মৃতদের সম্বন্ধে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি
মৃতদের সম্বন্ধে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি
কোনো প্রিয়জনের মৃত্যু সত্যিই বেদনাদায়ক। শূন্যতা বোধ, একাকিত্ব ও হারানোর অনুভূতি খুব প্রবল থাকে। একজন ব্যক্তির যতই ধনসম্পদ, ক্ষমতা ও প্রভাব থাকুক না কেন, প্রিয়জনকে হারিয়ে তিনি অসহায় বোধ করেন, পৃথিবীর কেউই সেই মৃত ব্যক্তির জীবন আর ফিরিয়ে আনতে পারে না।
কিন্তু, আমাদের সৃষ্টিকর্তা বিষয়টাকে ভিন্নভাবে দেখেন। তিনি প্রথম মানুষকে মৃত্তিকার ধূলি থেকে সৃষ্টি করেছিলেন বলে, একজন মৃত ব্যক্তিকে পুনরায় সৃষ্টি করার ক্ষমতাও তাঁর রয়েছে। এই কারণে ঈশ্বর মৃতদের সম্বন্ধে এমন দৃষ্টিভঙ্গি রাখতে পারেন, যেন তারা জীবিত রয়েছে। প্রাচীনকালের যে-বিশ্বস্ত দাসেরা মারা গিয়েছে, তাদের সম্বন্ধে যিশু বলেছিলেন: “[ঈশ্বরের] সাক্ষাতে সকলেই জীবিত।”—লূক ২০:৩৮.
পৃথিবীতে থাকাকালীন, যিশুকে মৃতদের পুনরুত্থিত করার ক্ষমতা দেওয়া হয়েছিল। (যোহন ৫:২১) তাই, যারা বিশ্বস্তভাবে মারা গিয়েছে তাদের সম্বন্ধে যিশু তাঁর পিতার মতো একই দৃষ্টিভঙ্গি রাখেন। উদাহরণস্বরূপ, যখন যিশুর বন্ধু লাসার মারা গিয়েছিলেন তখন তিনি তাঁর শিষ্যদের বলেছিলেন: “আমি নিদ্রা হইতে তাহাকে জাগাইতে যাইতেছি।” (যোহন ১১:১১) মানুষের দৃষ্টিভঙ্গিতে লাসার মারা গিয়েছিলেন কিন্তু যিহোবা ও যিশুর দৃষ্টিতে লাসার ঘুমিয়ে ছিলেন।
যিশুর রাজ্য শাসনাধীনে “ধার্ম্মিক অধার্ম্মিক উভয় প্রকার লোকের পুনরুত্থান” হবে। (প্রেরিত ২৪:১৫) পরে যারা পুনরুত্থিত হবে তারা ঐশিক শিক্ষা লাভ করবে এবং তাদের পৃথিবীতে অনন্তজীবনের প্রত্যাশা থাকবে।—যোহন ৫:২৮, ২৯.
হ্যাঁ, কোন প্রিয়জনের মৃত্যু গভীর বেদনা ও দুঃখের কারণ হতে পারে, যা হয়তো অনেক সময় ধরে স্থায়ী থাকে। কিন্তু, ঈশ্বরের দৃষ্টিভঙ্গি থেকে মৃতদেরকে দেখা আমাদের অনেক সান্ত্বনা এনে দিতে এবং আমাদের আশায় পূর্ণ করতে পারে।—২ করিন্থীয় ১:৩, ৪.