“মেষশাবকের সঙ্গে বিজয়ে” আনন্দ করা
“মেষশাবকের সঙ্গে বিজয়ে” আনন্দ করা
উনিশশো একাত্তর সালে তার লেখা একটা চিঠিতে, ক্যারি ডব্লু বারবার সত্য ঈশ্বরের প্রতি তার জীবনের প্রথম ৫০ বছরের সেবা সম্বন্ধে চিন্তা করে এভাবে লিখেছিলেন: “যিহোবার সেবায় এই বছরগুলো অসাধারণ কেটেছে। তাঁর লোকেদের সঙ্গে মেলামেশা করা; শয়তানের জগতের মন্দ লোকেদের হাত থেকে সুরক্ষা; মেষশাবক যিশু খ্রিস্টের সঙ্গে বিজয়ের প্রত্যাশা; আর যিহোবার প্রেমের প্রমাণ একত্রে সেই শান্তি ও গভীর পরিতৃপ্তি নিয়ে আসে, যা হৃদয়কে রক্ষা করে এবং চূড়ান্ত বিজয়ের নিশ্চিত আশা প্রদান করে।”
ছয় বছর পর ভাই বারবার, যিনি একজন আত্মায় অভিষিক্ত খ্রিস্টান, তিনি যিহোবার সাক্ষিদের পরিচালক গোষ্ঠীর একজন সদস্য হিসেবে সেবা করতে শুরু করেছিলেন। পরবর্তী ৩০ বছর ধরে সেই দায়িত্বে থাকাকালীন, তিনি ‘মেষশাবকের সঙ্গে বিজয়ের’ অপেক্ষা করে চলেছিলেন। ২০০৭ সালের ৮ই এপ্রিল রবিবার, ১০১ বছর বয়সে মৃত্যুর আগে পর্যন্ত নিজেকে বিশ্বস্ত প্রমাণ করার মাধ্যমে তিনি তা অর্জন করেছিলেন।—১ করিন্থীয় ১৫:৫৭.
ক্যারি বারবার ১৯০৫ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন এবং ১৯২১ সালে কানাডার উইনিপেগে বাপ্তিস্ম নিয়েছিলেন। এর দুবছর পর তিনি আর তার যমজ ভাই নরম্যান একটা নতুন প্রকল্পে সাহায্য করার জন্য নিউ ইয়র্কের ব্রুকলিনে চলে আসেন। সেই সময়ে, যিহোবার লোকেরা “সমুদয় জগতে” রাজ্যের সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য তাদের নিজেদের বইপত্র ছাপানো শুরু করতে যাচ্ছিল। (মথি ২৪:১৪) ভাই বারবারের প্রথমদিকের কার্যভারগুলোর মধ্যে একটা কার্যভার ছিল, ছোট একটা ছাপাখানা চালানো। ছাপানো বিষয়বস্তুর মধ্যে আইনগত বিষয়ে মোকদ্দমার সংক্ষিপ্ত বিবরণী ছিল, যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ভাই বারবার সার্ভিস ডিপার্টমেন্টে কাজ করেছিলেন, সারা দেশের মণ্ডলীর বিভিন্ন বিষয় এবং প্রচার কাজের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করেছিলেন।
সেই বিষয়ে অভিজ্ঞতা থাকায়, ১৯৪৮ সালে ভাই বারবারকে যখন একজন ভ্রমণ অধ্যক্ষ হিসেবে কার্যভার দেওয়া হয়েছিল, তখন তিনি সেই কাজের জন্য পুরোপুরি যোগ্য ছিলেন আর তিনি যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের সমস্ত জায়গার সম্মেলন এবং মণ্ডলীগুলো পরিদর্শন করেছিলেন। তিনি বলেছিলেন যে, বিশেষ করে তিনি বাইরে জনসাধারণ্যে প্রচার কাজ উপভোগ করতেন। এই কার্যভার অনেক ভাইবোনকে ভাই বারবারের সংস্পর্শে নিয়ে এসেছিল। পরে তিনি যখন ওয়াচটাওয়ার বাইবেল স্কুল অভ্ গিলিয়েড এর ২৬তম ক্লাসে যোগ দিয়েছিলেন, তখন তার মেধা এবং প্রচার কাজের জন্য উদ্যোগ খুবই কার্যকারী বলে প্রমাণিত হয়েছিল। সেই স্কুল চলাকালীন, তিনি কানাডা থেকে আসা সিডনি লি ব্রুয়ার নামে একজন সহছাত্রীর সঙ্গে পরিচিত হয়েছিলেন। গ্র্যাজুয়েশনের পরে তারা বিয়ে করেছিল এবং ইলিনোয়ার শিকাগো এলাকার মণ্ডলীগুলোতে সেবা করার জন্য কাছাকাছিই মধুচন্দ্রিমা যাপন করেছিল। দুই দশক ধরে একসঙ্গে তাদের ভ্রমণ পরিচর্যা করার সময়ে বোন বারবার তার স্বামীর জন্য একজন মূল্যবান সঙ্গী এবং সমর্থনের এক ক্রমাগত উৎস হিসেবে প্রমাণিত হয়েছিলেন।
ভাই বারবার কয়েক দশক ধরে জেলা ও সীমা অধ্যক্ষ হিসেবে কাজ করার সময়ে কিংবা পরিচালক গোষ্ঠীর একজন সদস্য হিসেবে ৩০ বছর ধরে কাজ ও ভ্রমণ করার সময়, তার সঙ্গে যাদের পরিচিত হওয়ার আর তাকে জানার সুযোগ হয়েছিল, তারা তার বক্তৃতা এবং প্রাণবন্ত মন্তব্যগুলো দীর্ঘসময় ধরে মনে রাখবে। প্রকৃতপক্ষেই, “মেষশাবকের সঙ্গে” তার “বিজয়ে” আনন্দ করার জন্য আমাদের যথার্থ কারণ রয়েছে।