প্রকৃত বিশ্বাস—আপনার জন্য এক সুখী জীবনের চাবিকাঠি
এই ব্রোশার ব্যাখ্যা করে, কীভাবে বিভিন্ন দেশের লোকেরা তাদের বিশ্বাসকে দৃঢ় করার মাধ্যমে সুখ খুঁজে পেতে পারে।
ভূমিকা
লক্ষ লক্ষ লোক জটিল প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর খুঁজে পেয়েছে।
খণ্ড ১
সৃষ্টিকর্তা কি আমাদের জন্য চিন্তা করেন?
আজকের জগৎ সমস্যায় পরিপূর্ণ। আপনিও হয়তো রোজকার বিভিন্ন উদ্বিগ্নতার মুখোমুখি হচ্ছেন। কে আমাদের সাহায্য করতে পারেন? কেউ কি আমাদের জন্য চিন্তা করেন?
খণ্ড ২
প্রকৃত বিশ্বাস কী?
লক্ষ লক্ষ লোক ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে কিন্তু তা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে অন্যায় কাজ করে। তাই নিশ্চিতভাবে প্রকৃত বিশ্বাস থাকার অর্থ, ঈশ্বর যে আছেন এটা বিশ্বাস করার চেয়ে আরও বেশি কিছুকে বোঝায়।
খণ্ড ৩
যে-ব্যবহারিক পরামর্শ জীবনকে উন্নত করে
পবিত্র শাস্ত্রে এমন বিজ্ঞ পরামর্শগুলো রয়েছে যেগুলো আপনাকে বৈবাহিক সমস্যাগুলোর সমাধান করতে, রাগ নিয়ন্ত্রণ করতে, মাদকদ্রব্যের নেশা কাটিয়ে উঠতে, বর্ণবৈষম্যকে জয় করতে, হিংস্রতা পরিত্যাগ করতে ও আরও অনেক ক্ষেত্রে সাহায্য করতে পারে।
খণ্ড ৪
সৃষ্টিকর্তা কে?
লোকেরা অনেক ঈশ্বরের উপাসনা করে, কিন্তু পবিত্র শাস্ত্র শিক্ষা দেয়, একজনই হলেন সত্য ঈশ্বর।
খণ্ড ৫
সৃষ্টিকর্তার অতুলনীয় গুণাবলি উপলব্ধি করা
পবিত্র শাস্ত্র ঈশ্বরের অনেক অপূর্ব গুণ সম্বন্ধে প্রকাশ করে, যেগুলোর মাধ্যমে আমরা তাঁকে জানতে পারি।
খণ্ড ৬
পৃথিবীর জন্য সৃষ্টিকর্তার উদ্দেশ্য কী?
পবিত্র শাস্ত্র বলে যে, ঈশ্বর পৃথিবীকে “অনর্থক সৃষ্টি না করিয়া” বরং “বাসস্থানার্থে” তৈরি করেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতি কি দেখায়, তিনি যেমন চেয়েছিলেন তেমনটা ঘটছে?
খণ্ড ৯
মশীহের কাছ থেকে আমরা যা শিখতে পারি
ঈশ্বর জানেন যে, আমাদের আসলে ঠিক কোন ধরনের নেতা প্রয়োজন আর তাই তিনি সবচেয়ে উত্তম নেতাকে বাছাই করেছেন।
খণ্ড ১১
বর্তমানে প্রকৃত বিশ্বাস দেখানো
যিশু শিক্ষা দিয়েছিলেন যে, যে সমস্ত ব্যক্তিদের প্রকৃত বিশ্বাস রয়েছে তারা ‘ভাল ফল’ বা উত্তম গুণাবলি উৎপন্ন করবে। সেই গুণগুলো কী কী?
খণ্ড ১৩
প্রকৃত বিশ্বাস অনন্তকালীন সুখের দিকে নিয়ে যায়
পবিত্র শাস্ত্রে এক রোমাঞ্চকর প্রতিজ্ঞা পাওয়া যায় যার মধ্যে আপনিও আছেন।