সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাইবেলের প্রশ্নের উত্তর

বাইবেলের প্রশ্নের উত্তর

কেন আমাদের প্রার্থনা করা উচিত?

যিহোবা ঈশ্বর চান, যেন আমরা নির্দ্বিধায় আমাদের উদ্‌বেগগুলো নিয়ে নিয়মিতভাবে তাঁর সঙ্গে কথা বলি। (লূক ১৮:১-৭) তিনি আমাদের কথা শোনেন কারণ তিনি আমাদের প্রতি আগ্রহী। যেহেতু আমাদের স্বর্গীয় পিতা আমাদেরকে প্রার্থনা করার জন্য সদয়ভাবে আমন্ত্রণ জানান, তাই আমাদের কি তাঁর এই আমন্ত্রণ গ্রহণ করা উচিত নয়?—পড়ুন, ফিলিপীয় ৪:৬.

প্রার্থনা শুধুমাত্র সাহায্য চাওয়ার এক উপায় নয়। এর পরিবর্তে, প্রার্থনা আমাদেরকে ঈশ্বরের নিকটবর্তী হতে সাহায্য করে। (গীতসংহিতা ৮:৩, ৪) আমরা যখন নিয়মিতভাবে ঈশ্বরের কাছে আমাদের অনুভূতি প্রকাশ করি, তখন আমরা তাঁর সঙ্গে এক নিকট সম্পর্ক গড়ে তুলি।—পড়ুন, যাকোব ৪:৮.

কীভাবে আমাদের প্রার্থনা করা উচিত?

আমরা যখন প্রার্থনা করি, তখন ঈশ্বর চান না যে, আমরা অতি উচ্চমানের শব্দ ব্যবহার করি অথবা মুখস্থ করা প্রার্থনা পুনরাবৃত্তি করি। এ ছাড়া, আমাদের বিশেষ কোনো অঙ্গভঙ্গিও করার প্রয়োজন নেই। ঈশ্বর আমাদেরকে হৃদয় থেকে প্রার্থনা করতে আমন্ত্রণ জানান। (মথি ৬:৭) উদাহরণ স্বরূপ, প্রাচীন ইস্রায়েলে হান্না এমন এক পারিবারিক সমস্যার বিষয়ে প্রার্থনা করেছিলেন, যা তাকে কষ্ট দিচ্ছিল। পরে, তার দুঃখ যখন আনন্দে পরিণত হয়েছিল, তখন তিনি আন্তরিক প্রার্থনায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলেন।—পড়ুন, ১ শমূয়েল ১:১০, ১২, ১৩, ২৬, ২৭; ২:১.

কতই-না অপূর্ব এক সুযোগ আমাদের রয়েছে! আমরা আমাদের উদ্‌বেগগুলো সম্বন্ধে আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারি। এ ছাড়া, আমরা তাঁর প্রশংসা করতে পারি এবং তিনি আমাদের প্রতি যা-কিছু করেছেন, সেগুলোর জন্য তাঁকে ধন্যবাদ দিতে পারি। আমাদের কখনোই এই বিশেষ সুযোগকে অবহেলা করা উচিত নয়।—পড়ুন, গীতসংহিতা ১৪৫:১৪-১৬. (w১৪-E ০৭/০১)