জাদু ও তন্ত্রমন্ত্র করা খারাপ
পাঠ ১৩
জাদু ও তন্ত্রমন্ত্র করা খারাপ
শয়তান চায় যে আপনি জাদুবিদ্যা অভ্যাস করুন। অনেক লোকেরা তাদের মৃত আত্মীয়স্বজন বা আত্মাদের উদ্দেশে বিভিন্ন জিনিস উৎসর্গ করে যাতে তারা তাদের কোন ক্ষতি না করে। তারা এগুলো করে কারণ তারা আত্মিক জগতের শক্তিকে ভয় পায়। তারা জাদু করা আংটি বা তাবিজ পরে। এছাড়াও তারা জাদু করা “ওষুধ” খায় বা তা তাদের শরীরে মাখে। কিছু লোকেরা তাদের বাড়িতে বা উঠানে তাবিজকবচ লুকিয়ে রাখে আর মনে করে যে এগুলো তাদেরকে ভূতপ্রেতের হাত থেকে রক্ষা করবে। অন্যেরা জাদু করা “ওষুধ” ব্যবহার করে কারণ তারা মনে করে যে এটা তাদেরকে ব্যবসায় উন্নতি করতে, স্কুলের পরীক্ষায় পাশ করতে বা প্রেমে সফল হতে সাহায্য করবে।
যিহোবার বন্ধু হওয়াই হল শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে ভাল উপায়। যিহোবা ঈশ্বর ও তাঁর দূতেরা শয়তান ও তার দূতেদের চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী। (যাকোব ২:১৯; প্রকাশিত বাক্য ১২:৯) যিহোবা তাঁর বন্ধুদের অর্থাৎ যারা তাঁর প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত থাকেন তাদের মঙ্গলের জন্য তাঁর শক্তি দেখাতে চান।—২ বংশাবলি ১৬:৯.
ঈশ্বরের বাক্য বলে: “তোমরা . . . গণকের [জাদু] বিদ্যা ব্যবহার করিও না।” যিহোবা জাদু ও তন্ত্রমন্ত্র করাকে ঘৃণা করেন কারণ এই অভ্যাসগুলো একজনকে শয়তান দিয়াবলের দলে নিয়ে যায়।—লেবীয় পুস্তক ১৯:২৬.