বাইবেলের প্রশ্নের উত্তর
বাইবেলের প্রশ্নের উত্তর
ঈশ্বরের নাম কী?
আমাদের পরিবারের সকলের ব্যক্তিগত নাম আছে। এমনকী, পোষা জীবজন্তুদেরও নাম আছে! তাই ঈশ্বরের একটা নাম থাকাও কি যুক্তিযুক্ত নয়? বাইবেলে ঈশ্বরের অনেক উপাধি রয়েছে যেমন, সর্বশক্তিমান ঈশ্বর, সার্বভৌম প্রভু এবং সৃষ্টিকর্তা কিন্তু তাঁর একটা ব্যক্তিগত নামও রয়েছে।—পড়ুন, যাত্রাপুস্তক ৬:৩.
কয়েকটি বাইবেল অনুবাদ যাত্রাপুস্তক ৩:১৫ পদে ঈশ্বরের ব্যক্তিগত নাম ব্যবহার করে। উদাহরণস্বরূপ, বাইবেল সোসাইটি অভ্ ইন্ডিয়া-র পবিত্র বাইবেল-এ পদটি এভাবে দেওয়া রয়েছে: “যিহোবা [সদাপ্রভু], তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, ইস্হাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর তোমাদের নিকটে আমাকে পাঠাইয়াছেন; আমার এই নাম অনন্তকালস্থায়ী, এবং এতদ্দ্বারা আমি পুরুষে পুরুষে স্মরণীয়।”
কেন আমাদের ঈশ্বরের নাম ব্যবহার করা উচিত?
ঈশ্বর চান যেন আমরা তাঁর ব্যক্তিগত নাম ব্যবহার করি। আমরা যাদের ভালোবাসি, যেমন আমাদের ঘনিষ্ঠ বন্ধু, তাদের সঙ্গে কথা বলার সময় আমরা তাদের ব্যক্তিগত নাম ব্যবহার করি। ঈশ্বরের সঙ্গে কথা বলার ক্ষেত্রে কি তা আলাদা? এ ছাড়া, যিশু খ্রিস্ট ঈশ্বরের নাম ব্যবহার করার বিষয়ে উৎসাহ দিয়েছিলেন।—পড়ুন, মথি ৬:৯; যোহন ১৭:২৬.
কিন্তু, ঈশ্বরের বন্ধু হওয়ার জন্য আমাদেরকে শুধু তাঁর নাম জানার চেয়েও আরও বেশি কিছু জানতে হবে। উদাহরণস্বরূপ, ঈশ্বর কেমন? ঈশ্বরের নিকটবর্তী হওয়া কি সত্যিই সম্ভব? বাইবেলে আপনি এই প্রশ্নগুলোর উত্তর পেতে পারেন। (w১৩-E ০১/০১)
আরও তথ্যের জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত এই বইয়ের ১ অধ্যায় দেখুন
[১৬ পৃষ্ঠার চিত্র]
আমরা যাদের ভালোবাসি, যেমন আমাদের ঘনিষ্ঠ বন্ধু, তাদের সঙ্গে কথা বলার সময় আমরা তাদের ব্যক্তিগত নাম ব্যবহার করি