খণ্ড ৩
মিশর হতে উদ্ধার থেকে ইস্রায়েলের প্রথম রাজা পর্যন্ত
মোশি ইস্রায়েলীয়দেরকে মিশরের বন্দিত্ব থেকে বের করে সীনয় পর্বতে নিয়ে গিয়েছিলেন, যেখানে ঈশ্বর তাদেরকে তাঁর নিয়মগুলো দিয়েছিলেন। পরে, মোশি বারো জন ব্যক্তিকে কনান দেশ নিরীক্ষণ করার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু, তাদের মধ্যে দশ জন পুরুষ খারাপ সংবাদ নিয়ে ফিরে এসেছিল। তারা লোকেদেরকে মিশরে ফিরে যাওয়ার জন্য প্ররোচিত করেছিল। ইস্রায়েলীয়রা বিশ্বাসের অভাব দেখিয়েছিল আর এই কারণে ঈশ্বরের কাছ থেকে শাস্তি হিসেবে তাদের চল্লিশ বছর ধরে প্রান্তরে ঘুরে বেড়াতে হয়।
অবশেষে, ইস্রায়েলীয়দেরকে কনান দেশে নিয়ে যাওয়ার জন্য যিহোশূয়কে মনোনীত করা হয়েছিল। তাদেরকে সেই দেশে নিয়ে যাওয়ার জন্য যিহোবা বিভিন্ন অলৌকিক কাজ করেছিলেন। তিনি যর্দন নদীর প্রবাহ থামিয়ে দিয়েছিলেন, যিরীহোর প্রাচীরকে ভেঙে পড়তে দিয়েছিলেন এবং পুরো এক দিন সূর্যকে স্থির রেখেছিলেন। ছয় বছর পর, কনানীয়দের কাছ থেকে সেই দেশের অধিকার নিয়ে নেওয়া হয়েছিল।
যিহোশূয়ের সময় থেকে শুরু করে তিন-শো ছাপ্পান্ন বছর ধরে বিচারকর্তারা ইস্রায়েলকে শাসন করেছিল। আমরা তাদের মধ্য থেকে বারক, গিদিয়োন, যিপ্তহ, শিম্শোন ও শমূয়েল-সহ অনেকের বিষয়ে শিখব। এ ছাড়া, আমরা এই নারীদের সম্বন্ধেও পড়ব যেমন, রাহব, দবোরা, যায়েল, রূৎ, নয়মী ও দলীলা। সব মিলিয়ে, তৃতীয় খণ্ডে তিন-শো ছিয়ানব্বই বছরের ইতিহাস রয়েছে।
এই বিভাগে
STORY 38
বারো জন গুপ্তচর
Ten of the spies say one thing, but two of them say another. Who do the Israelites believe?
STORY 39
হারোণের লাঠিতে ফুল ফোটে
How could a piece of dead wood produce flowers and ripe fruit overnight?
STORY 44
রাহব গুপ্তচরদের লুকিয়ে রাখেন
How does Rahab help the two men, and what favor does she ask?
STORY 48
বুদ্ধিমান গিবিয়োনীয়রা
They trick Joshua and the Israelites into making a promise, but the Israelites keep their promise.
STORY 49
সূর্য স্থির হয়ে থাকে
Jehovah did something for Joshua that he never did before and has not done since.
STORY 52
গিদিয়োন ও তার তিন-শো জন লোক
God picked the members for this small army using an unusual drinking test.
STORY 55
একটি ছোটো বালক ঈশ্বরের সেবা করে
God uses young Samuel to deliver a stinging message to High Priest Eli.