বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
বাইবেলের মৌলিক বার্তা কী?
কেন বাইবেল পরীক্ষা করবেন?
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বই, বাইবেল সম্বন্ধে কিছু সাহায্যকারী তথ্য বিবেচনা করুন।
খণ্ড ১
সৃষ্টিকর্তা মানুষকে এক পরমদেশ দেন
বাইবেল মানুষের সৃষ্টি সম্বন্ধে কী বলে? ঈশ্বর প্রথম মানবদম্পতিকে কোন কোন আজ্ঞা দিয়েছিলেন?
খণ্ড ২
পরমদেশ হারিয়ে যায়
আদম ও হবাকে যখন তাদের পাপের জন্য শাস্তি দেওয়া হচ্ছিল, তখন ঈশ্বর আশার কোন ভিত্তি জুগিয়েছিলেন?
খণ্ড ৩
মানবজাতি জলপ্লাবন থেকে রক্ষা পায়
কীভাবে পৃথিবীতে মন্দতা ছেয়ে গিয়েছিল? কীভাবে নোহ প্রমাণ করেছিলেন যে, তিনি একজন বিশ্বস্ত ব্যক্তি?
খণ্ড ৪
ঈশ্বর অব্রাহামের সঙ্গে এক চুক্তি করেন
কেন অব্রাহাম কনানে চলে গিয়েছিলেন? ঈশ্বর অব্রাহামের সঙ্গে কোন চুক্তি করেছিলেন?
খণ্ড ৫
ঈশ্বর অব্রাহাম ও তার পরিবারকে আশীর্বাদ করেন
যিহোবা যখন ইস্হাককে বলি দেওয়ার জন্য অব্রাহামকে বলেছিলেন, তখন তিনি কী বোঝাতে চেয়েছিলেন?যাকোব তার মৃত্যুর আগে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন?
খণ্ড ৬
ইয়োব তার নীতিনিষ্ঠা বজায় রাখেন
ইয়োবের বই কীভাবে দেখায় যে, সমস্ত বুদ্ধিবিশিষ্ট প্রাণীই ঈশ্বরের সার্বভৌমত্বকে তুলে ধরার ক্ষেত্রে অবদান রাখতে পারে?
খণ্ড ৭
ঈশ্বর ইস্রায়েল সন্তানদের উদ্ধার করেন
মিশরে ইস্রায়েলীয়দের দাসত্ব থেকে উদ্ধার করার জন্য ঈশ্বর কীভাবে মোশিকে ব্যবহার করেছিলেন? নিস্তারপর্ব উদ্যাপনের ভিত্তি কী ছিল?
খণ্ড ৮
ইস্রায়েলের লোকেরা কনানে প্রবেশ করে
ইস্রায়েলীয়রা যখন কনান দেশে প্রবেশ করেছিল তখন ঈশ্বর কেন যিরীহো নগরে রাহব ও তার পরিবারকে রক্ষা করেছিলেন?
খণ্ড ৯
ইস্রায়েলীয়রা একজন রাজা চায়
ইস্রায়েলীয়রা যখন একজন রাজা চেয়েছিল, তখন যিহোবা শৌলকে নিযুক্ত করেছিলেন। কেন যিহোবা রাজা শৌলকে সরিয়ে দিয়ে দায়ূদকে রাজা করেছিলেন?
খণ্ড ১০
শলোমন বিজ্ঞতার সঙ্গে শাসন করেন
শলোমনের প্রজ্ঞার কয়েকটা উদাহরণ কী? তিনি যখন যিহোবার পথ থেকে সরে গিয়েছিলেন, তখন এর ফল কী হয়েছিল?
খণ্ড ১১
যে-অনুপ্রাণিত গীতগুলো সান্ত্বনা ও শিক্ষা দেয়
কোন কোন গীত দেখায় যে, ঈশ্বর তাদেরকে সাহায্য করেন এবং শিক্ষা দেন, যারা তাঁকে ভালোবাসে? শলোমনের পরমগীত-এ রাজা কী প্রকাশ করেছিলেন?
