প্রাচীনকালের ঘটনা থেকে সাবধানবাণী
পাঠ ৭
প্রাচীনকালের ঘটনা থেকে সাবধানবাণী
যিহোবা কখনোই খারাপ লোকেদেরকে পরমদেশ নষ্ট করতে দেবেন না। শুধু তাঁর বন্ধুরা সেখানে থাকার সুযোগ পাবেন। তাহলে খারাপ লোকেদের কী হবে? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য নোহের ঘটনাটা দেখুন। হাজার হাজার বছর আগের কথা। পৃথিবীতে নোহ নামের এক ভাল লোক ছিলেন। তিনি সবসময় যিহোবার ইচ্ছা মেনে চলতেন। কিন্তু সেই সময় অন্য লোকেরা যিহোবার ইচ্ছা মেনে না চলে খারাপ কাজ করত। তাই যিহোবা নোহকে বলেছিলেন যে তিনি জলপ্লাবন এনে ওই খারাপ লোকেদের ধ্বংস করে দেবেন। কিন্তু তিনি নোহকে একটা জাহাজ বানাতে বলেছিলেন যাতে জলপ্লাবনের সময় সেটাতে উঠে তিনি ও তার পরিবারের লোকেরা রক্ষা পান।—আদিপুস্তক ৬:৯-১৮.
নোহ ও তার পরিবারের লোকেরা জাহাজ বানিয়েছিলেন। নোহ লোকেদের সাবধান করে বলেছিলেন যে শীঘ্রিই সারা পৃথিবীতে জলপ্লাবন হবে কিন্তু লোকেরা তার কথায় কান দেয়নি। তারা তাদের মতো খারাপ কাজ করেই চলেছিল। এদিকে নোহ জাহাজ বানানো শেষ করে পশুপাখিদের জাহাজে তুলেছিলেন এবং শেষে তিনি ও তার পরিবারের লোকেরাও জাহাজে উঠেছিলেন। এরপর যিহোবা এক প্রচণ্ড ঝড় নিয়ে আসেন এবং ৪০ দিন ও ৪০ রাত ধরে বৃষ্টি হয়। আর এর ফলে সারা পৃথিবীতে বন্যা হয়।—আদিপুস্তক ৭:৭-১২.
আদিপুস্তক ৭:২২, ২৩) বাইবেল বলে যে যিহোবা আরও একবার খারাপ লোকেদের ধ্বংস করে দেবেন। কিন্তু ভাল লোকেদের তিনি রক্ষা করবেন। তারা পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকবেন।—২ পিতর ২:৫, ৬, ৯.
খারাপ লোকেরা মারা যায় কিন্তু নোহ ও তার পরিবারের লোকেরা বেঁচে থাকেন। যিহোবা তাদেরকে জলপ্লাবন থেকে রক্ষা করেছিলেন এবং এক পরিচ্ছন্ন পৃথিবীতে নিয়ে এসেছিলেন, যেখানে খারাপ লোকেরা ছিল না। (আজকে অনেক লোকেরা খারাপ কাজ করে। আর এইজন্যই সারা পৃথিবীতে এত সমস্যা রয়েছে। এই লোকেদের সাবধান করার জন্য যিহোবা বার বার তাঁর সাক্ষিদেরকে পাঠান কিন্তু বেশির ভাগ লোকেরাই যিহোবার কথা শুনতে চায় না। তারা তাদের খারাপ কাজ ছাড়তে চায় না। কোন্টা ভাল আর কোন্টা খারাপ এই বিষয়ে ঈশ্বর যা বলেন, তা তারা মেনে নেয় না। এই লোকেদের অবস্থা কী হবে? তারা কি কখনও খারাপ কাজ করা ছেড়ে দেবে? অনেকেই ছাড়বে না। খুব শীঘ্রিই খারাপ লোকেদের চিরদিনের জন্য ধ্বংস করা হবে।—গীতসংহিতা ৯২:৭.
পৃথিবীকে ধ্বংস করা হবে না বরং এটাকে পরমদেশ বানানো হবে। যারা ঈশ্বরের বন্ধু হবেন তারা পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকবেন।—গীতসংহিতা ৩৭:২৯.