বিভাগ ৩
“চিত্তে বিজ্ঞ”
প্রকৃত প্রজ্ঞা হল, সবচেয়ে মূল্যবান ধনগুলোর মধ্যে একটা, যা আপনি খুঁজতে পারেন। একা যিহোবাই এর উৎস। এই বিভাগে আমরা যিহোবা ঈশ্বরের অসীম প্রজ্ঞা আরও গভীরভাবে দেখব, যাঁর সম্বন্ধে বিশ্বস্ত ব্যক্তি ইয়োব বলেছিলেন: “তিনি চিত্তে জ্ঞানবান [“বিজ্ঞ,” Nw]।” —ইয়োব ৯:৪.
এই বিভাগে
অধ্যায় ১৭
“আহা! ঈশ্বরের . . . প্রজ্ঞা . . . কেমন অগাধ!”
কেন ঈশ্বরের প্রজ্ঞা তাঁর নিজের জ্ঞান, বোধগম্যতা এবং বিচক্ষণতার চেয়েও ঊর্ধ্বে
অধ্যায় ১৮
‘ঈশ্বরের বাক্যে’ প্রজ্ঞা
কেন ঈশ্বর বাইবেল লেখার জন্য দূতেদের ব্যবহার না করে কিংবা নিজে না লিখে মানব লেখকদের ব্যবহার করেছেন?
অধ্যায় ১৯
‘নিগূঢ়তত্ত্বরূপে ঈশ্বরের প্রজ্ঞা’
সেই নিগূঢ়তত্ত্ব কী, যা ঈশ্বর গোপন রেখেছিলেন কিন্তু এখন প্রকাশ করেছেন?
অধ্যায় ২১
যিশু “ঈশ্বর হইতে প্রজ্ঞা” প্রকাশ করেন
কীভাবে যিশুর শিক্ষা, তাঁকে গ্রেপ্তার করার জন্য যে-সৈন্যদের পাঠানো হয়েছিল, তাদের খালি হাতে ফিরে যেতে বাধ্য করেছিল?
অধ্যায় ২২
“যে প্রজ্ঞা উপর হইতে আইসে,” তা কি আপনার জীবনে সক্রিয়?
বাইবেল চারটে চাবিকাঠি সম্বন্ধে বর্ণনা করে, যেগুলো ঈশ্বরীয় ভক্তি গড়ে তুলতে আপনাকে সাহায্য করবে।