সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

 আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তা হলে দেখুন আপনি নিচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

“চিন্তা করার ক্ষমতা” কীভাবে এক রক্ষক হিসেবে প্রমাণিত হতে পারে? (হিতোপদেশ ১:৪, NW)

এটা আমাদের আধ্যাত্মিক বিপদগুলো সম্বন্ধে সাবধান করে দিতে এবং বিজ্ঞ পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করতে যেমন, চাকরির জায়গায় যৌন প্রলোভনগুলো এড়াতে পরিচালিত করতে পারে। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে, সহ খ্রীষ্টানরা হল অসিদ্ধ যেটা আমাদের অন্যের ব্যবহারে বিরক্ত হয়ে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখানো এড়াতে সাহায্য করতে পারে। এ ছাড়া, এটা বস্তুগত চাপগুলোকে এড়াতেও আমাদের সাহায্য করে, যেগুলো আমাদের আধ্যাত্মিকভাবে পথভ্রষ্ট করে ফেলতে পারে।—৮/১৫, পৃষ্ঠা ২১-৪.

প্রতিবেশী হিসেবে একজন ব্যক্তি কীভাবে এক সম্বল হতে পারেন?

একজন ভাল প্রতিবেশী হওয়ার দুটো উপায় হল, ভাল দাতা এবং কৃতজ্ঞপূর্ণ গ্রহণকারী হওয়া। যখন দুর্দশা আসে, তখন একজন ভাল প্রতিবেশী হওয়া অমূল্য বিষয়। যিহোবার সাক্ষিরা, দুষ্টতা নির্মূল করার জন্য ঈশ্বরের যে-কাজ, সেটা যে শীঘ্রই ঘটতে চলেছে, সেই সম্বন্ধে অন্যদের সাবধান করার দ্বারা ভাল প্রতিবেশী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে।—৯/১, পৃষ্ঠা ৪-৭.

বাইবেল অনুসারে কারা প্রকৃত সাধু এবং কীভাবে তারা মানবজাতিকে সাহায্য করবে?

সমস্ত প্রাথমিক খ্রীষ্টানই প্রকৃত সাধু অথবা পবিত্র লোক ছিল আর তারা তা হয়েছিল, কোন মানুষ অথবা সংগঠনের দ্বারা নয় কিন্তু ঈশ্বরের দ্বারা। (রোমীয় ১:৭) স্বর্গীয় জীবনে পুনরুত্থিত হওয়ার পর পবিত্র লোকেরা খ্রীষ্টের সঙ্গে পৃথিবীতে বিশ্বস্ত ব্যক্তিদের আশীর্বাদ করার কাজে অংশগ্রহণ করবে। (ইফিষীয় ১:১৮-২১)—৯/১৫, পৃষ্ঠা ৫-৭.

প্রাচীন গ্রিসে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা সম্বন্ধে কিছু জানা খ্রীষ্টানদের জন্য কী মূল্য রাখে?

প্রেরিত পিতর ও পৌল দুজনের লেখাতেই প্রাচীন প্রতিযোগিতার ওপর ভিত্তি করে বিভিন্ন দৃষ্টান্ত বা পরোক্ষ উল্লেখ রয়েছে। (১ করিন্থীয় ৯:২৬; ১ তীমথিয় ৪:৭; ২ তীমথিয় ২:৫; ১ পিতর ৫:১০) প্রাচীনকালের একজন ক্রীড়াবিদের ইন্দ্রিয়দমন অনুশীলন করার এবং তার প্রচেষ্টাগুলোকে ঠিকভাবে পরিচালিত করার জন্য একজন ভাল প্রশিক্ষক থাকা গুরুত্বপূর্ণ ছিল। আজকে, খ্রীষ্টানদের আধ্যাত্মিক প্রচেষ্টাগুলো সম্বন্ধে ঠিক তা-ই বলা যায়।—১০/১, পৃষ্ঠা ২৮-৩১.

বিদেশের মাটিতে ছেলেমেয়ে মানুষ করার প্রতিবন্ধকতা এবং পুরস্কারগুলো কী?

অনেক ছেলেমেয়ে তাদের বাবামার চাইতে দ্রুত নতুন ভাষা শিখে ফেলে আর বাবামার কাছে হয়তো তাদের ছেলেমেয়েদের চিন্তাভাবনা ও প্রতিক্রিয়াগুলো বোঝা কষ্টকর বলে মনে হতে পারে। আর ছেলেমেয়েরা হয়তো তাদের বাবামার ভাষায় বাইবেলের শিক্ষাগুলোকে অত সহজে ধরতে পারে না। তবুও, পারিবারিক বন্ধন মজবুত করা যেতে পারে, যখন বাবামারা তাদের ছেলেমেয়েদের নিজের ভাষা শেখায় আর এভাবে ছেলেমেয়েরা হয়তো দুটো ভাষা জানতে পারে এবং দুধরনের সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে।—১০/১৫, পৃষ্ঠা ২২-৬.

