তাদের বিয়েটা টিকে গিয়েছিল
তাদের বিয়েটা টিকে গিয়েছিল
দক্ষিণ আফ্রিকার একজন মহিলা নিয়োগকর্তা লক্ষ করেছিলেন যে, বেলা নামে তার একজন কর্মীর বিবাহিত জীবনে কিছু সমস্যা হচ্ছিল। তাই, সেই নিয়োগকর্তা বেলার সঙ্গে কথা বলার জন্য টান্ডি নামে একজন যিহোবার সাক্ষিকে আমন্ত্রণ জানান। টান্ডি জানতে পারেন যে, বেলা তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছেন।
টান্ডি, বেলাকে পারিবারিক সুখের রহস্য (ইংরেজি) বইয়ের দুটি কপি দেন এবং তার স্বামীকে এর একটি কপি দেওয়ার জন্য তাকে উৎসাহিত করেন। বেলা তা-ই করেন। এক সপ্তাহ পর টান্ডি জানতে পারেন যে, বেলার স্বামী সেই বইটি পড়ছেন আর তাদের পারিবারিক জীবনে উন্নতি হয়েছে। তিন মাস পর বেলা টান্ডিকে বলেছিলেন যে, প্রার্থনা ও পারিবারিক সুখ বইয়ের মাধ্যমে ঈশ্বর তাদের বিয়েকে টিকিয়ে রেখেছেন। কিন্তু, সেই অভিজ্ঞতা এখানেই শেষ হয়ে যায়নি।
বেলার নিয়োগকর্তা পুরো ঘটনা জানার পর সমস্ত কর্মচারীকে সেই বই সংগ্রহ করতে সুপারিশ করেন। অবশেষে, সেই কোম্পানির কর্মচারীদের ১৯২ পৃষ্ঠার পারিবারিক সুখ বইয়ের একশোরও বেশি কপি দেওয়া হয়েছিল। সেই বইয়ের শিক্ষণীয় অধ্যায়গুলোর মধ্যে রয়েছে, “যদি বিয়ে ভেঙে যাওয়ার পর্যায়ে থাকে,” “আপনার পরিবারকে ধ্বংসাত্মক প্রভাবগুলো থেকে রক্ষা করুন” এবং “আপনার পরিবারে শান্তি বজায় রাখুন।”
আপনি হয়তো পারিবারিক সুখের রহস্য বইয়ের একটি কপির জন্য সঙ্গে দেওয়া কুপনটা পূরণ করে ও এই পত্রিকার ৫ পৃষ্ঠায় তালিকাবদ্ধ উপযুক্ত কোনো ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে আরও তথ্যের জন্য অনুরোধ করতে পারেন। (g ২/০৭)
□ কোনো বাধ্যবাধকতা ছাড়া, আমি পারিবারিক সুখের রহস্য বইটি সম্বন্ধে আরও তথ্য জানতে চাই।
□ বিনামূল্যে গৃহ বাইবেল অধ্যয়ন করার জন্য দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করুন।