পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
কেন নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) বাইবেলের দ্বিতীয় বিবরণ ৩১:২ পদে বলে যে, ইস্রায়েলের নেতা হিসেবে মোশি ‘আর বাইরে যাওয়ার ও ভিতরে আসার অনুমতি পাবেন না,’ যখন অন্য অনুবাদগুলো ইঙ্গিত করে যে তিনি তা করতে আর সমর্থ ছিলেন না?
যদিও আলোচ্য ইব্রীয় শব্দটিকে দুভাবেই অনুবাদ করা যায়, তবুও বাইবেলের কিছু কিছু ইংরেজি অনুবাদ ইঙ্গিত করে যে, মোশি তার জীবনের শেষের দিকে দুর্বল হয়ে গিয়েছিলেন, নেতৃত্ব দেওয়ার দায়িত্বাদি বহনে শারীরিকভাবে অক্ষম ছিলেন। উদাহরণস্বরূপ, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারসন বাইবেল বলে: “আমার বয়স একশো বিশ বছর হয়ে গেছে। আমার কাজ আর আমি করতে পারছি না।” একইভাবে, পবিত্র বাইবেল বলে: “অদ্য আমার বয়স এক শত বিংশতি বৎসর, আমি আর বাহিরে যাইতে ও ভিতরে আসিতে পারি না।”
কিন্তু, দ্বিতীয় বিবরণ ৩৪:৭ পদ দেখায় যে, যদিও মোশির বয়স হয়ে গিয়েছিল কিন্তু তিনি দুর্বল ছিলেন না। এই পদ বলে: “মরণকালে মোশির বয়স এক শত বিংশতি বৎসর হইয়াছিল; তাঁহার চক্ষু ক্ষীণ হয় নাই, ও তাঁহার তেজের হ্রাস হয় নাই।” সুতরাং, জাতিকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে মোশি শারীরিকভাবে সক্ষম ছিলেন কিন্তু এটা যিহোবার ইচ্ছা ছিল না যে, তিনি তা করে চলেন। এই বিষয়টা, মোশি পরে আরও যা বলেছিলেন, সেটার দ্বারা স্পষ্ট হয়: “সদাপ্রভু আমাকে বলিয়াছেন, তুমি এই যর্দ্দন পার হইবে না।” স্পষ্টতই, যিহোবা মরীবা জলের কাছে যা ঘোষণা করেছিলেন, সেটাই পুনরাবৃত্তি করছিলেন।—গণনাপুস্তক ২০:৯-১২.
মোশি এক দীর্ঘ ও উল্লেখযোগ্য জীবন অতিবাহিত করেছিলেন, যেটাকে তিনটে সময়কালে ভাগ করা যেতে পারে। ৪০ বছর তিনি মিশরে বসবাস করেছিলেন, যেখানে তিনি “মিস্রীয়দের সমস্ত বিদ্যায় শিক্ষিত” হয়েছিলেন এবং “বাক্যে ও কার্য্যে পরাক্রমী” ছিলেন। (প্রেরিত ৭:২০-২২) পরবর্তী ৪০ বছর তিনি মিদিয়নে বসবাস করেছিলেন। সেখানে তিনি আধ্যাত্মিক গুণাবলি গড়ে তুলেছিলেন, যেগুলো যিহোবার লোকেদের নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় ছিল। অবশেষে, ৪০ বছর ধরে মোশি ইস্রায়েলীয়দেরকে পথ দেখিয়েছিলেন ও পরিচালনা দিয়েছিলেন। কিন্তু, এরপর যিহোবা সিদ্ধান্ত নিয়েছিলেন যে, যর্দন নদী পার হয়ে প্রতিজ্ঞাত দেশে নিয়ে যাওয়ার জন্য মোশি নয় কিন্তু যিহোশূয় সেই জাতিকে নেতৃত্ব দেবেন।—দ্বিতীয় বিবরণ ৩১:৩.
তাই, নতুন জগৎ অনুবাদ বাইবেল দ্বিতীয় বিবরণ ৩১:২ পদের সঠিক অর্থটি প্রকাশ করে। মোশি ইস্রায়েলের নেতা হিসেবে আর কাজ করতে পারেননি, তবে তার শারীরিক ক্ষমতার অভাবের কারণে নয় বরং এর কারণ হল যিহোবা তাকে তা করার অনুমতি দেননি।