সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাইবেলের প্রশ্নের উত্তর

বাইবেলের প্রশ্নের উত্তর

মৃত ব্যক্তিদের জন্য কি কোনো আশা রয়েছে?

মৃত্যু হচ্ছে ঘুমের মতো। কারণ মৃত ব্যক্তিরা ঘুমন্ত ব্যক্তিদের মতো অচেতন অবস্থায় রয়েছে এবং তারা কোনো কিছুই করতে পারে না। কিন্তু, জীবনের সৃষ্টিকর্তা মৃত ব্যক্তিদেরকে পুনরুত্থানের মাধ্যমে আবার জীবন ফিরিয়ে দিতে পারেন। ঈশ্বর এই বিষয়টা প্রমাণ করার জন্য যিশুকে বেশ কয়েক জন মৃত ব্যক্তির জীবন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা দিয়েছিলেন।—পড়ুন, উপদেশক ৯:৫; যোহন ১১:১১, ৪৩, ৪৪.

ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, যে-সমস্ত মৃত ব্যক্তি তাঁর স্মরণে রয়েছে, তাদেরকে তিনি এক ধার্মিক নতুন জগতে পুনরুত্থিত করবেন। ঈশ্বর তাদের জীবনে ফিরিয়ে আনার আগে পর্যন্ত তাদেরকে মৃত অবস্থাতেই থাকতে হবে। সর্বশক্তিমান ঈশ্বর মৃত ব্যক্তিদের জীবনে ফিরিয়ে আনার জন্য তার ক্ষমতা ব্যবহার করতে অনেক আগ্রহী।—পড়ুন, যিশাইয় ২৫:৮.

পুনরুত্থান কেমন হবে?

ঈশ্বর যখন লোকেদের পুনরুত্থিত করবেন, তখন তারা নিজেদের, তাদের বন্ধুদের এবং পরিবারের সদস্যদের চিনতে পারবে। যদিও মৃত্যুতে একজন ব্যক্তির দেহ নষ্ট হয়ে যায়, তবে ঈশ্বর সেই একই ব্যক্তিকে নতুন দেহ দিয়ে পুনরুত্থিত করতে পারেন।—পড়ুন, ১ করিন্থীয় ১৫:৩৫, ৩৮.

অল্প কিছু ব্যক্তি স্বর্গে পুনরুত্থিত হয়। (প্রকাশিত বাক্য ২০:৬) তবে, অধিকাংশ ব্যক্তি সেই পরমদেশ পৃথিবীতে জীবন ফিরে পাবে, যা ঈশ্বর পুনরায় নিয়ে আসবেন। এর ফলে, অনন্তকাল বেঁচে থাকার সুযোগ-সহ সব কিছু নতুনভাবে শুরু হবে।—পড়ুন, গীতসংহিতা ৩৭:২৯; প্রেরিত ২৪:১৫. (w13-E 10/01)