আমরা যেকোনো পরীক্ষার সঙ্গে সফলভাবে মোকাবিলা করতে পারি!
আমরা যেকোনো পরীক্ষার সঙ্গে সফলভাবে মোকাবিলা করতে পারি!
বর্তমানে আপনি কি আপনার জীবনে কোনো পরীক্ষার মোকাবিলা করছেন? আপনি কি হতাশ বোধ করছেন, এটার সঙ্গে সফলভাবে মোকাবিলা করতে পারছেন না? এমনকি মাঝে মাঝে আপনি কি এইরকম ভেবে ভয় পান যে, আপনার সমস্যার মতো সমস্যা আর কারো নেই এবং এর কোনো সমাধান নেই? যদি তা-ই হয়, তা হলে নিরুৎসাহিত হবেন না! যে-পরীক্ষার মুখোমুখিই আমরা হই না কেন, বাইবেল আমাদের আশ্বাস দেয় যে, ঈশ্বর আমাদেরকে সেগুলোর সঙ্গে সফলভাবে মোকাবিলা করার জন্য সমর্থ করতে পারেন।
বাইবেল স্বীকার করে যে, ঈশ্বরের দাসেরা “নানাবিধ পরীক্ষায়” পড়বে। (যাকোব ১:২) “নানাবিধ” (গ্রিক পিকিলোস) শব্দটি লক্ষ করুন। প্রাচীন প্রয়োগ অনুসারে, মূল শব্দটির অর্থ হল “বহুবিধ” অথবা “অনেক বর্ণের” আর এটি “বিচিত্র ধরনের পরীক্ষার” ওপর জোর দেয়। তাই, ‘নানাবিধ পরীক্ষা’ হল সেই পরীক্ষাগুলো, যেগুলো রূপক অর্থে অনেক বর্ণের। যা-ই হোক, যিহোবা আমাদের সাহায্য করেন যাতে আমরা সেগুলোর প্রত্যেকটার সঙ্গে সফলভাবে মোকাবিলা করতে পারি। কেন আমরা এই বিষয়ে নিশ্চিত হতে পারি?
“বিভিন্ন ভাবে প্রকাশিত ঈশ্বরের দয়া”
প্রেরিত পিতর বলেন যে, খ্রিস্টানরা ‘নানাবিধ পরীক্ষায় দুঃখার্ত্ত হইতেছে।’ (১ পিতর ১:৬) পরে, তার অনুপ্রাণিত পত্রে তিনি বলেন যে, “ঈশ্বরের দয়া” বা অযাচিত দয়া “বিভিন্ন ভাবে প্রকাশিত” হয়। (১ পিতর ৪:১০, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারসন) “বিভিন্ন ভাবে” শব্দসমষ্টির মধ্যে একই মূল গ্রিক শব্দের একটা আকার রয়েছে। এই অভিব্যক্তিটির ওপর মন্তব্য করতে গিয়ে একজন বাইবেল পণ্ডিত বলেন: “এটা হল এক অসাধারণ ধারণা। . . . পিকিলোস হিসেবে উল্লেখিত ঈশ্বরের দয়া [অথবা অযাচিত দয়া] শব্দটির অর্থ হল, মানব পরিস্থিতির এমন কোনো বর্ণ নেই, যা ঈশ্বরের দয়া মোকাবিলা করতে পারে না।” তিনি আরও বলেন: “এমন কোনো সম্ভাব্য পরিস্থিতির সমষ্টি, সম্ভাব্য সংকট, জরুরি অবস্থা অথবা চাহিদা নেই, যেগুলো ঈশ্বরের দয়া মোকাবিলা করতে পারে না এবং যেগুলো ঈশ্বরের দয়া বিজয়ের সঙ্গে মোকাবিলা করতে এবং তা কাটিয়ে উঠতে পারে না। জীবনে এমন কোনোকিছু নেই, যা ঈশ্বরের দয়া সফলভাবে মোকাবিলা করতে পারে না। পিকিলোস শব্দের এই সুস্পষ্ট বর্ণনা আমাদের স্পষ্ট মনে করিয়ে দেয় যে, সমস্তকিছুর জন্য ঈশ্বরের অনেক বর্ণের দয়া আসলেই যথেষ্ট।”
ঈশ্বরের অযাচিত দয়া আমাদেরকে পরীক্ষা সহ্য করতে সাহায্য করে
