চিরদিনের জন্য ঈশ্বরের বন্ধু হোন!
পাঠ ১৮
চিরদিনের জন্য ঈশ্বরের বন্ধু হোন!
কারও বন্ধু হওয়ার জন্য ও সেই বন্ধুত্বকে টিকিয়ে রাখার জন্য চেষ্টার দরকার। ঈশ্বরের বন্ধু হওয়ার ও সেই বন্ধুত্বকে টিকিয়ে রাখার জন্য আপনার চেষ্টাকে ঈশ্বর অনেক আশীর্বাদ করবেন। যারা যীশুকে বিশ্বাস করেছিলেন তাদেরকে তিনি বলেছিলেন: “সত্য তোমাদিগকে স্বাধীন করিবে।” (যোহন ৮:৩২) এর মানে কী?
আপনি এখনই স্বাধীন হতে পারেন। শয়তান যে মিথ্যা শিক্ষা ছড়িয়েছে তার থেকে আপনি স্বাধীন হতে পারেন। যিহোবাকে জানে না বলে আজকে লাখ লাখ লোক হতাশায় ভুগছে, আপনি সেই হতাশা থেকে স্বাধীন হতে পারেন। (রোমীয় ৮:২২) ঈশ্বরের বন্ধুরা এমনকি ‘মৃত্যুর ভয়’ থেকেও স্বাধীন।—ইব্রীয় ২:১৪, ১৫.
আপনি ঈশ্বরের নতুন জগতে স্বাধীনতা উপভোগ করতে পারবেন। ভবিষ্যতে আপনি কত চমৎকার স্বাধীনতা উপভোগ করবেন! পরমদেশ পৃথিবীতে যুদ্ধ, রোগ ও অপরাধ থাকবে না। দরিদ্রতা ও খাবারের অভাবও থাকবে না। কেউ বুড়ো হবে না বা মারাও যাবে না। ভয়, অত্যাচার ও অবিচার থাকবে না। ঈশ্বরের সম্বন্ধে বাইবেল বলে: “তুমিই আপন হস্ত মুক্ত করিয়া থাক, সমুদয় প্রাণীর বাঞ্ছা পূর্ণ করিয়া থাক।”—গীতসংহিতা ১৪৫:১৬.
রোমীয় ৬:২৩) অনন্ত জীবন আপনার জন্য কী নিয়ে আসবে তা একবার কল্পনা করুন!
ঈশ্বরের বন্ধুরা অনন্তকাল বেঁচে থাকবেন। অনন্ত জীবন হল এক দামি উপহার আর যারা ঈশ্বরের বন্ধু হতে চান তাদেরকে ঈশ্বর এই উপহারই দেবেন। (আপনি অনেক কিছু করার সময় পাবেন। সেই সময় আপনি হয়তো কোন বাদ্যযন্ত্র বাজানো শিখতে চাইবেন। আপনি হয়তো ছবি আঁকতে বা কাঠের কাজ শিখতে চাইবেন। আপনি হয়তো পশুপাখি বা গাছপালা সম্বন্ধে জানতে চাইবেন। কিংবা আপনি হয়তো নতুন নতুন দেশে গিয়ে সেখানকার লোকেদের দেখতে চাইবেন। অনন্তকাল বেঁচে থাকবেন বলেই আপনি এই সমস্ত কাজ করতে পারবেন!
আপনি অনেকের সঙ্গে বন্ধুত্ব করতে পারবেন। অনন্তকাল বেঁচে থাকায় আপনি ঈশ্বরের আরও অনেক বন্ধুদের জানতে পারবেন। আপনি তাদের প্রতিভা ও ভাল ভাল গুণ সম্বন্ধে জানতে পারবেন আর তারাও আপনার বন্ধু হবেন। আপনি তাদের ভালবাসবেন আর তারাও আপনাকে ভালবাসবে। (১ করিন্থীয় ১৩:৮) অনন্তকাল বেঁচে থাকায় আপনি পৃথিবীর প্রত্যেকের সঙ্গে বন্ধুত্ব করতে পারবেন! আর সবচেয়ে বড় কথা হল যে যিহোবার সঙ্গে আপনার বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে আরও মজবুত হবে। আপনি চিরদিনের জন্য ঈশ্বরের বন্ধু হোন!