সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

‘ঈশ্বরের বাক্য কার্য্যসাধক’

‘ঈশ্বরের বাক্য কার্য্যসাধক’

রাজ্য ঘোষণাকারীরা বিবৃতি দেয়

‘ঈশ্বরের বাক্য কার্য্যসাধক’

 ক্যারিবিয়ান দ্বীপের রৌদ্রোজ্জ্বল জামাইকাতে অধিকাংশ লোক বাইবেলের সঙ্গে পরিচিত আছেন। বস্তুতপক্ষে, প্রায় প্রতিটা ঘরেই কিং জেমস ভারসন পাওয়া যেতে পারে এবং কিছু লোকেরা অভিজ্ঞতা করে দেখেছেন যে, “ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্য্যসাধক।” (ইব্রীয় ৪:১২) এই কার্যসাধক শক্তি জীবনকে পরিবর্তন করতে পারে যেমন নিচের অভিজ্ঞতা থেকে দেখা যায়।

ক্লিভল্যান্ড নামে একজন ব্যক্তি সবে কাজ থেকে ঘরে ফিরেছিলেন যখন একজন যিহোবার সাক্ষি তার সঙ্গে দেখা করতে আসেন। শাস্ত্র থেকে কয়েকটা বিষয় বলার পর সেই সাক্ষি বাইবেল অধ্যয়নের সহায়ক জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটা তার কাছে ছেড়ে যান। সেই সময় ক্লিভল্যান্ড বুঝতে পারেননি যে, ঈশ্বরের বাক্য তার জীবনে কতটা কার্যসাধক হতে পারে।

ক্লিভল্যান্ড দিনে তিনবার ঈশ্বরের কাছে প্রার্থনা করে জানাতেন যে, উপাসনা করার সঠিক পদ্ধতি খুঁজে বের করতে তিনি যেন তাকে সাহায্য করেন। ক্লিভল্যান্ড নিশ্চিত ছিলেন যে, তার বাবামা সঠিক উপায়ে উপাসনা করেন না কিন্তু অন্যান্য ধর্ম পরীক্ষা করার পর তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। যদিও তিনি যিহোবার সাক্ষিদের সম্বন্ধে শুনেছিলেন কিন্তু তাদের কাছে সত্য আছে কি না সেই সম্বন্ধে তার সন্দেহ ছিল। ক্লিভল্যান্ড ইতস্তত করা সত্ত্বেও, তার দরজায় আসা সেই সাক্ষির সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে তিনি রাজি হয়ে যান। কেন? কারণ তিনি সাক্ষিদের ভুল প্রমাণিত করতে চেয়েছিলেন!

খুব শীঘ্রই ক্লিভল্যান্ড শিখেছিলেন যে, দুজন মহিলার সঙ্গে তার যে-অনৈতিক সম্পর্ক রয়েছে তা ঈশ্বরকে অসন্তুষ্ট করে। (১ করিন্থীয় ৬:৯, ১০) মাত্র দুবার অধ্যয়ন করার পর তিনি ওই মহিলাদের সঙ্গে তার সম্পর্ক ভেঙে ফেলার সাহস সঞ্চয় করেন। এ ছাড়া, তিনি কিংডম হলে খ্রীষ্টীয় সভাগুলোতে যোগ দিতে শুরু করেন। কিন্তু এটা আরেক পরীক্ষা হয়ে দাঁড়ায়।

ক্লিভল্যান্ড তার এলাকার ফুটবল টিমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং সেই টিমের খেলাগুলো তার সভায় উপস্থিতির মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। তিনি কী করবেন? তার টিমের খেলোয়াড়, কোচ ও বন্ধুবান্ধবদের কাছ থেকে আসা প্রচণ্ড চাপ সত্ত্বেও, ক্লিভল্যান্ড ফুটবল টিম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। হ্যাঁ, ঈশ্বরের বাক্য কার্যসাধক হতে শুরু করেছিল, তার উপকারের জন্য তাকে প্রভাবিত করেছিল!

ঈশ্বরের বাক্য কার্যসাধক তা আবারও দেখা যায় যখন ক্লিভল্যান্ড বাইবেল থেকে পাওয়া জ্ঞান অন্যদের জানাতে শুরু করেন। (প্রেরিত ১:৮) এর ফলে, তার প্রাক্তন টিমের খেলোয়াড়দের দুজন যিহোবার সাক্ষিদের সভাগুলোতে যোগ দিতে শুরু করেন। ক্লিভল্যান্ড সুসমাচারের একজন প্রকাশক হিসেবে যোগ্য হয়ে ওঠার পর অন্যদের সাহায্য করার জন্য পরিচর্যায় ঈশ্বরের বাক্য ব্যবহার করতে পেরে অনেক আনন্দ পান।

ঈশ্বরের বাক্যকে কার্যসাধক হতে দিয়ে ক্লিভল্যান্ড শেষ পর্যন্ত জলে বাপ্তিস্ম নিয়ে যিহোবার কাছে তার জীবন উৎসর্গ করেন এবং মণ্ডলীতে একজন পূর্ণ-সময়ের পরিচারক ও একজন পরিচারক দাস হিসেবে কাজ করার দায়িত্ব পান।

জামাইকা ও পৃথিবীর সব জায়গায় হাজার হাজার ব্যক্তি শিখেছেন যে, ঈশ্বরের বাক্য সত্যিই “জীবন্ত ও কার্য্যসাধক।”

[৮ পৃষ্ঠার মানচিত্র/চিত্র]

(পুরোপুরি ফরম্যাট করা টেক্সটের জন্য এই প্রকাশনা দেখুন)

জামাইকা

[সৌজন্যে]

মানচিত্র ও পৃথিবী: Mountain High Maps® Copyright © ১৯৯৭ Digital Wisdom, Inc.