গোপন বিষয় প্রকাশ করার সময়
গোপন বিষয় প্রকাশ করার সময়
কিছু বিষয় গোপন রাখার মানে হতে পারে শান্তি এবং বিবাদের মধ্যে পার্থক্য। কিন্তু, কোন গোপন বিষয় প্রকাশ করার কি নির্দিষ্ট সময় আছে? ভাববাদী আমোষ তার ঈশ্বর সম্বন্ধে কী বলেছিলেন, তা লক্ষ করুন: “সদাপ্রভু আপনার দাস ভাববাদিগণের নিকটে আপন গূঢ় মন্ত্রণা প্রকাশ না করিয়া কিছুই করেন না।” (আমোষ ৩:৭) এই কথাগুলো থেকে আমরা গোপনীয়তা সম্বন্ধে কিছু শিখতে পারি। কোন কোন বিষয় যিহোবা কিছু সময়ের জন্য গোপন রাখেন এবং পরে সেগুলো কিছু ব্যক্তির কাছে প্রকাশ করেন। এই বিষয়ে কীভাবে আমরা যিহোবাকে অনুকরণ করতে পারি?
কখনও কখনও, মণ্ডলীতে নিযুক্ত পালকরা মনে করেন যে, কোন একটা বিষয় প্রকাশ না করার পিছনে উপকার আছে। (প্রেরিত ২০:২৮) উদাহরণ হিসেবে বলা যায়, মণ্ডলীর উপকারের কথা মনে রেখে তারা হয়তো নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু ব্যবস্থা বা মণ্ডলীর দায়িত্বের পরিবর্তনের বিষয়টা গোপন রাখেন।
কিন্তু, এই ক্ষেত্রে যদি কেউ কেউ এই বিষয়ের সঙ্গে জড়িত থাকেন, তা হলে তাদের পরিষ্কার করে জানিয়ে দিতে হবে যে, কখন এবং কীভাবে বিষয়টা প্রকাশ করতে হবে। কখন জনসাধারণের কাছে তা প্রকাশ করা হবে, সেটা জানা থাকলে তাদের পক্ষে বিষয়টা গোপন রাখা সাহায্যকারী হতে পারে।—হিতোপদেশ ২৫:৯.