খণ্ড ১২
জীবনের জন্য ঐশিক প্রজ্ঞা
বিবেচনা করুন যে, কীভাবে হিতোপদেশ এবং উপদেশক বইয়ে পাওয়া অনুপ্রাণিত পরামর্শ ব্যবহারিক নির্দেশনা এবং ঈশ্বরের ওপর নির্ভর করার জন্য ভিত্তি জোগাতে পারে।
খণ্ড ১৪
ঈশ্বর তাঁর ভাববাদীদের মাধ্যমে কথা বলেন
ঈশ্বরের ভাববাদীরা কোন ধরণের বার্তা জানিয়েছিল? যে-চারটে বিষয়ে তারা বলেছিল, তা বিবেচনা করুন।
খণ্ড ১৫
নির্বাসনে থাকাকালীন একজন ভাববাদী ভবিষ্যতের বিষয়ে পূর্বাভাস পান
দানিয়েল মশীহ এবং ঈশ্বরের রাজ্য সম্বন্ধে কী জানতে পেরেছিলেন?
খণ্ড ১৬
মশীহের আগমন ঘটে
যিশুকে মশীহ হিসেবে শনাক্ত করার জন্য ঈশ্বর কীভাবে যোহন বাপ্তাইজক এবং স্বর্গদূতদের ব্যবহার করেছিলেন? কীভাবে যিহোবা স্পষ্টভাবে তাঁর পুত্রকে প্রতিজ্ঞাত মশীহ হিসেবে শনাক্ত করেছিলেন?
খণ্ড ১৭
যিশু ঈশ্বরের রাজ্য সম্বন্ধে শিক্ষা দেন
যিশুর প্রচার কাজের মুখ্য বিষয় কী ছিল? তিনি কীভাবে দেখিয়েছিলেন যে, তাঁর শাসন প্রেম ও ন্যায়বিচারের ওপর কেন্দ্রীভূত হবে?
খণ্ড ১৮
যিশু বিভিন্ন অলৌকিক কাজ সম্পাদন করেন
যিশুর অলৌকিক কাজগুলো তাঁর ক্ষমতা এবং ভবিষ্যতে পৃথিবীর ওপর তাঁর শাসনের বিষয়ে কী প্রকাশ করে?
খণ্ড ১৯
যিশু এক সুদূরপ্রসারী ভবিষ্যদ্বাণী প্রদান করেন
যিশু তাঁর প্রেরিতদের যে-চিহ্ন দিয়েছিলেন, সেটার অর্থ কী?
খণ্ড ২০
যিশু খ্রিস্টকে মৃত্যুদণ্ড দেওয়া হয়
যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার এবং তাঁকে দণ্ডে পেরেক দিয়ে বিদ্ধ করার আগে, যিশু কোন নতুন উদ্যাপনের প্রবর্তন করেছিলেন?
খণ্ড ২২
প্রেরিতরা নির্ভীকভাবে প্রচার করে
পঞ্চাশত্তমীর উৎসবের সময় কী হয়েছিল? যিশুর শিষ্যদের প্রচার কাজের প্রতিশত্রুরা কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল?
খণ্ড ২৩
সুসমাচার ছড়িয়ে পড়ে
পৌল যখন লুস্ত্রায় একজন ব্যক্তিকে সুস্থ করেছিলেন, তখন কী ঘটেছিল? পৌল কীভাবে রোমে গিয়ে পৌঁছেছিলেন?
খণ্ড ২৪
পৌল মণ্ডলীগুলোর উদ্দেশে চিঠি লেখেন
মণ্ডলীর উপযুক্ত সাংগঠনিক ব্যবস্থা সম্বন্ধে পৌল কী নির্দেশনা দিয়েছিলেন? প্রতিজ্ঞাত বংশের বিষয় তিনি কী বলেছিলেন?
খণ্ড ২৫
বিশ্বাস, আচরণ ও প্রেম সম্বন্ধে পরামর্শ
একজন খ্রিস্টান কীভাবে বিশ্বাস প্রদর্শন করতে পারেন? কীভাবে একজন ব্যক্তি দেখাতে পারেন যে, তিনি সত্যিই ঈশ্বরকে ভালোবাসেন?
বাইবেলের বার্তা—এক সারাংশ
কীভাবে যিহোবা ধীরে ধীরে প্রকাশ করেছিলেন যে, যিশু সেই মশীহ হবেন, যিনি পৃথিবীতে পরমদেশ ফিরিয়ে আনবেন।
বাইবেলের সময় সারণি
সা.কা.পূ. ৪০২৬ থেকে সা.কা. ১০০ সাল পর্যন্ত বিস্তৃত বাইবেলের ইতিহাসের সময় সারণি দেখুন।