সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বিশ্ব নিরীক্ষা

বিশ্ব নিরীক্ষা

দক্ষিণ-পূর্ব এশিয়া

ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড অনুযায়ী, ১৯৯৭ থেকে ২০১১ সালের মধ্যে গ্রেটার মেকং অঞ্চলে অনেক নতুন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী খুঁজে পাওয়া গিয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে লাল চোখের চন্দ্রবোড়া সাপ (ট্রিমেরেসুরাস রুবিয়াস্‌)। এই অঞ্চলটা কাম্বোডিয়া, লাওস, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং চিনের ইয়ুনান প্রদেশ জুড়ে বিস্তীর্ণ। শুধুমাত্র ২০১১ সালে যে-নতুন প্রজাতি খুঁজে পাওয়া গিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ৮২টি উদ্ভিদ, ২১টি সরীসৃপ, ১৩টি মাছ, ৫টি উভচর ও ৫টি স্তন্যপায়ী প্রাণী।

ইউরোপ

দ্যা মস্কো টাইমস্‌ পত্রিকার একটা রিপোর্ট জানায়, “সমস্ত ইউরোপিয়ান ইউনিয়ন”-এ মানুষ পাচার খুব বেড়ে গিয়েছে। যৌনকর্মী ও ক্রীতদাস হিসাবে আর এমনকী “বেআইনিভাবে মানব দেহের অঙ্গ-প্রত্যঙ্গ কেনা-বেচা করার” জন্য লোকেদের বিক্রি করা হচ্ছে। এই ধরনের পাচারকারীরা দরিদ্রতা, বেকারত্ব এবং লিঙ্গ বৈষম্যের সুযোগ নিয়ে তা করে থাকে।

নিউজিল্যান্ড

শিশু ও কিশোর-কিশোরীদের টেলিভিশন দেখার ওপর অনুসন্ধান করে গবেষকরা এই উপসংহারে এসেছে, অতিরিক্ত মাত্রায় টেলিভিশন দেখার ফলে “যুব সম্প্রদায়ের মধ্যে সমাজবিরোধী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে।” গবেষকদের কথা অনুযায়ী বাচ্চাদের “দিনে এক থেকে দু-ঘন্টার বেশি ভালো প্রোগ্রাম ছাড়া” আর কোনো কিছু দেখতে দেওয়া উচিত নয়। (g১৪-E ০৫)

আলাস্কা

“আলাস্কার গ্রামগুলোর” প্রায় প্রত্যেকটাই সমুদ্র উপকূলে অথবা নদীর তীরে অবস্থিত আর এগুলোর মধ্যে প্রায় ৮৬ শতাংশ গ্রাম বন্যা ও ভূমিক্ষয়ের দ্বারা ক্ষতিগ্রস্থ হচ্ছে। রিপোর্ট দেখায় যে, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় উপকূল বা তীরে বরফ জমতে দেরি হচ্ছে। আর সেইজন্য সুরক্ষা না পাওয়ায় গ্রামগুলো শরৎকালে খুব সহজেই ঝড়ের মুখে পড়ছে।

বিশ্ব

বর্তমানে, বায়ু ও সৌর শক্তির মতো দূষণমুক্ত শক্তি উৎপাদনের জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে। তা সত্ত্বেও, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির এক্সিকিউটিভ ডিরেক্টর মারিয়া ভন ডের হুভেনের কথা অনুযায়ী, “আজও একক পরিমান শক্তি উৎপাদন করতে ২০ বছর আগের মতো একই পরিমান দূষণ হয়।”