সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাইবেলের ইতিহাস কতটা সঠিক?

বাইবেলের ইতিহাস কতটা সঠিক?

বাইবেলের ইতিহাস কতটা সঠিক?

 বাইবেলের যুদ্ধগুলো (ইংরেজি) নামে তাদের বইয়ে ইস্রাইল রাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি খাইম হার্টসাগ, এবং তেল আবিভ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত কিন্তু এখনও সেই পদবীতে বহাল থাকা অধ্যাপক মরদিকাই গিখন এই বিষয়টা উল্লেখ করেছিল:

“বাইবেলে লিপিবদ্ধ যুদ্ধগুলোর রণকৌশল সম্বন্ধে দেওয়া বর্ণনা . . . মনগড়া হতে পারে না। উদাহরণস্বরূপ, বিচারকর্ত্তৃগণের বিবরণ ৬-৮ অধ্যায়ে বর্ণিত মিদিয়নীয় ও তাদের মিত্র জাতিগুলোর বিরুদ্ধে গিদিয়োনের সামরিক অভিযানকে হোমারের মহাকাব্য ইলিয়াড-এ বর্ণিত ট্রয় যুদ্ধের সঙ্গে তুলনা করলে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। মহাকাব্যের ভৌগলিক পরিবেশ গঠন করতে কাছাকাছি যেকোনো সমুদ্রতীর এবং কাছেপিঠের কোনো দৃঢ় নগরই যথেষ্ট ছিল . . . কিন্তু গিদিয়োনের সামরিক অভিযান সম্বন্ধে বাইবেলের বর্ণনার ব্যাপারে তা নয়। নির্দিষ্ট ভূসংস্থান ও মিত্র বা শত্রু দুটো পক্ষের নেওয়া পদক্ষেপের ওপর ভিত্তি করা রণকৌশল এবং পারস্পরিক সংঘর্ষের বিস্তারিত বিবরণ—প্রায় ষাট কিলোমিটার স্থান জুড়ে সংঘটিত যুদ্ধক্ষেত্রকে—কোথাও কোনোভাবে বানানো যেতে পারে না। তাই, আমরা বাইবেলে বর্ণিত যুদ্ধগুলোর রণকৌশলের সত্যতাকে স্বীকার করতে বাধ্য।”

আপনি হয়তো গিদিয়োনের সামরিক অভিযান সম্বন্ধে “সেই উত্তম দেশ দেখুন” (ইংরেজি) মানচিত্রের ব্রোশারটির ১৮ ও ১৯ পৃষ্ঠার মানচিত্র ব্যবহার করে অধ্যয়ন করতে পারেন। * কাহিনী শুরু হয় যখন “ঐ সময়ে সমস্ত মিদিয়নীয়, অমালেকীয় ও পূর্ব্বদেশের লোকেরা একত্র হইল, এবং পার হইয়া যিষ্রিয়েলের তলভূমিতে শিবির স্থাপন করিল।” গিদিয়োন কাছাকাছি বসবাসরত গোষ্ঠীদের কাছে সাহায্য চেয়েছিলেন। এই সমস্ত ঘটনা হারোদ নামক উনুই থেকে শুরু হয়ে, পরে মোরি পর্বতে এবং শেষে পাহাড়ের নীচে যর্দন উপত্যকায় ঘটে। গিদিয়োন শত্রুদেরকে যর্দন নদীর ওপার পর্যন্ত তাড়া করে তাদেরকে জয় করেছিলেন।—বিচারকর্ত্তৃগণের বিবরণ ৬:৩৩–৮:১২.

“সেই উত্তম দেশ দেখুন” ব্রোশারের মানচিত্রটি, উল্লেখিত প্রধান জায়গাগুলো এবং ভূপৃষ্ঠগুলোকে দেখায়। আরেকটা মানচিত্র (পৃষ্ঠা ১৫) ইস্রায়েলের বিভিন্ন গোষ্ঠীর এলাকাগুলোকে শনাক্ত করে। দুটো মানচিত্র আপনাকে বাইবেলের বিবরণের সত্যতা সম্বন্ধে উপলব্ধি করতে সাহায্য করতে পারে।

এই বিষয়টি প্রয়াত অধ্যাপক ইয়োহানান আহারোনির মন্তব্যকে স্পষ্টভাবে তুলে ধরে: “বাইবেলে বর্ণিত দেশে, ভূগোল ও ইতিহাস এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে, একটার সাহায্য ছাড়া অন্যটা বোঝা যায় না।”

[পাদটীকা]

^ যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত।

[৩২ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

পিছনের মানচিত্র: Based on maps copyrighted by Pictorial Archive (Near Eastern History) Est. and Survey of Israel