অপরাধ স্বীকার করতে শেখা কেন গুরুত্বপূর্ণ?

আন্তরিক অপরাধ স্বীকার প্রায়ই নষ্ট হয়ে যাওয়া একটা সম্পর্ককে পুনর্স্থাপন করার ক্ষেত্রে এক উপায়। অপরাধ স্বীকারের জোরালো প্রভাব সম্বন্ধে বাইবেল কয়েকটা উদাহরণ জোগায়। (১ শমূয়েল ২৫:২-৩৫; প্রেরিত ২৩:১-৫) প্রায়ই যখন দুজন ব্যক্তির মধ্যে মতবিরোধ হয়, তখন উভয় পক্ষেরই কিছুটা দোষ থাকে। তাই, পারস্পরিক বোঝাপড়া এবং অপরাধ স্বীকার করার প্রয়োজন হয়ে থাকে।—১১/১, পৃষ্ঠা ৪-৭.

এমনকি সামান্য পরিমাণ অর্থ জড়িত থাকলেও, কেন জুয়াখেলা খারাপ?

জুয়াখেলা অহমিকা, প্রতিদ্বন্দ্বিতার মনোভাব এবং লোভের আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে, যেগুলোকে বাইবেল ঘৃণা করে। (১ করিন্থীয় ৬:৯, ১০) অনেকে যারা জুয়াখেলার প্রতি আসক্ত তারা অল্প বয়সেই ছোটখাটো বাজি ধরার মাধ্যমে তা শুরু করেছে।—১১/১, পৃষ্ঠা ৩১.

বাইবেলের অনেকগুলো বই যেহেতু গ্রিক ভাষায় লেখা, তাই গ্রিক ভাষায় বাইবেল অনুবাদ করার প্রয়োজন হয়েছিল কেন এবং এর ফল কী হয়েছিল?

ইব্রীয় শাস্ত্রাবলির সেপ্টুয়াজিন্টের গ্রিক অনুবাদ এবং খ্রীষ্টীয় গ্রিক শাস্ত্রাবলির সঙ্গে আধুনিক গ্রিক ভাষার বেশ অমিল আছে। সাম্প্রতিক শতাব্দীগুলোতে বাইবেলের কিছুটা অংশ অথবা সম্পূর্ণ বাইবেলকে গ্রিক ভাষায় অনুবাদ করার বহু প্রচেষ্টা করা হয়েছে। আজকে, বাইবেলের সম্পূর্ণ বা আংশিক অংশের প্রায় ৩০টি অনুবাদ পাওয়া যায়, যা অধিকাংশ গ্রিক ভাষী লোকেরা পড়তে পারে আর এর মধ্যে একটা উল্লেখযোগ্য হল পবিত্র শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ (ইংরেজি), যা ১৯৯৭ সালে প্রকাশিত হয়েছে।—১১/১৫, পৃষ্ঠা ২৬-৯.

খ্রীষ্টানদের কেন দশমাংশ দেওয়ার প্রয়োজন নেই?

প্রাচীন ইস্রায়েলকে দেওয়া ব্যবস্থার অধীনে দশমাংশ ছিল লেবীয় বংশকে সাহায্য করার এবং অভাবী ব্যক্তিদের যত্ন নেওয়ার এক উপায়। (লেবীয় পুস্তক ২৭:৩০; দ্বিতীয় বিবরণ ১৪:২৮, ২৯) যীশুর বলিদানমূলক মৃত্যু, ব্যবস্থা এবং দশমাংশের প্রয়োজনীয়তাকে বিলুপ্ত করেছে। (ইফিষীয় ২:১৩-১৫) প্রাথমিক মণ্ডলীতে প্রত্যেক খ্রীষ্টানকে তার সাধ্য অনুসারে এবং তিনি তার হৃদয়ে যেরূপ সংকল্প করেছেন, সেইমতো দান দেওয়ার নমুনা ছিল। (২ করিন্থীয় ৯:৫, ৭)—১২/১, পৃষ্ঠা ৪-৬.

প্রকাশিত বাক্য ২০:৮ পদের অর্থ কি এই যে, শেষ পরীক্ষার সময় শয়তান অসংখ্য লোককে ভ্রান্ত করবে?

শাস্ত্রপদ বলে যে, যারা ভ্রান্ত হবে তারা “সমুদ্রের বালুকার তুল্য।” বাইবেলে, এই অভিব্যক্তিটি প্রায়ই প্রকাণ্ড কোন কিছুর ইঙ্গিত না করেও অজানা সংখ্যাকে বোঝায়। অব্রাহামের বংশ যেটা “সমুদ্রতীরস্থ বালুকার ন্যায় অসংখ্য” ছিল তা যীশু খ্রীষ্টকে বাদ দিয়ে ১,৪৪,০০০ জন ব্যক্তিতে পরিণত হয়েছিল। (আদিপুস্তক ২২:১৭; প্রকাশিত বাক্য ১৪:১-৪)—১২/১, পৃষ্ঠা ২৯.