সজাগ হোন! নং ৩ ২০২১ | সৃষ্টিকর্তা কি আছেন? নিজেই পরীক্ষা করুন
এই নিখিলবিশ্ব এবং পৃথিবীতে জীবন কীভাবে অস্তিত্বে এসেছে, তা নিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন ধারণা রয়েছে। সজাগ হোন! পত্রিকার এই সংখ্যা আপনাকে বিভিন্ন প্রমাণ নিয়ে চিন্তা করতে এবং তা নিজেই পরীক্ষা করে দেখতে সাহায্য করবে যে, সেগুলো সত্যি কি না। এই নিখিলবিশ্ব কি শূন্য থেকে কিংবা হঠাৎ করে এসেছে, না কি এক জন সৃষ্টিকর্তা এটা সৃষ্টি করেছেন? এটার উত্তর জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আপনি কীভাবে বুঝতে পারবেন?
সৃষ্টি ও জীবনের অস্তিত্বের বিষয়টা বোঝা অনেকের পক্ষে খুবই কঠিন।
নিখিলবিশ্ব থেকে আমরা যা জানতে পারি
নিখিলবিশ্ব এবং পৃথিবী নিয়ে গবেষণা করলে এমনটা মনে হয়, যেন এগুলো ডিজাইন করা। এমনটা মনে হওয়ার কারণ কি এই যে, এগুলো সত্যিই কেউ ডিজাইন করেছেন?
জীবিত বস্তু থেকে আমরা যা জানতে পারি
জীবিত বস্তু আছে বলেই আমাদের পৃথিবী এতটা সুন্দর। এগুলো থেকে আমরা জীবনের উৎপত্তি সম্বন্ধে কী জানতে পারি?
বিজ্ঞানীরা যা জানাতে পারেননি
বিজ্ঞানীরা কি আসলেই জানেন যে, সম্পূর্ণ নিখিলবিশ্ব এবং জীবন কীভাবে অস্তিত্বে এসেছে?
বাইবেল থেকে আমরা যা জানতে পারি
বিজ্ঞানীরা যা খুঁজে পেয়েছেন, সেটার সঙ্গে বাইবেলের কথার কি কোনো মিল রয়েছে?
সৃষ্টিকর্তা আছেন কি না, তা জানা কেন গুরুত্বপূর্ণ?
আপনি যদি নিশ্চিত হয়ে থাকেন যে, একজন সর্বশক্তিমান ঈশ্বর রয়েছেন, তা হলে আপনি এখন ও ভবিষ্যতে বিভিন্ন উপকার লাভ করতে পারবেন।
প্রমাণগুলো পরীক্ষা করে দেখুন
সৃষ্টিকর্তা যে আছেন, তা বিশ্বাস করার জন্য কোন ভিত্তি রয়েছে, নিজেই পরীক্ষা করে দেখুন।