একজন ধনী শাসক এক ভুল বাছাই করেন
একজন ধনী শাসক এক ভুল বাছাই করেন
সেই ধনী যুবক শাসক ছিলেন একজন বিবেকবান, আইনমান্যকারী এবং ধর্মপ্রাণ ব্যক্তি। যিশুর কাছে এসে, তিনি জানু পেতে জিজ্ঞেস করেছিলেন: “হে সদ্গুরু, অনন্ত জীবনের অধিকারী হইবার জন্য আমি কি করিব?”
উত্তরে যিশু ইঙ্গিত করেছিলেন যে, জীবন পেতে হলে সেই ব্যক্তিকে ঈশ্বরের আজ্ঞাগুলো মেনে চলতে হতো। যখন সেই ব্যক্তি আরেকটু নির্দিষ্টভাবে বলতে বলেছিলেন, তখন যিশু বলেছিলেন: “নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, পিতা ও মাতাকে সমাদর করিও, এবং তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিও।” এগুলো ছিল মোশিকে দেওয়া ব্যবস্থার অন্তর্ভুক্ত মৌলিক আজ্ঞা। তারপর সেই ব্যক্তি বলেছিলেন: “আমি এ সকলই পালন করিয়াছি, এখন আমার কি ত্রুটি আছে?”—মথি ১৯:১৬-২০.
যিশু ‘তাহাকে ভাল বাসিয়াছিলেন’ এবং বলেছিলেন: “এক বিষয়ে তোমার ত্রুটি আছে, যাও, তোমার যাহা কিছু আছে, বিক্রয় কর, আর দরিদ্রদিগকে দান কর, তাহাতে স্বর্গে ধন পাইবে; আর আইস, আমার পশ্চাদ্গামী হও।”—মার্ক ১০:১৭-২১.
হঠাৎ করেই সেই যুবক শাসক এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হয়েছিলেন। তিনি কী করবেন? তিনি কি স্বেচ্ছায় তার বস্তুগত ধনসম্পত্তিকে পরিত্যাগ করবেন ও যিশুর একজন অনুসারী হবেন, নাকি তার যা কিছু ছিল, সেগুলোকেই তিনি আঁকড়ে থাকবেন? তিনি কি পৃথিবীতে ধন সঞ্চয়ের চেষ্টা করবেন, নাকি স্বর্গে ধন সঞ্চয়ের চেষ্টা করবেন? এটা তার জন্য নিশ্চয়ই এক কঠিন বাছাই ছিল। স্পষ্টতই তিনি আধ্যাত্মিক মূল্যবোধগুলোর প্রতি আগ্রহী ছিলেন, কারণ তিনি ব্যবস্থা মেনে চলতেন এবং ঈশ্বরের অনুগ্রহ লাভ করার জন্য আরও কী করতে পারেন, সেই বিষয়ে জানতে চেয়েছিলেন। তিনি কী সিদ্ধান্ত নিয়েছিলেন? তিনি ‘দুঃখিত হইয়া চলিয়া গিয়াছিলেন, কারণ তাহার বিস্তর সম্পত্তি ছিল।’—মার্ক ১০:২২.
সেই যুবক শাসক বিজ্ঞ সিদ্ধান্ত নেননি। তিনি যদি যিশুর একজন বিশ্বস্ত অনুসারী হতেন, তা হলে তিনি যা অনুসন্ধান করছিলেন—সেই অনন্তজীবন—লাভ করতে পারতেন। সেই যুবকটির এরপর কী হয়েছিল, তা আমাদেরকে জানানো হয়নি। কিন্তু, আমরা এটা জানি যে, এই ঘটনার
প্রায় চার দশক পরে রোমীয় সৈন্যবাহিনী যিরূশালেম ও যিহূদার অধিকাংশ অঞ্চল ধ্বংস করেছিল। অনেক যিহুদি তাদের ধনসম্পত্তি ও জীবন উভয়ই হারিয়েছিল।সেই যুবক শাসকের বৈসাদৃশ্যে, প্রেরিত পিতর এবং অন্য শিষ্যরা এক উত্তম বাছাই করেছিল। তারা “সমস্তই পরিত্যাগ” করে যিশুর পশ্চাদ্গামী হয়েছিল। তাদের সেই সিদ্ধান্ত তাদেরকে কতই না উপকৃত করেছিল! যিশু তাদের বলেছিলেন যে, তারা যা কিছু পরিত্যাগ করে এসেছিল, তার চেয়ে তারা অনেকগুণ বেশি ফিরে পাবে। অধিকন্তু, তারা অনন্তজীবনের অধিকারী হবে। তাদের সিদ্ধান্ত এমন ছিল, যেজন্য পরে তাদেরকে আপশোস করতে হয়নি।—মথি ১৯:২৭-২৯.
আমরা সকলেই জীবনে ছোট বা বড় বিভিন্ন সিদ্ধান্তের মুখোমুখি হয়ে থাকি। এই ধরনের সিদ্ধান্তের সম্বন্ধে যিশু কী পরামর্শ দিয়েছিলেন? আপনি কি তাঁর পরামর্শকে গ্রহণ করবেন? তা গ্রহণ করা বেছে নেওয়ার দ্বারা, আপনি প্রচুররূপে পুরস্কৃত হবেন। এখন আসুন আমরা বিবেচনা করে দেখি যে, কীভাবে আমরা যিশুকে অনুসরণ করতে পারি এবং তিনি যা বলেছিলেন, তা থেকে উপকৃত হতে পারি।