ত কিছু করতে হবে, এমন নয়। নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে অন্তত একটা বা সবগুলো করার চেষ্টা করুন:

ছোটো ছোটো প্রেমময় কাজগুলো করার মাধ্যমে আপনি বৈষম্যের মনোভাব থেকে অনেক দূরে থাকতে পারবেন

  • একজন অভিবাসী যদি কোনো ঠিকানার সন্ধান করেন, তা হলে তাকে সাহায্য করুন কিংবা বাসে ট্রেনে যাতায়াত করার সময় তাদের বসার জন্য সিট ছেড়ে দিন।

  • তারা যদি আপনার ভাষা ভালোভাবে বলতে না-ও পারে, তবুও আপনি তাদের সঙ্গে ছোটো ছোটো বিষয় নিয়ে কথা বলুন।

  • তারা যেভাবে কাজ করে, সেটা বুঝতে না পারলেও ধৈর্য ধরুন।

  • তারা যদি নিজেদের সমস্যার বিষয়ে কথা বলে, তা হলে সহানুভূতিশীল হোন।