প্রহরীদুর্গ (অধ্যয়ন সংস্করণ) মে ২০১৫

এই সংখ্যায় ২০১৫ সালের জুন মাসের ২৯ তারিখ থেকে জুলাই মাসের ২৬ তারিখের জন্য অধ্যয়ন প্রবন্ধ রয়েছে।

জীবনকাহিনি

প্রথম প্রেম স্মরণে রাখা আমাকে ধৈর্য ধরতে সাহায্য করেছে

যিহোবার সাক্ষিদের পরিচালকগোষ্ঠীর একজন সদস্য, অ্যান্থনি মরিস ৩য়-র জীবনকাহিনি পড়ুন।

জেগে থাকুন—শয়তান আপনাকে গ্রাস করতে চায়!

শয়তানের চরিত্রের তিনটে দিকের কারণে সে খুবই বিপদজনক এক শত্রু হয়ে উঠেছে।

আপনি শয়তানের বিরুদ্ধে লড়াই করে জয়ী হতে পারেন!

কীভাবে আপনি শয়তানের বিভিন্ন ফাঁদ অর্থাৎ অহংকার, বস্তুবাদিতা ও যৌন অনৈতিকতা এড়িয়ে চলতে পারেন?

তারা প্রতিজ্ঞাত বিষয়গুলো ‘দেখিতে পাইয়াছিলেন’

প্রাচীন কালের বিশ্বস্ত নারী-পুরুষরা ভবিষ্যৎ আশীর্বাদ নিয়ে কল্পনা করার ক্ষেত্রে চমৎকার উদাহরণ স্থাপন করেছিলেন।

যিনি অনন্তজীবনের প্রতিজ্ঞা করেন, তাঁকে অনুকরণ করুন

আমরা ব্যক্তিগতভাবে যে-ধরনের পরিস্থিতিতে পড়িনি, সেই ধরনের পরিস্থিতি বোঝা কি আমাদের পক্ষে সত্যিই সম্ভব?

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

যিহিষ্কেল বইয়ে উল্লেখিত মাগোগ দেশীয় গোগ কে?

আমাদের আর্কাইভ থেকে

তিনি দেখতে পান, ক্যান্টিনটা প্রেমের দ্বারা চলছে

আপনি যদি ১৯৯০-এর দশকে অথবা সেই সময়ের পরে যিহোবার সাক্ষিদের সম্মেলনে যোগ দিয়ে থাকেন, তাহলে আপনি হয়তো আমাদের এমন একটা ব্যবস্থা সম্বন্ধে জেনে অবাক হবেন, যা আমরা দশকের পর দশক ধরে ব্যবহার করেছি।