ঈশ্বরের বন্ধুরা পরমদেশে বেঁচে থাকবেন
পাঠ ৫
ঈশ্বরের বন্ধুরা পরমদেশে বেঁচে থাকবেন
আজকে আমরা যেরকম পরিবেশে আছি, পরমদেশে সেরকম থাকবে না। ঈশ্বর কখনোই চাননি যে পৃথিবীতে সমস্যা ও দুঃখকষ্ট থাকুক। ভবিষ্যতে ঈশ্বর এই পৃথিবীকে পরমদেশ বানাবেন। পরমদেশ কীরকম হবে? আসুন আমরা দেখি যে এই বিষয়ে বাইবেল কী বলে:
ভাল লোকেরা থাকবেন। পরমদেশে ঈশ্বরের বন্ধুরা থাকবেন। তারা একে অন্যের ভালর জন্য কাজ করবেন। তারা ঈশ্বরের ধর্মপথে চলবেন এবং সেই মতো জীবনযাপন করবেন।—হিতোপদেশ ২:২১.
প্রচুর খাবার থাকবে। পরমদেশে কেউ না খেয়ে থাকবে না। কারণ বাইবেল বলে: “দেশমধ্যে [“পৃথিবীতে,” NW] . . . প্রচুর শস্য [অথবা খাবার] হইবে।”—গীতসংহিতা ৭২:১৬.
সুন্দর বাড়ি থাকবে ও কাজ করে আনন্দ পাওয়া যাবে। পরমদেশ পৃথিবীতে প্রত্যেক পরিবারের নিজের নিজের বাড়ি থাকবে। প্রত্যেকে কাজ করে সত্যিকারের আনন্দ পাবে।—যিশাইয় ৬৫:২১-২৩.
সারা পৃথিবীতে শান্তি থাকবে। লোকেরা আর লড়াই করবে না ও যুদ্ধে মারাও যাবে না। ঈশ্বরের বাক্য বলে: “[ঈশ্বর] . . . যুদ্ধ নিবৃত্ত করেন।”—সকলের স্বাস্থ্য ভাল থাকবে। বাইবেল প্রতিজ্ঞা করে: “নগরবাসী [পরমদেশের] কেহ বলিবে না, আমি পীড়িত।” (যিশাইয় ৩৩:২৪) সেখানে কেউ খোঁড়া, অন্ধ, বধির বা বোবা থাকবে না।—যিশাইয় ৩৫:৫, ৬.
দুঃখকষ্ট ও মৃত্যু থাকবে না। ঈশ্বরের বাক্য বলে: “মৃত্যু আর হইবে না; শোক বা আর্ত্তনাদ বা ব্যথাও আর হইবে না; কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল।”—প্রকাশিত বাক্য ২১:৪.
দুষ্ট লোকেরা আর থাকবে না। যিহোবা প্রতিজ্ঞা করেন: “দুষ্টগণ দেশ [“পৃথিবী,” NW] হইতে উচ্ছিন্ন হইবে, বিশ্বাসঘাতকেরা তথা হইতে উন্মূলিত হইবে।”—হিতোপদেশ ২:২২.
লোকেরা একে অন্যকে ভালবাসবে ও সম্মান করবে। পরমদেশে অন্যায়, অত্যাচার, লোভ ও ঘৃণা থাকবে না। সমস্ত লোকেরা সেখানে মিলেমিশে থাকবে এবং ঈশ্বরের ধর্মপথে চলবে ও সেই মতো জীবনযাপন করবে।—যিশাইয় ২৬:৯.