নিউ ইয়র্ক শহরের যে লেখাগুলোর কথা তার খুব মনে পড়ে
নিউ ইয়র্ক শহরের যে লেখাগুলোর কথা তার খুব মনে পড়ে
উনিশশো পঞ্চাশের দশক থেকে নিউ ইয়র্কের ব্রুকলিনে ওয়াচটাওয়ার সোসাইটির কারখানার একটা বিল্ডিংয়ে বড় বড় করে কিছু কথা লেখা আছে। সেই পথ দিয়ে হেঁটে চলা যাত্রীদের, পথিকদের এবং আরও সবাইকে এই কথাগুলো রোজ বাইবেল পড়ার কথা মনে করিয়ে দেয়। এক অল্পবয়সী সাক্ষির কাছ থেকে পাওয়া এই চিঠিটা দেখায় যে এই কথাগুলো কত ভাল ফল নিয়ে এসেছে।
“একদিন আমি আমার এক সহপাঠীকে বলছিলাম যে হাই স্কুল পাশ করার পর আমি কী করতে চাই। আমি তাকে যিহোবার সাক্ষিদের প্রধান কার্যালয় বেথেলের কথা বলতে শুরু করেছিলাম আর তার তা খুব ভাল লেগেছিল। সে আমাকে বলেছিল যে ছোটবেলায় সে বেশ কয়েক বছর নিউ ইয়র্ক শহরে ছিল। তার পরিবারের লোকেদের যদিও ধর্মকর্মে তেমন মন নেই কিন্তু সে রোজ বাইবেল পড়ে। আর তার কারণ হিসেবে সে বলে যে রোজ সকালে ঘুম থেকে উঠে সে যখন জানালা দিয়ে বাইরে তাকাত, তখন সে একটা লেখা দেখতে পেত যাতে লেখা ছিল ‘রোজ ঈশ্বরের পবিত্র বাক্য, বাইবেল পড়ুন।’ তাই স্কুলে যাওয়ার আগে সে রোজ বাইবেল পড়ত।
“সেই শহর ছেড়ে চলে আসার পর রোজ ঘুম থেকে উঠে সে ওই লেখাগুলো আর দেখতে পায় না, যা তাকে রোজ বাইবেল পড়ার কথা মনে করিয়ে দিত। তাই নিউ ইয়র্ক শহরের সেই লেখাগুলোর কথা তার খুব মনে পড়ে। কিন্তু ওয়াচটাওয়ার বিল্ডিংয়ের ওই লেখাগুলোর জন্য রোজ বাইবেল পড়া তার অভ্যাস হয়ে গিয়েছিল তাই সে এখনও রোজ বাইবেল পড়ে!”
প্রত্যেকদিন সকালে ঈশ্বরের বাক্য বাইবেলের কিছুটা অংশ পড়ে দিন শুরু করার চেয়ে ভাল আর কী-ই বা হতে পারে! আর এটা করলে কোন সন্দেহ নেই যে আপনি প্রেরিত পৌলের এই কথাগুলোর সঙ্গে একমত হবেন: “পবিত্র শাস্ত্রকলাপ . . . খ্রীষ্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান্ করিতে পারে।”—২ তীমথিয় ৩:১৫-১৭.