পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
যে-সর্প হবার সঙ্গে কথা বলেছিল, সেটার কি পা ছিল?
আদিপুস্তক ৩:১৪ পদে যেমন লিপিবদ্ধ রয়েছে, যিহোবা ঈশ্বর সেই সর্পের উদ্দেশে কথা বলেছিলেন, যে-সর্প এদন উদ্যানে হবাকে প্রতারণা করেছিল। ঈশ্বর বলেছিলেন: “তুমি এই কর্ম্ম করিয়াছ, এই জন্য গ্রাম্য ও বন্য পশুগণের মধ্যে তুমি সর্ব্বাপেক্ষা অধিক শাপগ্রস্ত; তুমি বুকে হাঁটিবে, এবং যাবজ্জীবন ধূলি ভোজন করিবে।” বাইবেল সুনির্দিষ্টভাবে এটা জানায় না যে, হবাকে প্রলোভিত করার জন্য যে-প্রাণীকে ব্যবহার করা হয়েছিল, সেই প্রাণীর আগে পা ছিল কিন্তু সেগুলো বিলুপ্ত হয়ে গিয়েছিল। যদিও আদিপুস্তক ৩:১৪ পদের কথাগুলো হয়তো কাউকে কাউকে এইরকমটা চিন্তা করতে পরিচালিত করে কিন্তু আমাদের অবশ্যই এই উপসংহারে আসার দরকার নেই যে, এই অভিশাপ দেওয়ার আগে সর্পের পা ছিল। কেন নয়?
মূলত এই কারণে যে, যিহোবার বিচারের আসল লক্ষ্যবস্তু ছিল শয়তান—সেই অদৃশ্য আত্মা, যে সেই নগণ্য প্রাণীকে অপব্যবহার করেছিল। বাইবেল শয়তানকে “তাহার পিতা [“মিথ্যার পিতা,” বাংলা ইজি-টু-রিড ভারসন]” এবং “সেই পুরাতন সর্প” বলে বর্ণনা করে। স্পষ্টতই এই দুটো অভিব্যক্তিই, ঈশ্বরের আদেশ অমান্য করার জন্য হবাকে প্ররোচিত করতে শয়তানের মুখপাত্র হিসেবে এক দৃশ্যত প্রাণী, একটা সর্প ব্যবহার করাকে নির্দেশ করে।—যোহন ৮:৪৪; প্রকাশিত বাক্য ২০:২.
ঈশ্বর বিভিন্ন সর্প সৃষ্টি করেছিলেন আর স্পষ্টতই শয়তানের প্রতারণামূলক কাজের আগেই আদম এদের নাম দিয়েছিল। বুদ্ধিহীন যে-সর্প হবার সঙ্গে কথা বলেছিল, সেই সর্পকে এর জন্য দায়ী করা যায় না। শয়তান যে স্বীয়স্বার্থে সর্পকে কাজে লাগাচ্ছে, সর্প তা জানত না আর অবাধ্য পক্ষদের বিরুদ্ধে ঈশ্বর যে-বিচার সম্পাদন করেছিলেন, সেটাও এই প্রাণী বুঝতে পারত না।
তা হলে, ঈশ্বর কেন সর্পের শারীরিক হীনতা সম্বন্ধে কথা বলেছিলেন? স্বাভাবিক পরিবেশে একটা সর্পের আচরণ, এর বুকে ভর দিয়ে চলা এবং যেন ধুলো চাটার জন্য এর ঘন ঘন জিভ নাড়ানো, উপযুক্তভাবেই শয়তানের অবমানিত অবস্থাকে চিত্রিত করে। ঈশ্বরের একজন দূত হিসেবে আগে তার এক উচ্চপদ ছিল কিন্তু এখন তাকে নিম্নতর অবস্থায় অপসারিত করা হয়েছে, যেটাকে বাইবেলে ঘোর অন্ধকার বলে উল্লেখ করা হয়েছে।—যিহূদা ৬.
অধিকন্তু, আক্ষরিক সর্প যেমন একজন মানুষের পাদমূলকে আহত করতে পারে, তেমনই শয়তান তার অবমানিত অবস্থায় ঈশ্বরের ‘বংশের’ “পাদমূল চূর্ণ” করবে। (আদিপুস্তক ৩:১৫) যিশু খ্রিস্ট সেই বংশের প্রধান অংশ বলে প্রমাণিত হয়েছিলেন, যিনি শয়তানের প্রতিনিধিদের হাতে ক্ষণিকের জন্য কষ্টভোগ করেছিলেন। কিন্তু অবশেষে, খ্রিস্ট ও তাঁর পুনরুত্থিত অভিষিক্ত খ্রিস্টান সহযোগীদের দ্বারা শয়তানের প্রতীক মস্তক স্থায়ীভাবে চূর্ণ করা হবে। (রোমীয় ১৬:২০) তাই, দৃশ্যত সর্পের প্রতি ঈশ্বরের অভিশাপ উপযুক্তভাবেই অদৃশ্য “আদি সর্প” শয়তান দিয়াবলের অবমানিত অবস্থা ও চূড়ান্ত ধ্বংসকে চিত্রিত করেছিল।