আপনি কি মনে করতে পারেন?
আপনি কি মনে করতে পারেন?
আপনি কি নতুন প্রহরীদুর্গ-গুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তাহলে দেখুন নিচের প্রশ্নগুলোর উত্তর আপনি মনে করতে পারেন কি না:
• কেন আমরা বলতে পারি যে যিশাইয় ৬৫:১৭-১৯ পদে বলা ‘নূতন আকাশমণ্ডল ও নূতন পৃথিবীর’ ভবিষ্যদ্বাণীর পূর্ণতা যিহুদিদের নিজেদের দেশে ফিরে আসার চাইতে আরও বেশি কিছু বোঝায়?
কারণ প্রেরিত পিতর ও যোহন প্রথম শতাব্দীতে এই একই কথাগুলো যখন লিখেছিলেন, তখন তারা সেগুলো ভবিষ্যতে পূর্ণ হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন আর তারা যে আশীর্বাদগুলোর কথা বলেছিলেন সেগুলো এখনও পূর্ণ হয়নি, সেগুলো ভবিষ্যতে পূর্ণ হবে। (২ পিতর ৩:১৩; প্রকাশিত বাক্য ২১:১-৪)—৪/১৫, পৃষ্ঠা ১০-১২.
• প্রাচীন গ্রিসের পুরাণে যে হিংস্র উপদেবতাদের কথা আছে তারা কারা?
সম্ভবত জলপ্লাবনের আগে যে স্বর্গদূতেরা মানুষের রূপ নিয়ে পৃথিবীতে এসে পৃথিবীকে দৌরাত্ম্যে ভরিয়ে দিয়েছিল ও পৃথিবীকে ভ্রষ্ট করেছিল এরা হল তারা। (আদিপুস্তক ৬:১, ২)—৪/১৫, পৃষ্ঠা ২৬, ২৭.
• বিয়ে বাড়িতে কোন্ বিপদগুলোর বিষয়ে খ্রীষ্টানদের সাবধান থাকা দরকার?
বিয়ে বাড়িতে মাত্রা ছাড়িয়ে হই হুল্লোড় করলে তা বিপদ ডেকে আনতে পারে। কোন বিয়েতে যদি ইচ্ছেখুশি মতো মদ পরিবেশন করা হয় আর কানফাটানো শব্দে গান বাজানো হয় বা উদ্দাম নাচ নাচা হয়, তাহলে সবাই হই হুল্লোড়ের মধ্যেই ডুবে যাবে আর তা বিপদ ডেকে আনতে পারে। যে কেউই আসতে পারে এমন কিছু যদি না বলা হয়, তাহলে একজন খ্রীষ্টান নিমন্ত্রণ ছাড়া কোন বিয়েতে যাবেন না। বরের কোন দায়িত্ববান খ্রীষ্টানদের ওপর দেখাশোনার ভার দেওয়া উচিত যারা খেয়াল রাখবেন যে অনুষ্ঠান যেন ঠিক সময়ে শেষ করা হয়।—৫/১, পৃষ্ঠা ১৯-২২.
• গীতসংহিতা ১২৮:৩ পদে বলা হয়েছে তোমার মেজের চারিদিকে তোমার সন্তানগণ “জিতবৃক্ষের চারার ন্যায় হইবে।” এ কথার মানে কী?
জিতবৃক্ষের গুঁড়ি থেকে অনেক অনেক নতুন চারা অঙ্কুরিত হয়। অনেক পুরনো হয়ে যাওয়ায় যখন গাছের মূল শাখা আর বেশি ফল দিতে পারে না, তখন নতুন সজীব শাখা গাছের মূল শাখাকে ঘিরে হয়তো বেড়ে ওঠে। এইরকমই, বাবামায়েরা তাদের সন্তানদের তাদের সঙ্গে সঙ্গে ঈশ্বরের সেবা করতে দেখে খুশি হন।—৫/১৫, পৃষ্ঠা ২৭.
• পরিবারের মধ্যে এক সুন্দর পরিবেশ থাকলে, ছেলেমেয়েরা কী কী উপকার পেতে পারে?
পরিবারের সকলের মধ্যে যদি সুন্দর সম্পর্ক থাকে, তাহলে তারা কর্তৃপক্ষকে সম্মান দেখাতে, সঠিক নীতির মূল্য বুঝতে এবং অন্যদের সঙ্গে মিলেমিশে থাকতে শিখবে। এছাড়া পরিবারের লোকেদের একে অন্যের সঙ্গে কাছের সম্পর্ক তাদেরকে যিহোবার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে সাহায্য করে।—৬/১, পৃষ্ঠা ১৮.
• খ্রীষ্টানেরা সকলে ভাই এই কথাটা বোঝানোর জন্য প্রাচ্যের একটা দেশে কী করা হয়েছিল?
