পরমদেশ কাছেই!
পাঠ ৬
পরমদেশ কাছেই!
আজকে পৃথিবীতে যে খারাপ কাজগুলো হচ্ছে, তা বলে দেয় যে পরমদেশ কাছেই। বাইবেল অনেক আগেই জানিয়েছিল যে পরমদেশ আসার ঠিক আগে পৃথিবীতে অনেক সমস্যা দেখা দেবে। আমরা এখন সেই সময়েই আছি! এখানে কিছু বিষয়ের কথা বলা হল, যা হবে বলে বাইবেল আগেই বলেছিল:
বড় বড় যুদ্ধ। “জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে।” (মথি ২৪:৭) এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়েছে। কারণ ১৯১৪ সাল থেকে আজ পর্যন্ত দুটো বিশ্বযুদ্ধ এবং আরও অনেক ছোট ছোট যুদ্ধ হয়েছে। আর এই যুদ্ধগুলোতে লাখ লাখ মানুষ মারা গেছে।
মহামারী। “স্থানে স্থানে . . . মহামারী হইবে।” (লূক ২১:১১) আজকে কি আমরা তা দেখতে পাই? অবশ্যই। ক্যানসার, হৃদ্রোগ, যক্ষ্মা, ম্যালেরিয়া, এইডস ও আরও অন্যান্য রোগ লাখ লাখ লোকের জীবন কেড়ে নিয়েছে।
খাদ্যের অভাব। সারা পৃথিবীতে এমন অনেক লোকেরা আছে যারা ঠিকমতো দুবেলা খেতে পায় না। প্রতি বছর লাখ লাখ লোক না খেতে পেয়ে মারা যায়। এটাও একটা চিহ্ন, যা বলে দেয় যে পরমদেশ একেবারে কাছে। কারণ বাইবেল বলে: “দুর্ভিক্ষ হইবে।”—মার্ক ১৩:৮.
মথি ২৪:৭) আজকে এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়েছে। কারণ ১৯১৪ সাল থেকে আজ পর্যন্ত দশ লাখেরও বেশি লোক ভূমিকম্পে মারা গিয়েছে।
ভূমিকম্প। “স্থানে স্থানে . . . ভূমিকম্প হইবে।” (খারাপ লোক। লোকেরা “অর্থপ্রিয়” ও “আত্মপ্রিয়” হবে। তারা “ঈশ্বরপ্রিয় নয়, বরং বিলাসপ্রিয়” হবে। ছেলেমেয়েরা “পিতামাতার অবাধ্য” হবে। (২ তীমথিয় ৩:১-৫) আপনি কি বলবেন না যে আজকে পৃথিবীতে এইরকম লোকের অভাব নেই? তারা ঈশ্বরকে সম্মান তো করেই না, উলটো যারা ঈশ্বরকে জানতে চায় তাদেরকে বাধা দেয়।
অপরাধ। “অধর্ম্মের বৃদ্ধি” হবে। (মথি ২৪:১২) আপনিও নিশ্চয়ই বলবেন যে আগের চেয়ে এখন অপরাধ অনেক বেড়ে গেছে। সব জায়গাতেই ছিনতাই হওয়ার, ঠকার ও বিপদে পড়ার ভয় রয়েছে।
এই সমস্ত কিছু বলে দেয় যে ঈশ্বরের রাজ্য কাছেই। বাইবেল বলে: ‘তোমরা যখন এই সকল ঘটিতেছে দেখিবে, তখন জানিবে, ঈশ্বরের রাজ্য সন্নিকট।’ (লূক ২১:৩১) কিন্তু, ঈশ্বরের রাজ্য কী? এটা হল ঈশ্বরের স্বর্গীয় সরকার, যা এই পৃথিবীকে পরমদেশ বানাবে। ঈশ্বরের রাজ্য মানুষের সরকারগুলোকে ধ্বংস করে দেবে।—দানিয়েল ২:৪৪.