পিতরের কথা অনুযায়ী যে-একটা উপায়ে ঈশ্বরের অযাচিত দয়া প্রকাশিত হয় সেটা হল, সেই সমস্ত বিভিন্ন ব্যক্তির মাধ্যমে, যাদের নিয়ে খ্রিস্টীয় মণ্ডলী গঠিত। (১ পিতর ৪:১১) ঈশ্বরের প্রত্যেক দাসের এমন আধ্যাত্মিক বর অথবা দক্ষতা রয়েছে, যা হয়তো যারা পরীক্ষার মুখোমুখি হচ্ছে তাদের উৎসাহের উৎস হিসেবে কাজ করতে পারে। (রোমীয় ১২:৬-৮) উদাহরণস্বরূপ, মণ্ডলীর কিছু সদস্য বাইবেলের উল্লেখযোগ্য শিক্ষক। তাদের অন্তর্দৃষ্টিপূর্ণ কথাবার্তা অন্যদেরকে পরীক্ষা সহ্য করতে অনুপ্রাণিত করে এবং প্রেরণা দেয়। (নহিমিয় ৮:১-৪, ৮, ১২) অন্যেরা নিয়মিতভাবে সেই সমস্ত ব্যক্তির বাড়িতে বাড়িতে পালকীয় সাক্ষাৎ করে, যাদের সাহায্যের প্রয়োজন রয়েছে। এই ধরনের সাক্ষাৎগুলো হল উৎসাহের, ‘হৃদয়ের আশ্বাসের’ সময়। (কলসীয় ২:২) অধ্যক্ষরা যখন এইরকম বিশ্বাস শক্তিশালী করার মতো সাক্ষাৎগুলো করে থাকে, তখন তারা এক আধ্যাত্মিক বর প্রদান করে। (যোহন ২১:১৬) কিন্তু, মণ্ডলীতে এমন ব্যক্তিরাও রয়েছে, যারা যে-সহবিশ্বাসীরা পরীক্ষাগুলোর কারণে দুঃখার্ত, তাদের সঙ্গে উষ্ণতা, সমবেদনা এবং কোমলতার সঙ্গে আচরণ করার জন্য পরিচিত। (প্রেরিত ৪:৩৬; রোমীয় ১২:১০; কলসীয় ৩:১০) এই ধরনের প্রেমময় ভাই ও বোনদের দ্বারা দেখানো সহমর্মিতা এবং সক্রিয় সাহায্য হল ঈশ্বরের অযাচিত দয়ার এক উল্লেখযোগ্য অভিব্যক্তি অথবা “বর্ণ।”—হিতোপদেশ ১২:২৫; ১৭:১৭.
“সমস্ত সান্ত্বনার ঈশ্বর”
সর্বোপরি, যিহোবা সান্ত্বনা জোগান। তিনি হলেন, “সমস্ত সান্ত্বনার ঈশ্বর; তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদিগকে সান্ত্বনা করেন।” (২ করিন্থীয় ১:৩, ৪) ঈশ্বরের অনুপ্রাণিত বাক্যের মাধ্যম পাওয়া প্রজ্ঞা এবং তাঁর পবিত্র আত্মার মাধ্যমে জোগানো শক্তি হল প্রধান মাধ্যম যেগুলোর দ্বারা যিহোবা, সাহায্য চেয়ে করা আমাদের প্রার্থনাগুলোর উত্তর দেন। (যিশাইয় ৩০:১৮, ২১; লূক ১১:১৩; যোহন ১৪:১৬) প্রেরিত পৌলের দ্বারা করা অনুপ্রাণিত প্রতিজ্ঞার মাধ্যমে আমরা উৎসাহ পেতে পারি। তিনি বলেছিলেন: “ঈশ্বর বিশ্বাস্য; তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা [“প্রলোভন,” বাংলা ইজি-টু-রিড ভারসন] ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার [“প্রলোভনের,” বাংলা ইজি-টু-রিড ভারসন] সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পার।”—১ করিন্থীয় ১০:১৩.
হ্যাঁ, আমাদের পরীক্ষা যে-‘বর্ণের’ অথবা প্রকৃতিরই হোক না কেন, ঈশ্বরের অযাচিত দয়ার এমন “বর্ণ” অথবা অভিব্যক্তি সবসময়ই থাকবে, যা আমাদের পরীক্ষা সহ্য করতে সাহায্য করবে। (যাকোব ১:১৭) তাঁর দাসদের পরীক্ষা অথবা প্রতিদ্বন্দ্বিতাগুলো যতটা বৈচিত্র্যপূর্ণই হোক না কেন, তাদের জন্য জোগানো যিহোবার সময়োপযোগী এবং উপযুক্ত সমর্থন হল, ‘ঈশ্বরের বহুবিধ প্রজ্ঞার’ কেবল একটা প্রমাণ। (ইফিষীয় ৩:১০) আপনি কি এর সঙ্গে একমত নন?
[৩১ পৃষ্ঠার চিত্রগুলো]
যিহোবা আমাদের পরীক্ষাগুলোর সঙ্গে সফলভাবে মোকাবিলা করার জন্য আমাদেরকে সাহায্য করেন