সমস্ত মণ্ডলী একটা প্রবন্ধ নিয়ে আলোচনা করে যে প্রবন্ধে সম্মানীয় ব্যক্তিদের বিশেষ শব্দ দিয়ে ডাকতে মানা করা হয়েছিল আর বলা হয়েছিল যে সকলকে ভাই বলে ডাকা উচিত।—৬/১৫, পৃষ্ঠা ২১.
• যিহোবার সাক্ষিরা কি রক্ত থেকে তৈরি কোন ওষুধ খেতে পারেন?
আমরা জানি যে বাইবেল আমাদেরকে “রক্ত হইতে পৃথক্ থাকিতে’ বলে। অর্থাৎ রক্তের এই উপাদানগুলোর (রক্তরস, লোহিত কণিকা, শ্বেত কণিকা এবং অনুচক্রিকা) কোনটাই না নিতে বলে। (প্রেরিত ১৫:২৮, ২৯) রক্তের এই উপাদানগুলো দিয়ে তৈরি ওষুধ খ্রীষ্টানেরা খাবেন কিনা সে বিষয়ে তারা নিজেরা সিদ্ধান্ত নেবেন আর মনে রাখবেন যে এ বিষয়ে বাইবেল কী বলে এবং ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্কের ওপর এটা কতখানি প্রভাব ফেলবে।—৬/১৫, পৃষ্ঠা ২৯-৩১.
• আজকে কি সত্যি করে মনের শান্তি খুঁজে পাওয়া সম্ভব?
হ্যাঁ, সম্ভব। কারণ বাইবেলের মাধ্যমে যীশু খ্রীষ্ট লোকেদেরকে শুদ্ধ উপাসনার ও শান্তির পথ দেখান যা যিশাইয় ৩২:১৮ পদে বলা আছে। এছাড়াও এখন যারা এই শান্তির কিছুটা পাচ্ছেন, ভবিষ্যতে তারা আরও বেশি করে পাবেন যখন গীতসংহিতা ৩৭:১১, ২৯ পদের কথাগুলো পূর্ণ হবে।—৭/১, পৃষ্ঠা ৭.
• আধুনিক সংগঠনের ইতিহাসে জর্জ ইয়ং কী ভূমিকা পালন করেছিলেন?
১৯১৭ সালের শুরু থেকে তিনি দেশে বিদেশে জগতের জ্যোতি হয়ে রাজ্যের সুসমাচারের আলো ছড়িয়ে দিয়েছিলেন। তিনি কানাডা, ক্যারিবিয়ান দ্বীপগুলোতে, ব্রাজিলে এবং দক্ষিণ ও মধ্য আমেরিকার অন্যান্য দেশে, স্পেন, পর্তুগাল, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রে প্রচার করেছিলেন।—৭/১, পৃষ্ঠা ২২-৭.
• ১ করিন্থীয় ১৫:২৯ পদে বলা হয়েছে যে কেউ কেউ “মৃতদের নিমিত্ত বাপ্তাইজিত হয়,” এর মানে কী?
বিষয়টা হল এই যে খ্রীষ্টানেরা যখন পবিত্র আত্মার দ্বারা অভিষিক্ত হন, তখন যিহোবার আত্মা তাদের মধ্যে স্বর্গে যাওয়ার আশা জাগায় আর যখন তারা মারা যান তারা আত্মিক প্রাণী হয়ে স্বর্গে চলে যান।—৭/১৫, পৃষ্ঠা ১৭.
• পৌলের জীবনের নয় বছর তিনি কীভাবে কাটিয়েছিলেন?
হয়তো তিনি সুরিয়া ও কিলিকিয়ার মণ্ডলীগুলোকে গড়ে উঠতে সাহায্য করেছিলেন অথবা শক্তিশালী করেছিলেন। ২ করিন্থীয় ১১:২৩-২৭ পদে বলা হয় যে তিনি অনেক কষ্ট সহ্য করেছিলেন। এগুলো হয়তো এই নয় বছরের মধ্যে ঘটেছিল আর তা দেখায় যে তিনি প্রচার কাজে খুবই সক্রিয় ছিলেন।—৭/১৫, পৃষ্ঠা ২৬, ২৭.
• বেশি আশা করা এড়াতে কী আমাদের সাহায্য করতে পারে?
মনে রাখুন যে যিহোবা আমাদের অবস্থা জানেন। তাঁর কাছে প্রার্থনা করলে তা আমাদেরকে মাথা ঠাণ্ডা রেখে সঠিক বিষয় চিন্তা করতে সাহায্য করে আর তা দেখায় যে আমরা বিনয়ী। এছাড়া অভিজ্ঞ বন্ধুর সঙ্গে কথা বলে আমরা সাহায্য পেতে পারি।—৮/১, পৃষ্ঠা ২৯, ৩০.